ETV Bharat / sitara

রাজের পরের ছবিতেও থাকছে শুভশ্রী ও ঋত্বিক - amma

'পরিণীতা'-য় প্রথম শুভশ্রী-ঋত্বিকের জুটিকে দেখতে পাবেন দর্শক । এরপর আবার রাজ চক্রবর্তী তাঁর পরের ছবি 'আম্মা'-তেও দেখা যাবে শুভশ্রী ও ঋত্বিককে । রাজনৈতিক বিষয়ের উপর তৈরি এই ছবিতে রয়েছেন পার্নো, সোহম ও স্বাতীলেখাও ।

রাজের পরের ছবিতেও থাকছে শুভশ্রী-ঋত্বিক জুটি
author img

By

Published : Aug 4, 2019, 4:04 PM IST

Updated : Aug 4, 2019, 4:57 PM IST

কলকাতা : 'পরিণীতা' আর কিছুদিনের মধ্যেই আসতে চলেছে প্রেক্ষাগৃহে । তার মধ্যেই দর্শকের সামনে এল পরিচালক রাজ চক্রবর্তীর পরবর্তী ছবির খুঁটিনাটি । ছবির নাম 'আম্মা' । আর এই ছবিতেও শুভশ্রী ও ঋত্বিক চক্রবর্তীকে দেখতে পাবে দর্শক ।

ছবিতে শুভশ্রী ও ঋত্বিক ছাড়াও রয়েছেন পার্নো মিত্র, সোহম ও স্বাতীলেখা সেনগুপ্ত । ছবিটি রাজনৈতিক । বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করেই 'আম্মা'-র গল্প সাজিয়েছেন রাজ । এর আগেও 'প্রলয়'-র মতো রাজনৈতিক ছবি বানিয়েছেন পরিচালক ।

'আম্মা'-তে দেখা যাবে এক বৃদ্ধাকে দেখাশোনা করেন এক অল্প বয়সি নারী । তাদের বাড়িতে আশ্রয় নিয়েছে আরও তিনজন । এদের প্রত্যেকেরই রয়েছে অতীত । প্রত্যেকের মধ্যে তৈরি হয় অন্তর্দ্বন্দ্ব ।

এই প্রথম স্বাতীলেখা ও পার্নো কাজ করছেন রাজের সঙ্গে । ছবির চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত ।

কলকাতা : 'পরিণীতা' আর কিছুদিনের মধ্যেই আসতে চলেছে প্রেক্ষাগৃহে । তার মধ্যেই দর্শকের সামনে এল পরিচালক রাজ চক্রবর্তীর পরবর্তী ছবির খুঁটিনাটি । ছবির নাম 'আম্মা' । আর এই ছবিতেও শুভশ্রী ও ঋত্বিক চক্রবর্তীকে দেখতে পাবে দর্শক ।

ছবিতে শুভশ্রী ও ঋত্বিক ছাড়াও রয়েছেন পার্নো মিত্র, সোহম ও স্বাতীলেখা সেনগুপ্ত । ছবিটি রাজনৈতিক । বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করেই 'আম্মা'-র গল্প সাজিয়েছেন রাজ । এর আগেও 'প্রলয়'-র মতো রাজনৈতিক ছবি বানিয়েছেন পরিচালক ।

'আম্মা'-তে দেখা যাবে এক বৃদ্ধাকে দেখাশোনা করেন এক অল্প বয়সি নারী । তাদের বাড়িতে আশ্রয় নিয়েছে আরও তিনজন । এদের প্রত্যেকেরই রয়েছে অতীত । প্রত্যেকের মধ্যে তৈরি হয় অন্তর্দ্বন্দ্ব ।

এই প্রথম স্বাতীলেখা ও পার্নো কাজ করছেন রাজের সঙ্গে । ছবির চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত ।

Intro:পরিণীতার মুক্তি দোরগোড়ায়। তার মাঝেই সামনে এল পরিচালক রাজ চক্রবর্তীর পরবর্তী ছবির খুঁটিনাটি। ছবির নাম 'আম্মা'। এবং সেই ছবিতেও পরিণীতার মতো রাজ কাস্ট করেছেন শুভশ্রী ও ঋত্বিক চক্রবর্তীকে। এই ছবিতে রয়েছেন পার্নো মিত্র, সোহম এবং স্বাতীলেখা সেনগুপ্ত।


Body:ছবিটি রাজনৈতিক। বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করেই ছবির গল্প সাজিয়েছেন রাজ। এর আগেও অবশ্য রাজনৈতিক ছবি বানিয়েছেন। 'প্রলয়' তার জলজ্যান্ত নিদর্শন।

ছবিতে রয়েছে এক বৃদ্ধার চরিত্র। তাকে দেখভাল করে অল্প বয়সি নারী। তার বাড়িতে আশ্রয় নিয়েছে আরও তিনজন। এতে প্রত্যেকেরই একটা পাস্ট রয়েছে। প্রত্যেকের মধ্যে তৈরি হয় অন্তর্দ্বন্দ্ব।




Conclusion:এই প্রথম স্বাতীলেখা এবং পার্নো কাজ করছেন রাজের সঙ্গে। পদ্মনাভ দাশগুপ্ত লিখেছেন ছবির চিত্রনাট্য।
Last Updated : Aug 4, 2019, 4:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.