লন্ডন : পরবর্তী ছবি 'অনুসন্ধান'-এর শুটিংয়ের জন্য এখন লন্ডনে রয়েছেন প্রিয়াঙ্কা সরকার । নিউ নরম্যালে সেখানে শুটিংয়ের পাশাপাশি মজা করেই দিন কাটাচ্ছেন তিনি । আর সেই সব মুহূর্তের ছবি পোস্ট করছেন সোশাল মিডিয়ায় ।
লন্ডনের আবহাওয়া এখন খুবই ঠান্ডা । বরফ পড়াও শুরু হয়ে গিয়েছে সেখানে । আর লন্ডনের তুষারপাত চুটিয়ে উপভোগ করলেন প্রিয়াঙ্কা । সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ারও করেছেন তিনি । হাতে বরফ নিয়ে ক্যামেরায় পোজ় দিতে দেখা গিয়েছে তাঁকে ।
এর আগে 'অনুসন্ধান' টিমের সঙ্গে ছবি তোলেন প্রিয়াঙ্কা । কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে দেখা যাবে শাশ্বত চ্যাটার্জি, পায়েল সরকার, চূর্ণী গাঙ্গুলি, ঋদ্ধি সেন, জয়দীপ মুখোপাধ্যায়কে । শুটিংয়ের জন্য সবাই এখন লন্ডনে ।
প্রায় প্রতিদিনই কোনও না কোনও ছবি পোস্ট করছেন প্রিয়াঙ্কা । কখনও লন্ডনের রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে । আবার কখনও শুটিংয়ের ফাঁকে ঘুরতে বেরিয়ে পড়েছিলেন তিনি ।
তবে শুধু 'অনুসন্ধান'-ই নয় । একাধিক বাংলা ছবির শুটিং হচ্ছে লন্ডনে । তার মধ্যে রয়েছে জিৎ ও মিমির 'বাজি'। এছাড়া লন্ডনে এসকে মুভিজ়ের ছবি 'স্বস্তিক সংকেত'-এর শুটিং করছেন নুসরত । এই ছবিটি পরিচালনা করছেন সায়ন্তন ঘোষাল ।