ETV Bharat / sitara

Priyanka Sarkar wins award for Nirbhaya: প্রিয়াঙ্কাকে জাতীয় স্তরে সেরার পুরস্কার এনে দিল নির্ভয়া

author img

By

Published : Nov 29, 2021, 4:45 PM IST

প্রিয়াঙ্কা সরকারকে (Priyanka Sarkar wins award for Nirbhaya) জাতীয় স্তরে সেরার পুরস্কার এনে দিল নির্ভয়া (Nirbhaya film awarded)৷

priyanka-sarkar-wins-award-for-the-best-actress-for-nirbhaya-at-telangana-bengali-film-festival
প্রিয়াঙ্কাকে জাতীয় স্তরে সেরার পুরস্কার এনে দিল নির্ভয়া

কলকাতা, 29 নভেম্বর: 'তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল' (Telangana Bengali Film Festival)-এ সম্মানিত অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar wins jury award for the Best Actress)। 'নির্ভয়া' (Nirbhaya film awarded) ছবির জন্য পেলেন শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার ।

কিছুদিন আগেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল অংশুমান প্রত্যুষ (Anshuman Pratyush film Nirbhaya) পরিচালিত ও প্রযোজিত ছবি 'নির্ভয়া'। ইতিমধ্যেই সেই ছবির জন্য দর্শকদের কাছে বিশেষ ভাবে সমাদৃত হয়েছেন ছবির অন্যতম অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar wins award for Nirbhaya)। তবে এ বার দর্শকদের ভালোবাসার পাশাপাশি 'নির্ভয়া' ছবির জন্য তিনি জিতে নিলেন জাতীয় স্তরের সম্মান ।

আরও পড়ুন: Rannaghor Picnic Special: 'রান্নাঘরেও' এবার জমে উঠবে 'পিকনিক'

priyanka-sarkar-wins-award-for-the-best-actress-for-nirbhaya-at-telangana-bengali-film-festival
প্রিয়াঙ্কাকে জাতীয় স্তরে সেরার পুরস্কার এনে দিল নির্ভয়া

'তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব'-এ শ্রেষ্ঠ অভিনেত্রীর 'পপুলার চয়েজ' পুরস্কার জিতে নিলেন প্রিয়াঙ্কা । এই পুরস্কার পেয়ে আপ্লুত তিনি, নিজের সোশ্যাল মাধ্যমে পোস্ট করে নিজের প্রতিক্রিয়া জানিয়ে লিখলেন, "তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসবে 'নির্ভয়া' ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পপুলার চয়েস পুরস্কার পেয়ে রীতিমতো সম্মানিত ও আনন্দিত আমি । ছবির সমস্ত টিমকে ধন্যবাদ তাঁরা আমার উপর বিশ্বাস রেখেছেন এবং অবশ্যই ধন্যবাদ জানাই সম্মানীয় জুরি সদস্যদের, যাঁরা আমায় এই পুরস্কারের যোগ্য মনে করেছেন । আর একান্ত ধন্যবাদ দর্শকদের আমায় অবিচ্ছিন্ন ভাবে এত ভালোবাসার জন্য ।"

আরও পড়ুন: Choreographer Shiva Shankar passes away: কোভিডে প্রয়াত জাতীয় পুরস্কারজয়ী কোরিয়োগ্রাফার, শোকাহত তারকারা

priyanka-sarkar-wins-award-for-the-best-actress-for-nirbhaya-at-telangana-bengali-film-festival
পুরস্কৃত প্রিয়াঙ্কা

প্রসঙ্গত, সমাজের বুকে দিনদিন বেড়েই চলেছে ধর্ষণের মতো ঘৃণ্য ঘটনা । নির্ভয়ার স্মৃতি আজও টাটকা । দিল্লির সেই গণধর্ষিতার যন্ত্রণা তুলে ধরেই বাংলা ছবি বানিয়েছেন পরিচালক অংশুমান প্রত্যুষ (Anshuman Pratyush) ৷ নির্ভয়ার চরিত্রে ক্লাস সিক্সের হিয়া দে ৷ প্রিয়াঙ্কা ছিলেন আইনজীবীর ভূমিকায় । আর এই চরিত্রই তাঁকে এনে দিল শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান ।

আরও পড়ুন: Rachna Banerjee back to Didi No. 1 set: বাবার পারলৌকিক ক্রিয়ার পর দিদি নম্বর ওয়ানে ফিরলেন রচনা

কলকাতা, 29 নভেম্বর: 'তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল' (Telangana Bengali Film Festival)-এ সম্মানিত অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar wins jury award for the Best Actress)। 'নির্ভয়া' (Nirbhaya film awarded) ছবির জন্য পেলেন শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার ।

কিছুদিন আগেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল অংশুমান প্রত্যুষ (Anshuman Pratyush film Nirbhaya) পরিচালিত ও প্রযোজিত ছবি 'নির্ভয়া'। ইতিমধ্যেই সেই ছবির জন্য দর্শকদের কাছে বিশেষ ভাবে সমাদৃত হয়েছেন ছবির অন্যতম অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar wins award for Nirbhaya)। তবে এ বার দর্শকদের ভালোবাসার পাশাপাশি 'নির্ভয়া' ছবির জন্য তিনি জিতে নিলেন জাতীয় স্তরের সম্মান ।

আরও পড়ুন: Rannaghor Picnic Special: 'রান্নাঘরেও' এবার জমে উঠবে 'পিকনিক'

priyanka-sarkar-wins-award-for-the-best-actress-for-nirbhaya-at-telangana-bengali-film-festival
প্রিয়াঙ্কাকে জাতীয় স্তরে সেরার পুরস্কার এনে দিল নির্ভয়া

'তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব'-এ শ্রেষ্ঠ অভিনেত্রীর 'পপুলার চয়েজ' পুরস্কার জিতে নিলেন প্রিয়াঙ্কা । এই পুরস্কার পেয়ে আপ্লুত তিনি, নিজের সোশ্যাল মাধ্যমে পোস্ট করে নিজের প্রতিক্রিয়া জানিয়ে লিখলেন, "তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসবে 'নির্ভয়া' ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পপুলার চয়েস পুরস্কার পেয়ে রীতিমতো সম্মানিত ও আনন্দিত আমি । ছবির সমস্ত টিমকে ধন্যবাদ তাঁরা আমার উপর বিশ্বাস রেখেছেন এবং অবশ্যই ধন্যবাদ জানাই সম্মানীয় জুরি সদস্যদের, যাঁরা আমায় এই পুরস্কারের যোগ্য মনে করেছেন । আর একান্ত ধন্যবাদ দর্শকদের আমায় অবিচ্ছিন্ন ভাবে এত ভালোবাসার জন্য ।"

আরও পড়ুন: Choreographer Shiva Shankar passes away: কোভিডে প্রয়াত জাতীয় পুরস্কারজয়ী কোরিয়োগ্রাফার, শোকাহত তারকারা

priyanka-sarkar-wins-award-for-the-best-actress-for-nirbhaya-at-telangana-bengali-film-festival
পুরস্কৃত প্রিয়াঙ্কা

প্রসঙ্গত, সমাজের বুকে দিনদিন বেড়েই চলেছে ধর্ষণের মতো ঘৃণ্য ঘটনা । নির্ভয়ার স্মৃতি আজও টাটকা । দিল্লির সেই গণধর্ষিতার যন্ত্রণা তুলে ধরেই বাংলা ছবি বানিয়েছেন পরিচালক অংশুমান প্রত্যুষ (Anshuman Pratyush) ৷ নির্ভয়ার চরিত্রে ক্লাস সিক্সের হিয়া দে ৷ প্রিয়াঙ্কা ছিলেন আইনজীবীর ভূমিকায় । আর এই চরিত্রই তাঁকে এনে দিল শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান ।

আরও পড়ুন: Rachna Banerjee back to Didi No. 1 set: বাবার পারলৌকিক ক্রিয়ার পর দিদি নম্বর ওয়ানে ফিরলেন রচনা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.