ETV Bharat / sitara

রবিবার সকালে রাজ-শুভশ্রীর শুভেচ্ছা - রাজ চক্রবর্তীর খবর

সোশাল মিডিয়ায় মিষ্টি ছবি পোস্ট করে রবিবারটা শুরু করলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি ।

Raj chakrabarty with Subhashree ganguly
Raj chakrabarty with Subhashree ganguly
author img

By

Published : Dec 13, 2020, 10:39 AM IST

কলকাতা : ছেলে হওয়ার পর পুরোদমে কাজ শুরু করে দিয়েছেন শুভশ্রী গাঙ্গুলি । প্রায় প্রতিদিনই তিনি রাজের সঙ্গে বেরোচ্ছেন শুটিংয়ের কাজে । আর ফাঁকে-ফোঁকরে অভিনেত্রীর ছবি শেয়ার করছেন তাঁর পরিচালক স্বামী ।

রবিবারের সকালটাও একইভাবে শুরু করলেন রাজ । শুভশ্রীর সঙ্গে একটি সেলফি শেয়ার করলেন তিনি । মুখে মাস্ক, পরনে জ্যাকেট..স্মার্ট লাগছে দম্পতিকে ।

ক্যাপশনে রাজ লিখেছেন, "মাই লাভ শুভশ্রী, শুভ সকাল । একটা দারুণ রবিবার কাটাও ।" দেখে নিন জুটির ছবি..

গতকাল ছিল ইউভানের তিন মাসের জন্মদিন । ছেলের সঙ্গে মায়ের এক মিষ্টি ছবি শেয়ার করেছিলেন রাজ । সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন বিশেষ দিনের আনন্দ ।

কলকাতা : ছেলে হওয়ার পর পুরোদমে কাজ শুরু করে দিয়েছেন শুভশ্রী গাঙ্গুলি । প্রায় প্রতিদিনই তিনি রাজের সঙ্গে বেরোচ্ছেন শুটিংয়ের কাজে । আর ফাঁকে-ফোঁকরে অভিনেত্রীর ছবি শেয়ার করছেন তাঁর পরিচালক স্বামী ।

রবিবারের সকালটাও একইভাবে শুরু করলেন রাজ । শুভশ্রীর সঙ্গে একটি সেলফি শেয়ার করলেন তিনি । মুখে মাস্ক, পরনে জ্যাকেট..স্মার্ট লাগছে দম্পতিকে ।

ক্যাপশনে রাজ লিখেছেন, "মাই লাভ শুভশ্রী, শুভ সকাল । একটা দারুণ রবিবার কাটাও ।" দেখে নিন জুটির ছবি..

গতকাল ছিল ইউভানের তিন মাসের জন্মদিন । ছেলের সঙ্গে মায়ের এক মিষ্টি ছবি শেয়ার করেছিলেন রাজ । সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন বিশেষ দিনের আনন্দ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.