ETV Bharat / sitara

Sonu Sood car impounded: প্রভাব খাটানোর অভিযোগে বাজেয়াপ্ত গাড়ি, ভোটে গৃহবন্দি সোনু সুদ - সোনু সুদের গাড়ি বাজেয়াপ্ত

ভোটারদের উপর (Sonu Sood car impounded) প্রভাব খাটানোর অভিযোগ ওঠায় সোনু সুদকে (Sonu Sood car sized by Election Commission) ভোটকেন্দ্রে যেতে বারণ করল নির্বাচন কমিশন (Sonu Sood restrained from visiting polling booths in Moga)৷

Punjab Assembly polls 2022: sonu-soods-car-impounded-actor-restrained-from-visiting-polling-booths-in-moga
প্রভাব খাটানোর অভিযোগে বাজেয়াপ্ত গাড়ি, ভোটে গৃহবন্দি সোনু সুদ
author img

By

Published : Feb 20, 2022, 6:56 PM IST

চণ্ডীগড়, 20 ফেব্রুয়ারি: পঞ্জাবের (Punjab Assembly polls 2022) ভোটারদের উপর প্রভাব খাটানোর চেষ্টা করছেন অভিনেতা সোনু সুদ ৷ এই অভিযোগ ওঠার পর তাঁকে নিজের শহর মোগায় ভোটকেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকতে বলল নির্বাচন কমিশন (Sonu Sood restrained from visiting polling booths in Moga)৷ এমনকী সোনুর গাড়িও বাজেয়াপ্ত (Sonu Sood car impounded) করা হয়েছে ৷

কিছুদিন ধরেই দেখা গিয়েছে, নিজের বোন মালবিকা সুদ সাচারের সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে হাত জোড় করে হাসিমুখে ভোটভিক্ষা করেছেন 'গরিবের মসীহা' হিসেবে পরিচিত সোনু সুদ ৷ এ বার পঞ্জাব বিধানসভা নির্বাচনের প্রার্থী হয়েছেন মালবিকা ৷

আধিকারিকরা জানিয়েছেন, শিরোমণি আকালি দলের প্রার্থী ব্রজিন্দ্র সিং ওরফে মাখন ব্রার অভিযোগ জানিয়েছিলেন অভিনেতার বিরুদ্ধে ৷ এরপরই সোনুকে বাড়ির ভিতরে থাকতে বলা হয় ৷ তাঁর গাড়ি বাজেয়াপ্ত (Sonu Sood car sized by Election Commission) করা হয়েছে ৷ রিটার্নিং অফিসার সতওয়ন্ত সিং সাংবাদিকদের জানিয়েছেন, "সোনুর বাড়ির বাইরে একটি ফ্লাইং স্কোয়াড টিম মোতায়েন করা হয়েছে ৷"

আরও পড়ুন: Sonu Sood Sister Joins Congress : কংগ্রেসে যোগদান সোনু সুদের বোন মালবিকার

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অভিনেতা (Sonu Sood latest news) ৷ সোনুর দাবি, "আমি একজন স্থানীয় বাসিন্দা ৷ কোনও নির্দিষ্ট দল বা প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আমি কখনও বলিনি ৷ আমি শুধু বুথে বুথে ঘুরে বেড়িয়েছি ৷"

পঞ্জাবে 117 আসনে ভোটের নির্ঘণ্ট ঘোষণার সপ্তাহখানেক আগে সোনুর বোন মালবিকা কংগ্রেসে যোগ দেন ৷ সেখানকার বিদায়ী কংগ্রেস বিধায়ক হরজ্যোত কমলের জায়গায় প্রার্থী করা হয় মালবিকাকে ৷ হরজ্যোত কমল আগেই বিজেপিতে যোগ দিয়েছেন এবং 2007 সাল থেকে কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত সেই আসন পদ্মের পতাকার জোরে পুনরুদ্ধারে মরিয়া তিনি ৷

আরও পড়ুন : Sonu Sood : দিল্লি সরকারের প্রকল্প ‘দেশ কে মেন্টরস’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর সোনু

চণ্ডীগড়, 20 ফেব্রুয়ারি: পঞ্জাবের (Punjab Assembly polls 2022) ভোটারদের উপর প্রভাব খাটানোর চেষ্টা করছেন অভিনেতা সোনু সুদ ৷ এই অভিযোগ ওঠার পর তাঁকে নিজের শহর মোগায় ভোটকেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকতে বলল নির্বাচন কমিশন (Sonu Sood restrained from visiting polling booths in Moga)৷ এমনকী সোনুর গাড়িও বাজেয়াপ্ত (Sonu Sood car impounded) করা হয়েছে ৷

কিছুদিন ধরেই দেখা গিয়েছে, নিজের বোন মালবিকা সুদ সাচারের সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে হাত জোড় করে হাসিমুখে ভোটভিক্ষা করেছেন 'গরিবের মসীহা' হিসেবে পরিচিত সোনু সুদ ৷ এ বার পঞ্জাব বিধানসভা নির্বাচনের প্রার্থী হয়েছেন মালবিকা ৷

আধিকারিকরা জানিয়েছেন, শিরোমণি আকালি দলের প্রার্থী ব্রজিন্দ্র সিং ওরফে মাখন ব্রার অভিযোগ জানিয়েছিলেন অভিনেতার বিরুদ্ধে ৷ এরপরই সোনুকে বাড়ির ভিতরে থাকতে বলা হয় ৷ তাঁর গাড়ি বাজেয়াপ্ত (Sonu Sood car sized by Election Commission) করা হয়েছে ৷ রিটার্নিং অফিসার সতওয়ন্ত সিং সাংবাদিকদের জানিয়েছেন, "সোনুর বাড়ির বাইরে একটি ফ্লাইং স্কোয়াড টিম মোতায়েন করা হয়েছে ৷"

আরও পড়ুন: Sonu Sood Sister Joins Congress : কংগ্রেসে যোগদান সোনু সুদের বোন মালবিকার

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অভিনেতা (Sonu Sood latest news) ৷ সোনুর দাবি, "আমি একজন স্থানীয় বাসিন্দা ৷ কোনও নির্দিষ্ট দল বা প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আমি কখনও বলিনি ৷ আমি শুধু বুথে বুথে ঘুরে বেড়িয়েছি ৷"

পঞ্জাবে 117 আসনে ভোটের নির্ঘণ্ট ঘোষণার সপ্তাহখানেক আগে সোনুর বোন মালবিকা কংগ্রেসে যোগ দেন ৷ সেখানকার বিদায়ী কংগ্রেস বিধায়ক হরজ্যোত কমলের জায়গায় প্রার্থী করা হয় মালবিকাকে ৷ হরজ্যোত কমল আগেই বিজেপিতে যোগ দিয়েছেন এবং 2007 সাল থেকে কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত সেই আসন পদ্মের পতাকার জোরে পুনরুদ্ধারে মরিয়া তিনি ৷

আরও পড়ুন : Sonu Sood : দিল্লি সরকারের প্রকল্প ‘দেশ কে মেন্টরস’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর সোনু

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.