কলকাতা : ঋতুপর্ণ ঘোষের সঙ্গে দীর্ঘদিনের পরিচয় প্রসেনজিৎ চ্যাটার্জির । শুধু পরিচয় বললে ভুল হবে, ইন্ডাস্ট্রিতে ঋতুপর্ণর অন্যতম বন্ধু ছিলেন বুম্বাদা । আজ 7 বছর হয়ে গেল বন্ধুকে ছেড়ে অন্য দুনিয়ায় পাড়ি দিয়েছেন ঋতু । আজও মেনে নিতে পারেননি প্রসেনজিৎ ।
একটি ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেতা । ঋতুর সঙ্গে কাটানো ছোটো ছোটো মুহূর্ত তোলা সেই ভিডিয়োতে । ব্য়াকগ্রাউন্ডে বাজছে রবিঠাকুরের 'তুমি রবে নীরবে' ।
ক্যাপশনটাও ভারি সুন্দর লিখেছেন প্রসেনজিৎ । "আজ ৭ বছর হয়ে গেলো তুই আমাদের ছেড়ে চলে গেছিস । আজও প্রত্যেক মূহুর্তে মনে পড়ে তোকে । কত স্মৃতি, কত না বলা অভিমান, কত অসম্পূর্ণ কাজ । তোর হাত ধরেই তো মানুষ আমায় নতুন করে চিনলো ।", অনুভূতির প্রকাশ প্রসেনজিতের ।
সেই 'উনিশে এপ্রিল' দিয়ে শুরু । তারপর 'উৎসব', 'দোসর', 'সব চরিত্র কাল্পনিক' কত ছবি ! কত মুহূ্র্ত ! ভোলা কি যায় ?
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">