ETV Bharat / sitara

ক্যামেরার লেন্সে শুভশ্রী, রাজ লিখলেন "হোয়াট অ্যা বিউটি" - রাজ চক্রবর্তীর খবর

রাজ ও শুভশ্রী এখন আফ্রিকায় ছুটি কাটাচ্ছেন। সোশাল মিডিয়া উপচে পড়ছে তাঁদের পোস্টে।

Subhashree Ganguly news
author img

By

Published : Oct 15, 2019, 11:18 AM IST

কলকাতা : পুজোর পর টলিউডের দুই জুটিই নিজেদের হলিডে ডেস্টিনেশন হিসেবে বেছে নিয়েছেন আফ্রিকা। কথা হচ্ছে রাজ-শুভশ্রী ও দেব-রুক্মিনীকে নিয়ে। দেব-রুক্মিনী সোশাল মিডিয়ায় ততটা দেখা না দিলেও, রাজ ও শুভশ্রী প্রতি মুহূর্তে তাঁদের আপডেট দিচ্ছেন সোশাল মিডিয়ায়।

সম্প্রতি রাজের করা একটি পোস্টে দেখা যাচ্ছে জিপে করে রাজ-শুভশ্রী আফ্রিকান সাফারিতে মজেছেন। ক্যামেরার ফোকাসে শুভশ্রী। তবে মাঝেমাঝে উঁকি দিচ্ছে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যও। ক্যাপশনে রাজ লিখেছেন, "হোয়াট অ্যা বিউটি"। এবার এই "বিউটি" বলতে রাজ যে আসলে কার সৌন্দর্য বোঝাতে চেয়েছেন, সেটা একমাত্র রাজই বলতে পারেন।

রাজের ক্য়ামেরায় যেমন শুভশ্রী, তেমন শুভশ্রীর ক্যামেরাতেও রাজ। স্ত্রীয়ের তুলে দেওয়া একটি ছবি শেয়ার করে পরিচালক স্বামী লিখেছেন, "যখন ও আমার ছবি তুলে দেয়, তখন আমি সেরা।"

বেড়ানোর মাঝে মাঝে রাজ আর শুভশ্রীর প্রেমের রসায়ন প্রকাশ পাচ্ছে তাঁদের এই ছবিতে।

কলকাতা : পুজোর পর টলিউডের দুই জুটিই নিজেদের হলিডে ডেস্টিনেশন হিসেবে বেছে নিয়েছেন আফ্রিকা। কথা হচ্ছে রাজ-শুভশ্রী ও দেব-রুক্মিনীকে নিয়ে। দেব-রুক্মিনী সোশাল মিডিয়ায় ততটা দেখা না দিলেও, রাজ ও শুভশ্রী প্রতি মুহূর্তে তাঁদের আপডেট দিচ্ছেন সোশাল মিডিয়ায়।

সম্প্রতি রাজের করা একটি পোস্টে দেখা যাচ্ছে জিপে করে রাজ-শুভশ্রী আফ্রিকান সাফারিতে মজেছেন। ক্যামেরার ফোকাসে শুভশ্রী। তবে মাঝেমাঝে উঁকি দিচ্ছে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যও। ক্যাপশনে রাজ লিখেছেন, "হোয়াট অ্যা বিউটি"। এবার এই "বিউটি" বলতে রাজ যে আসলে কার সৌন্দর্য বোঝাতে চেয়েছেন, সেটা একমাত্র রাজই বলতে পারেন।

রাজের ক্য়ামেরায় যেমন শুভশ্রী, তেমন শুভশ্রীর ক্যামেরাতেও রাজ। স্ত্রীয়ের তুলে দেওয়া একটি ছবি শেয়ার করে পরিচালক স্বামী লিখেছেন, "যখন ও আমার ছবি তুলে দেয়, তখন আমি সেরা।"

বেড়ানোর মাঝে মাঝে রাজ আর শুভশ্রীর প্রেমের রসায়ন প্রকাশ পাচ্ছে তাঁদের এই ছবিতে।

Intro:Body:

লেন্সে শুভশ্রী, রাজ লিখলেন "হোয়াট অ্যা বিউটি"



রাজ ও শুভশ্রী এখন আফ্রিকায় ছুটি কাটাচ্ছেন। সোশাল মিডিয়া উপচে পড়ছে তাঁদের পোস্টে।



কলকাতা : পুজোর পর টলিউডের দুই জুটিই নিজেদের হলিডে ডেস্টিনেশন হিসেবে বেছে নিয়েছেন আফ্রিকা। কথা হচ্ছে রাজ-শুভশ্রী ও দেব-রুক্মিনীকে নিয়ে। দেব-রুক্মিনী সোশাল মিডিয়ায় ততটা দেখা না দিলেও, রাজ ও শুভশ্রী প্রতি মুহূর্তে তাঁদের আপডেট দিচ্ছেন সোশাল মিডিয়ায়।



সম্প্রতি রাজের করা একটি পোস্টে দেখা যাচ্ছে জিপে করে রাজ-শুভশ্রী আফ্রিকান সাফারিতে মজেছেন। ক্যামেরার ফোকাসে শুভশ্রী। তবে মাঝেমাঝে উঁকি দিচ্ছে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যও। ক্যাপশনে রাজ লিখেছেন, "হোয়াট অ্যা বিউটি"। এবার এই "বিউটি" বলতে রাজ যে আসলে কার সৌন্দর্য বোঝাতে চেয়েছেন, সেটা একমাত্র রাজই বলতে পারেন।



রাজের ক্য়ামেরায় যেমন শুভশ্রী, তেমন শুভশ্রীর ক্যামেরাতেও রাজ। স্ত্রীয়ের তুলে দেওয়া একটি ছবি শেয়ার করে পরিচালক স্বামী লিখেছেন, "যখন ও আমার ছবি তুলে দেয়, তখন আমি সেরা।"



বেড়ানোর মাঝে মাঝে রাজ আর শুভশ্রীর প্রেমের রসায়ন প্রকাশ পাচ্ছে তাঁদের এই ছবিতে। 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.