কলকাতা, 21 জানুয়ারি : রাজ্যজুড়ে ভয়ানক থাবা বসিয়েছে করোনা, বাদ পড়েনি টলি জগতও ৷ ইতিমধ্যেই করোনা রিপোর্ট পজেটিভ এসেছে একের পর এক অভিনেতা-অভিনেত্রীদের ৷ একদিকে যেমন আক্রান্ত হয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, ইমন চক্রবর্তীরা ৷ তেমনি সম্প্রতি করোনায় কাবু হয়েছিলেন পর্দার কাকাবাবুও ৷ গত 12 জানুয়ারি নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা সকলকে জানিয়েছিলেন ইন্ড্রাস্ট্রির সকলের প্রিয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷ এখানেই শেষ নয়, গত কয়েকদিন আগে করোনা আক্রান্ত তাঁর বোন অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়ও ৷ তবে এবার সুখবর বুম্বাদার অনুরাগীদের জন্য় ৷
কোভিডের মুক্তি ঘটাতে পেরেছেন কাকাবাবু (Prosenjit Chatterjee tests negative with Covid) ৷ একইভাবে টুইট করেই নিজের সুস্থতার খবরও সমস্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন প্রসেনজিৎ ৷ শনিবার সকালে তিনি লিখেছেন, "ভগবানের আশীর্বাদে আমি কোভিড-19 এর সংক্রমণ থেকে সেরে উঠেছি ৷ যাঁরা আমার জন্য় শুভ কামনা করেছেন তাঁদের প্রত্যেককে ধন্যবাদ ৷"
আরও পড়ুন : করোনা আক্রান্ত প্রসেনজিৎ, রয়েছেন নিভৃতবাসে
- — Prosenjit Chatterjee (@prosenjitbumba) January 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
— Prosenjit Chatterjee (@prosenjitbumba) January 22, 2022
">— Prosenjit Chatterjee (@prosenjitbumba) January 22, 2022
একইসঙ্গে তাঁর চিকিৎসায় রত দুই চিকিৎসক ডঃ সপ্তর্ষি এবং ডঃ শীলের কথাও নিজের টুইটে উল্লেখ করেছেন বুম্বাদা ৷ প্রতিমুহূর্তে যেভাবে তাঁর শরীরের খেয়াল রেখেছেন চিকিৎসকরা তাঁর জন্য তিনি কৃতজ্ঞ বলেও উল্লেখ করেছেন তিনি ৷ তিনি লেখেন, "প্রতি মুহূর্তে যেভাবে আমায় সাহায্য করেছেন এবং আমার পাশে দাঁড়িয়ে পরামর্শ দিয়েছেন তার জন্য ডঃ সপ্তর্ষি এবং ডঃ শীলের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ ৷ "