কলকাতা : ডান্স নাম্বারটির নাম 'রঙ্গবতী'। এটি উড়িষ্যার একটি জনপ্রিয় লোকসংগীত। তাই উলটো রথের দিন 'জয় জগন্নাথ' বলে গানের ভিডিয়োর আত্মপ্রকাশ সত্যিই অভাবনীয়। গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী এবং সুরজিৎ। এই প্রথম সুরজিৎ ও ইমনকে ডুয়েট গাইতে শুনবেন শ্রোতারা।
রাস্তার মাঝে হঠাৎ নাচ দেবলীনা-মানালি-ওম-নাইজেলের! - টলিউড
দক্ষিণ কলকাতার রাস্তায় হঠাৎ মানালি, দেবলীনা, ওম, নাইজেলের উদ্দাম নৃত্য। আশপাশের লোকজন তো দেখে অবাক। ব্যাপারটা হচ্ছে কী? বিষয়টা হল এই যে, নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন ছবি 'গোত্র' ছবির নতুন গান এরকম অভিনবভাবেই মুক্তি পেল। সঙ্গে হল ত্রিধারা সম্মেলনীর খুঁটি পুজো। হাজির ছিল ETV ভারত সিতারা।
রঙ্গবতী
কলকাতা : ডান্স নাম্বারটির নাম 'রঙ্গবতী'। এটি উড়িষ্যার একটি জনপ্রিয় লোকসংগীত। তাই উলটো রথের দিন 'জয় জগন্নাথ' বলে গানের ভিডিয়োর আত্মপ্রকাশ সত্যিই অভাবনীয়। গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী এবং সুরজিৎ। এই প্রথম সুরজিৎ ও ইমনকে ডুয়েট গাইতে শুনবেন শ্রোতারা।
Intro:দক্ষিণ কলকাতার প্রকাশ্য রাস্তায় হঠাৎ মানালি, দেবলীনা, ওম, নাইজেলের উদ্দাম নৃত্য। আশপাশের লোকজন তো দেখে অবাক। ব্যাপারটা হচ্ছে কী? বিষয়টা হলো এই যে নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন ছবি গোত্র মুক্তি পেতে চলেছে অগাস্ট মাসের জন্মাষ্টমীর দিন। আর আজ উল্টোরথের দিনেই ত্রিধারা সম্মিলনীর খুঁটি পুজোর সঙ্গে সঙ্গে মুক্তি পেল 'গোত্র' ছবির একটি আইটেম ডান্স নাম্বার। হাজির ছিল ETV ভারত সিতারাও।
Body:ডান্স নাম্বার টির নাম 'রঙ্গবতী'। এটি উড়িষ্যার একটি লোকসংগীত। তাই উল্টো রথে জয় জগন্নাথ বলে গানের ভিডিওর আত্মপ্রকাশ সত্যি অভাবনীয়। গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী এবং সুরজিৎ। এই প্রথম সুরজিৎ ইমনকে ডুয়েট গাইতে দেখবেন শ্রোতারা।
আইটেম নাম্বারটিতে বালির উপর নাচছেন দেবলীনা কুমার, ওম সাহানি। এবং তাতে যোগ দিয়েছেন মানালি দে এবং নাইজেল আকারা, গোত্র ছবির গুরুত্বপূর্ণ দুই মুখ। ত্রিধারা খুঁটিপুজো এবং উল্টোরথকে কেন্দ্র করে প্রকাশ্যে এল গানটি। ত্রিধারায় তখন মুষলধারায় বৃষ্টি আর ঝমঝমিয়ে নাচ।
Conclusion:কী বললেন দেবলীনা, ওম, মানালি, নাইজেল, ইমন সুরজিৎরা। দেখুন ভিডিওতে :
Body:ডান্স নাম্বার টির নাম 'রঙ্গবতী'। এটি উড়িষ্যার একটি লোকসংগীত। তাই উল্টো রথে জয় জগন্নাথ বলে গানের ভিডিওর আত্মপ্রকাশ সত্যি অভাবনীয়। গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী এবং সুরজিৎ। এই প্রথম সুরজিৎ ইমনকে ডুয়েট গাইতে দেখবেন শ্রোতারা।
আইটেম নাম্বারটিতে বালির উপর নাচছেন দেবলীনা কুমার, ওম সাহানি। এবং তাতে যোগ দিয়েছেন মানালি দে এবং নাইজেল আকারা, গোত্র ছবির গুরুত্বপূর্ণ দুই মুখ। ত্রিধারা খুঁটিপুজো এবং উল্টোরথকে কেন্দ্র করে প্রকাশ্যে এল গানটি। ত্রিধারায় তখন মুষলধারায় বৃষ্টি আর ঝমঝমিয়ে নাচ।
Conclusion:কী বললেন দেবলীনা, ওম, মানালি, নাইজেল, ইমন সুরজিৎরা। দেখুন ভিডিওতে :