কলকাতা : বাবা-মায়ের থেকে অনেক দূরেই থাকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অর্পিতার এখমাত্র সন্তান তৃষাণজিৎ । কিন্তু, কোরোনা পরিস্থিতি সেই দূরত্বকে অনেকটাই কমিয়ে দিয়েছে । বহু বছর পর বাবা-মায়ের সঙ্গে জন্মদিন পালন করল তৃষাণজিৎ ওরফে মিশুক ।
বিদেশে পড়াশোনা করে মিশুক । স্কুলের ছুটি পড়লে তবেই একমাত্র বাড়িতে আসতে পারে সে । কিন্তু, কোরোনার জেরে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় গত বছরই বাড়ি চলে এসেছিল । এখনও পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার ফলে স্কুল খোলেনি । তাই এখনও পরিবারের সঙ্গে বাড়িতেই সময় কাটাচ্ছে সে । আর এভাবেই মানুষের শরীরের দূরত্বের পাশাপাশি মনের দূরত্বও অনেকটাই কমিয়ে দিয়েছে এই ভাইরাস ।
কোরোনার জন্য বহু বছর পর বাড়িতে বাবা-মায়ের সঙ্গে জন্মদিন পালন করতে পারছে মিশুক । তবে দূরে থেকেও যেভাবে প্রতিটা দিন ছেলে একটু একটু করে বড় হয়ে উঠছে সেটা দেখে গর্ববোধ করেন প্রসেনজিৎ ।
ইনস্টাগ্রামে মিশুকের সঙ্গে তোলা তিনটি ছবি পোস্ট করেন প্রসেনজিৎ । একটি ছবিতে ছোটো মিশুককে জড়িয়ে ধরে থাকতে দেখা গিয়েছে তাঁকে । দ্বিতীয়টিতে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে বাবা ও ছেলে । তাঁদের পরনে একই ধরনের সাদা পোশাক । আর তৃতীয় ছবিতে মিশুকে নিজের হাতে কেক খাইয়ে দিচ্ছেন বুম্বাদা ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এই ছবির ক্যাপশনে প্রসেনজিৎ লেখেন, "প্রতিটা দিন একটু একটু করে একজন পরিপূর্ণ মানুষ হয়ে উঠছ তুমি, যা দেখে আমি গর্বিত ও আনন্দিত । সব সময় হাসিখুশি থাকো আর যেই কাজ তোমায় আনন্দ দেয় সেটা করতে ভুলে যেও না । দুনিয়ার সব ভালো জিনিস তুমি পাও এই আশা করি ! শুভ জন্মদিন !"