কলকাতা : কোয়ারেন্টাইনে দিন কাটাচ্ছেন রাজ চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলি ও তাঁদের পরিবার । কীভাবে সময় কাটছে তাঁদের ?
ডিজিটাল প্ল্যাটফর্মে সিনেমার অভাব নেই । পরিবারের সঙ্গে সিনেমা দেখেই সময় কাটছে রাজ-শুভশ্রীর । শুধু তাঁরাই নন, তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন রাজের মা-ও । একসঙ্গে ড্রয়িংরুমে বসে জমিয়ে সিনেমা দেখছেন সবাই মিলে ।
রাজ নিজের ইনস্টাস্টোরিতে শেয়ার করেছেন তাঁদের কোয়ারেন্টাইন ডায়রির কিছু ঝলক । প্রথমে 'অপুর সংসার' আর তারপর 'রবিবার', পরপর দু'টি ফিল্ম দেখে সময় কাটাচ্ছেন সবাই ।
শুভশ্রী বাড়িতে থেকেই শুট করেছেন অরিন্দম শীল পরিচালিত 'ঝড় থেমে যাবে একদিন' । কোরোনা নিয়ে সচেতনা বাড়াতে মমতা ব্যানার্জির ভাবনায় গতকালই মুক্তি পেয়েছে এই ছবি । একা শুভশ্রী নন, প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, পরমব্রত চ্য়াটার্জি, আবির চ্যাটার্জি, মিমি চক্রবর্তী, নুসরত জাহান, রুক্মিনী মৈত্র, দেব, পরাণ বন্দ্যোপাধ্যায় কে নেই সেখানে ?
দেখে নিন এই শর্টফিল্মটি..
- " class="align-text-top noRightClick twitterSection" data="">