ETV Bharat / sitara

এখনও উচ্চ রক্তচাপ, চিকিৎসায় সাড়া দিচ্ছেন রজনীকান্ত - রজনীকান্তের খবর

হায়দরাবাদের এক বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত । চিকিৎসায় সাড়া দিলেও এখনও উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে অভিনেতার ।

rajinikanth health update
rajinikanth health update
author img

By

Published : Dec 26, 2020, 12:08 PM IST

Updated : Dec 26, 2020, 12:53 PM IST

হায়দরাবাদ : হায়দরাবাদে নিজের আপকামিং ছবি 'আন্নাথে'-র শুটিং করতে করতে অসুস্থ হয়ে পড়েন রজনীকান্ত । ঘটনাটি গতকাল অর্থাৎ 25 ডিসেম্বরের । রক্তচাপের সমস্যার জেরে হাসপাতালে ভরতি করা হয় সুপারস্টারকে । আজ কেমন আছেন তিনি ?

হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, আগের থেকে একটু ভালো আছেন রজনীকান্ত । তবে এখনও উচ্চ রক্তচাপের সমস্যাটা রয়ে গেছে । গত রাতে নাকি প্রেশার ওঠানামাও করেছে । তাই কড়া নজরদারিতে রাখা হয়েছে অভিনেতাকে ।

বেশ কয়েকটি পরীক্ষা করানো হয়েছে রজনীকান্তের । সেই রিপোর্টে কোনও বড় সমস্যা চোখে পড়েনি বলে জানিয়েছেন ডাক্তাররা । আজ আরও কয়েকটি পরীক্ষা করানো হবে যার রিপোর্ট সন্ধেবেলা পাওয়া যাবে । তারপরেই জরুরি সিদ্ধান্ত নেবে মেডিকেল টিম ।

'আন্নাথে' ছবির কয়েকজন কলাকুশলী কোরোনায় আক্রান্ত হয়েছিলেন । তবে 22 ডিসেম্বর রজনীকান্তের কোরোনা রিপোর্ট নেগেটিভ আসে । এমনকী, তাঁর শরীরে কোরোনার কোনও উপসর্গও দেখা যায়নি । এটা একটা ভালো খবর ।

আরও পড়ুন : হাসপাতালে ভরতি রজনীকান্ত

চলতি মাসের মাঝামাঝিতেই শুরু হয়েছে 'আন্নাথে'-র শুটিং । আর শুটিংয়ে যোগ দেওয়ার জন্য 13 ডিসেম্বর বিশেষ বিমানে চেন্নাই থেকে হায়দরাবাদে এসেছিলেন রজনীকান্তসহ ছবির কলাকুশলীরা । রামোজি ফিল্ম সিটিতে চলছিল শুটিং । ছবিটি প্রযোজনা করছে সান পিকচার্স ।

হায়দরাবাদ : হায়দরাবাদে নিজের আপকামিং ছবি 'আন্নাথে'-র শুটিং করতে করতে অসুস্থ হয়ে পড়েন রজনীকান্ত । ঘটনাটি গতকাল অর্থাৎ 25 ডিসেম্বরের । রক্তচাপের সমস্যার জেরে হাসপাতালে ভরতি করা হয় সুপারস্টারকে । আজ কেমন আছেন তিনি ?

হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, আগের থেকে একটু ভালো আছেন রজনীকান্ত । তবে এখনও উচ্চ রক্তচাপের সমস্যাটা রয়ে গেছে । গত রাতে নাকি প্রেশার ওঠানামাও করেছে । তাই কড়া নজরদারিতে রাখা হয়েছে অভিনেতাকে ।

বেশ কয়েকটি পরীক্ষা করানো হয়েছে রজনীকান্তের । সেই রিপোর্টে কোনও বড় সমস্যা চোখে পড়েনি বলে জানিয়েছেন ডাক্তাররা । আজ আরও কয়েকটি পরীক্ষা করানো হবে যার রিপোর্ট সন্ধেবেলা পাওয়া যাবে । তারপরেই জরুরি সিদ্ধান্ত নেবে মেডিকেল টিম ।

'আন্নাথে' ছবির কয়েকজন কলাকুশলী কোরোনায় আক্রান্ত হয়েছিলেন । তবে 22 ডিসেম্বর রজনীকান্তের কোরোনা রিপোর্ট নেগেটিভ আসে । এমনকী, তাঁর শরীরে কোরোনার কোনও উপসর্গও দেখা যায়নি । এটা একটা ভালো খবর ।

আরও পড়ুন : হাসপাতালে ভরতি রজনীকান্ত

চলতি মাসের মাঝামাঝিতেই শুরু হয়েছে 'আন্নাথে'-র শুটিং । আর শুটিংয়ে যোগ দেওয়ার জন্য 13 ডিসেম্বর বিশেষ বিমানে চেন্নাই থেকে হায়দরাবাদে এসেছিলেন রজনীকান্তসহ ছবির কলাকুশলীরা । রামোজি ফিল্ম সিটিতে চলছিল শুটিং । ছবিটি প্রযোজনা করছে সান পিকচার্স ।

Last Updated : Dec 26, 2020, 12:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.