চণ্ডীগড়, 20 ফেব্রুয়ারি: পঞ্জাবের (Punjab Assembly polls 2022) ভোটারদের উপর প্রভাব খাটানোর চেষ্টা করছেন অভিনেতা সোনু সুদ ৷ এই অভিযোগ ওঠার পর তাঁকে নিজের শহর মোগায় ভোটকেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকতে বলল নির্বাচন কমিশন (Sonu Sood restrained from visiting polling booths in Moga)৷ এমনকী সোনুর গাড়িও বাজেয়াপ্ত (Sonu Sood car impounded) করা হয়েছে ৷
কিছুদিন ধরেই দেখা গিয়েছে, নিজের বোন মালবিকা সুদ সাচারের সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে হাত জোড় করে হাসিমুখে ভোটভিক্ষা করেছেন 'গরিবের মসীহা' হিসেবে পরিচিত সোনু সুদ ৷ এ বার পঞ্জাব বিধানসভা নির্বাচনের প্রার্থী হয়েছেন মালবিকা ৷
আধিকারিকরা জানিয়েছেন, শিরোমণি আকালি দলের প্রার্থী ব্রজিন্দ্র সিং ওরফে মাখন ব্রার অভিযোগ জানিয়েছিলেন অভিনেতার বিরুদ্ধে ৷ এরপরই সোনুকে বাড়ির ভিতরে থাকতে বলা হয় ৷ তাঁর গাড়ি বাজেয়াপ্ত (Sonu Sood car sized by Election Commission) করা হয়েছে ৷ রিটার্নিং অফিসার সতওয়ন্ত সিং সাংবাদিকদের জানিয়েছেন, "সোনুর বাড়ির বাইরে একটি ফ্লাইং স্কোয়াড টিম মোতায়েন করা হয়েছে ৷"
আরও পড়ুন: Sonu Sood Sister Joins Congress : কংগ্রেসে যোগদান সোনু সুদের বোন মালবিকার
যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন অভিনেতা (Sonu Sood latest news) ৷ সোনুর দাবি, "আমি একজন স্থানীয় বাসিন্দা ৷ কোনও নির্দিষ্ট দল বা প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আমি কখনও বলিনি ৷ আমি শুধু বুথে বুথে ঘুরে বেড়িয়েছি ৷"
পঞ্জাবে 117 আসনে ভোটের নির্ঘণ্ট ঘোষণার সপ্তাহখানেক আগে সোনুর বোন মালবিকা কংগ্রেসে যোগ দেন ৷ সেখানকার বিদায়ী কংগ্রেস বিধায়ক হরজ্যোত কমলের জায়গায় প্রার্থী করা হয় মালবিকাকে ৷ হরজ্যোত কমল আগেই বিজেপিতে যোগ দিয়েছেন এবং 2007 সাল থেকে কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত সেই আসন পদ্মের পতাকার জোরে পুনরুদ্ধারে মরিয়া তিনি ৷
আরও পড়ুন : Sonu Sood : দিল্লি সরকারের প্রকল্প ‘দেশ কে মেন্টরস’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর সোনু