ETV Bharat / sitara

Prosenjit Chatterjee COVID positive : করোনা আক্রান্ত প্রসেনজিৎ, রয়েছেন নিভৃতবাসে - করোনা আক্রান্ত প্রসেনজিৎ, রয়েছেন নিভৃতবাসে

একইদিনে করোনা আক্রান্তের খবর দিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Actress Swastika Mukherjee also tested positive for COVID) ৷ মজার ছলে তিনি জানান, তিনি যে যমের অরুচির তালিকায় নেই, তাঁর করোনা আক্রান্ত হওয়া সেটাই প্রমাণ করে ৷

Prosenjit Chatterjee COVID positive
করোনা আক্রান্ত প্রসেনজিৎ, রয়েছেন নিভৃতবাসে
author img

By

Published : Jan 12, 2022, 5:19 PM IST

Updated : Jan 12, 2022, 6:06 PM IST

কলকাতা, 12 জানুয়ারি : টলিউডে করোনার হানা অব্যাহত ৷ এবার ভাইরাসের কবলে ইন্ড্রাষ্টির সকলের প্রিয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee tested positive for COVID) ৷ বুধের বিকেলে সোশ্যাল মিডিয়ায় তাঁর ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দিলেন আদরের 'বুম্বা দা' ৷ চিকিৎসকের পরামর্শ মেনে নিজেকে আইসোলেশনে রেখেছেন বলে জানান তিনি ৷

সামাজিক যোগাযোগ মাধ্যমে এদিন বাংলা চলচ্চিত্রের 'ফাদার ফিগার' লেখেন, "দুর্ভাগ্যক্রমে আমি কোভিডে আক্রান্ত হয়েছি ৷ চিকিৎসকের পরামর্শ মেনে আপাতত নিভৃতবাসে থাকছি আমি ৷ দ্রুত সেরে ওঠার প্রত্যাশা করছি ৷" করোনার তৃতীয় ধাক্কায় সাম্প্রতিক সময়ে ভাইরাসে কাবু হয়েছেন টলিউডের বহু নামিদামী ব্যক্তিত্ব শিকার ৷ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এঁদের মধ্যে সম্ভবত সবচেয়ে বড় নাম ৷

সাম্প্রতিক সময়ে করোনা আক্রান্ত হয়ে আবার সুস্থও হয়ে উঠেছেন পর্দায় বুম্বা দা'র সবচেয়ে সফল জুটি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও ৷ এছাড়া পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, অভিনেত্রী মিমি চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, পরিচালক রাজ চক্রবর্তী, সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়-সহ আক্রান্তের তালিকাটা দীর্ঘ ৷

আরও পড়ুন : Iman Chakraborty Infected With COVID : কোভিড পজিটিভ, দরজায় খিল দিলেন ইমন

একইদিনে মজার ছলে করোনা আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Actress Swastika Mukherjee also tested positive for COVID) ৷ তিনি জানান, তিনি যে যমের অরুচির তালিকায় নেই, তাঁর করোনা আক্রান্ত হওয়া সেটাই প্রমাণ করে ৷ দিনদু'য়েক আগে এমনই মজার ছলে অনুরাগীদের ভাইরাস আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন জাতীয় পুরস্কারজয়ী গায়িকা ইমন চক্রবর্তী ৷ তাঁর জনপ্রিয় গানের লাইন ধার করে তিনি লেখেন, "করোনায় আক্রান্ত হয়েছি তাই আমার দরজায় খিল ৷"

  • শুনছিলাম এবারেও যাদের হচ্ছেনা তারা নাকি যমের অরুচি।
    যাক আমি আর অরুচি লিষ্টে নেই।
    যম : Are you a co-virgin ?
    আমি : Negative sir.

    — Swastika Mukherjee (@swastika24) January 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কলকাতা, 12 জানুয়ারি : টলিউডে করোনার হানা অব্যাহত ৷ এবার ভাইরাসের কবলে ইন্ড্রাষ্টির সকলের প্রিয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee tested positive for COVID) ৷ বুধের বিকেলে সোশ্যাল মিডিয়ায় তাঁর ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দিলেন আদরের 'বুম্বা দা' ৷ চিকিৎসকের পরামর্শ মেনে নিজেকে আইসোলেশনে রেখেছেন বলে জানান তিনি ৷

সামাজিক যোগাযোগ মাধ্যমে এদিন বাংলা চলচ্চিত্রের 'ফাদার ফিগার' লেখেন, "দুর্ভাগ্যক্রমে আমি কোভিডে আক্রান্ত হয়েছি ৷ চিকিৎসকের পরামর্শ মেনে আপাতত নিভৃতবাসে থাকছি আমি ৷ দ্রুত সেরে ওঠার প্রত্যাশা করছি ৷" করোনার তৃতীয় ধাক্কায় সাম্প্রতিক সময়ে ভাইরাসে কাবু হয়েছেন টলিউডের বহু নামিদামী ব্যক্তিত্ব শিকার ৷ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এঁদের মধ্যে সম্ভবত সবচেয়ে বড় নাম ৷

সাম্প্রতিক সময়ে করোনা আক্রান্ত হয়ে আবার সুস্থও হয়ে উঠেছেন পর্দায় বুম্বা দা'র সবচেয়ে সফল জুটি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ৷ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও ৷ এছাড়া পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, অভিনেত্রী মিমি চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, পরিচালক রাজ চক্রবর্তী, সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়-সহ আক্রান্তের তালিকাটা দীর্ঘ ৷

আরও পড়ুন : Iman Chakraborty Infected With COVID : কোভিড পজিটিভ, দরজায় খিল দিলেন ইমন

একইদিনে মজার ছলে করোনা আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Actress Swastika Mukherjee also tested positive for COVID) ৷ তিনি জানান, তিনি যে যমের অরুচির তালিকায় নেই, তাঁর করোনা আক্রান্ত হওয়া সেটাই প্রমাণ করে ৷ দিনদু'য়েক আগে এমনই মজার ছলে অনুরাগীদের ভাইরাস আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন জাতীয় পুরস্কারজয়ী গায়িকা ইমন চক্রবর্তী ৷ তাঁর জনপ্রিয় গানের লাইন ধার করে তিনি লেখেন, "করোনায় আক্রান্ত হয়েছি তাই আমার দরজায় খিল ৷"

  • শুনছিলাম এবারেও যাদের হচ্ছেনা তারা নাকি যমের অরুচি।
    যাক আমি আর অরুচি লিষ্টে নেই।
    যম : Are you a co-virgin ?
    আমি : Negative sir.

    — Swastika Mukherjee (@swastika24) January 12, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Last Updated : Jan 12, 2022, 6:06 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.