ETV Bharat / sitara

কোরোনায় আক্রান্ত রাজ চক্রবর্তী - কোরোনায় আক্রান্ত রাজ চক্রবর্তী

কোরোনায় আক্রান্ত পরিচালক রাজ চক্রবর্তী ৷ বর্তমানে তিনি হোম কোয়ারানটিনে রয়েছেন ৷ টুইটে এমনই খবর জানিয়েছেন ৷

ছবি
ছবি
author img

By

Published : Aug 17, 2020, 3:48 PM IST

Updated : Aug 17, 2020, 3:55 PM IST

কলকাতা : কোরোনায় আক্রান্ত পরিচালক রাজ চক্রবর্তী ৷ তিনি হোম কোয়ারানটিনে রয়েছেন ৷ টুইটবার্তায় এই খবর নিজেই জানিয়েছেন পরিচালক ৷

তাঁর স্ত্রী শুভশ্রী গাঙ্গুলি-সহ পরিবারের বাকি সদস্যদের কোভিড-19 টেস্ট করা হবে ৷ রাজের বাবা অন্য কারণে হাসপাতালে ভরতি রয়েছেন ৷ তাঁরও কোভিড-19 টেস্ট করা হয় ৷ তবে রিপোর্ট নেগেটিভ আসে ৷

পরিবারের বাকি সদস্যরা যাতে আক্রান্ত না হন, সেজন্য কোরোনায় আক্রান্ত হয়েছেন জানতে পারার পরপরই নিজেকে হোম কোয়ারানটিনে রেখেছেন রাজ ৷ তাঁর স্ত্রী শুভশ্রী কোরোনা সংক্রান্ত বিধিনিষেধ মানছেন ৷

  • I have been tested COVID-19 positive.
    My father has been hospitalized recently, but he has been tested negative both the time. In home quarantine right now. Rest of my family members will be testing for COVID-19 too. These are the trying times.

    — Raj chakraborty (@iamrajchoco) August 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, শুভশ্রী আট মাসের অন্তঃসত্ত্বা ৷ এই পরিস্থিতিতে রাজের কোরোনা আক্রান্ত হওয়ার খবর চিন্তায় ফেলেছে অনুরাগীদের ৷ দ্রুত আরোগ্য কামনা করেছে তারা ৷

কলকাতা : কোরোনায় আক্রান্ত পরিচালক রাজ চক্রবর্তী ৷ তিনি হোম কোয়ারানটিনে রয়েছেন ৷ টুইটবার্তায় এই খবর নিজেই জানিয়েছেন পরিচালক ৷

তাঁর স্ত্রী শুভশ্রী গাঙ্গুলি-সহ পরিবারের বাকি সদস্যদের কোভিড-19 টেস্ট করা হবে ৷ রাজের বাবা অন্য কারণে হাসপাতালে ভরতি রয়েছেন ৷ তাঁরও কোভিড-19 টেস্ট করা হয় ৷ তবে রিপোর্ট নেগেটিভ আসে ৷

পরিবারের বাকি সদস্যরা যাতে আক্রান্ত না হন, সেজন্য কোরোনায় আক্রান্ত হয়েছেন জানতে পারার পরপরই নিজেকে হোম কোয়ারানটিনে রেখেছেন রাজ ৷ তাঁর স্ত্রী শুভশ্রী কোরোনা সংক্রান্ত বিধিনিষেধ মানছেন ৷

  • I have been tested COVID-19 positive.
    My father has been hospitalized recently, but he has been tested negative both the time. In home quarantine right now. Rest of my family members will be testing for COVID-19 too. These are the trying times.

    — Raj chakraborty (@iamrajchoco) August 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, শুভশ্রী আট মাসের অন্তঃসত্ত্বা ৷ এই পরিস্থিতিতে রাজের কোরোনা আক্রান্ত হওয়ার খবর চিন্তায় ফেলেছে অনুরাগীদের ৷ দ্রুত আরোগ্য কামনা করেছে তারা ৷

Last Updated : Aug 17, 2020, 3:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.