ETV Bharat / sitara

Radhe Shyam : পাইরেসির শিকার হওয়া সত্ত্বেও তুঙ্গে প্রভাস-পূজার জাদু, দশ দিনেই 400 কোটি ব্যবসা 'রাধেশ্য়াম'-এর - Radhe Shyam Earns 400 cr

পাইরেসির শিকার হওয়া সত্ত্বেও ভাগ্য তুঙ্গে প্রভাস এবং পূজা হেগড়ের নতুন ছবি 'রাধেশ্যাম'-এর ৷ মাত্র দশদিনেই 200 কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি (Radhe Shyam Box Office Collection) ৷ একইসঙ্গে এর ডিজিটাল সত্ত্বও নির্মাতারা বিক্রি করেছেন 200 কোটি টাকায় ৷ যার জেরে ছবির দশদিনে আয় 400 কোটি টাকা ৷

Radhe Shyam Business
পাইরেসির শিকার হওয়া সত্ত্বেও তুঙ্গে প্রভাস-পূজার জাদু, দশ দিনেই 400 কোটি ব্যবসা 'রাধেশ্য়াম'-এর
author img

By

Published : Mar 22, 2022, 12:04 PM IST

হায়দরাবাদ, 22 মার্চ : পাইরেসির শিকার হওয়া সত্ত্বেও এখনও বক্সঅফিসে নিজের ম্যাজিক অব্যাহত রেখেছে দক্ষিণী সুপারহিট জুটি প্রভাস এবং পূজা হেগড়ের নতুন ছবি 'রাধেশ্যাম' ৷ মাত্র দশ দিনেই 200 কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি ৷ মেগা বাজেটের এই ছবিটি মুক্তি পেয়েছিল 11 মার্চ ৷ পূজা-প্রভাসের এই সুন্দর প্রেমের কাহিনি মন যে মজিয়েছে দর্শকদের এ নিয়ে কোনও সন্দেহ নেই ৷ বক্স অফিসে দশদিনে 200 কোটির ব্যবসা তো বটেই একইসঙ্গে এর ডিজিটাল সত্ত্বও নির্মাতারা বিক্রি করেছেন 200 কোটি টাকায় ৷

অর্থাৎ প্রথম দশদিনেই সবমিলিয়ে 400 কোটি টাকার ব্যবসা করে ফেলল এই ছবি (Radhe Shyam Earns 400 cr) ৷ প্রভাসের অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এই ছবি ডিজিটাল প্লার্টফর্মে কবে আসবে তার জন্য ৷ সেই আশাও খুব তাড়াতাড়িই পূরণ হতে চলেছে তাঁদের ৷ রাধাকৃষ্ণ কুমার পরিচালিত এই পিরিয়ড ফিল্মে প্রভাস অভিনয় করেছেন এই পামিস্টের চরিত্রে ৷ বিক্রমাদিত্য নামক এই জ্যোতিষীকে কেন্দ্র করেই আবর্তিত হয় গল্প ৷ নিয়তি এবং বিক্রমাদিত্যের ভালবাসা, প্রেরণাকে নিয়েই তৈরি হয় দ্বন্দ্ব ৷

আরও পড়ুন :আর্মিতে যোগ দিতে মধ্যরাতে দৌড়ের অনুশীলন তরুণের, পরিচালকের ভাইরাল ভিডিয়োয় নেটিজেনদের কুর্নিশ

ছবিতে ভয়েস ওভার দিয়েছেন এই শতাব্দীর অন্যতম কিংবদন্তী অমিতাভ বচ্চন ৷ এছাড়া ছবিতে ভিজ্যুয়াল এফেক্টের কাজ, ইতালি, জর্জিয়া এবং হায়দরাবাদের মনোরম দৃশ্য় আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে সিনেপ্রেমীদের ৷

হায়দরাবাদ, 22 মার্চ : পাইরেসির শিকার হওয়া সত্ত্বেও এখনও বক্সঅফিসে নিজের ম্যাজিক অব্যাহত রেখেছে দক্ষিণী সুপারহিট জুটি প্রভাস এবং পূজা হেগড়ের নতুন ছবি 'রাধেশ্যাম' ৷ মাত্র দশ দিনেই 200 কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি ৷ মেগা বাজেটের এই ছবিটি মুক্তি পেয়েছিল 11 মার্চ ৷ পূজা-প্রভাসের এই সুন্দর প্রেমের কাহিনি মন যে মজিয়েছে দর্শকদের এ নিয়ে কোনও সন্দেহ নেই ৷ বক্স অফিসে দশদিনে 200 কোটির ব্যবসা তো বটেই একইসঙ্গে এর ডিজিটাল সত্ত্বও নির্মাতারা বিক্রি করেছেন 200 কোটি টাকায় ৷

অর্থাৎ প্রথম দশদিনেই সবমিলিয়ে 400 কোটি টাকার ব্যবসা করে ফেলল এই ছবি (Radhe Shyam Earns 400 cr) ৷ প্রভাসের অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এই ছবি ডিজিটাল প্লার্টফর্মে কবে আসবে তার জন্য ৷ সেই আশাও খুব তাড়াতাড়িই পূরণ হতে চলেছে তাঁদের ৷ রাধাকৃষ্ণ কুমার পরিচালিত এই পিরিয়ড ফিল্মে প্রভাস অভিনয় করেছেন এই পামিস্টের চরিত্রে ৷ বিক্রমাদিত্য নামক এই জ্যোতিষীকে কেন্দ্র করেই আবর্তিত হয় গল্প ৷ নিয়তি এবং বিক্রমাদিত্যের ভালবাসা, প্রেরণাকে নিয়েই তৈরি হয় দ্বন্দ্ব ৷

আরও পড়ুন :আর্মিতে যোগ দিতে মধ্যরাতে দৌড়ের অনুশীলন তরুণের, পরিচালকের ভাইরাল ভিডিয়োয় নেটিজেনদের কুর্নিশ

ছবিতে ভয়েস ওভার দিয়েছেন এই শতাব্দীর অন্যতম কিংবদন্তী অমিতাভ বচ্চন ৷ এছাড়া ছবিতে ভিজ্যুয়াল এফেক্টের কাজ, ইতালি, জর্জিয়া এবং হায়দরাবাদের মনোরম দৃশ্য় আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে সিনেপ্রেমীদের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.