খড়দা : খড়দায় শুটিং করতে গিয়ে আহত হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। বিরসা দাশগুপ্তর পরের ছবি 'বিবাহ অভিযান'-এর শুটিং চলছিল সেখানে। ছবিতে অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার এবং অনির্বাণ ভট্টাচার্য সহ আরও অনেকে।
ঠিকমতোই চলছিল ছবির শুটিং। কিন্তু তার মধ্যেই ঘটে গেল এই দুর্ঘটনা। একটি দৌড়ানোর দৃশ্যে অভিনয় করতে গিয়ে হঠাৎই পড়ে যান প্রিয়াঙ্কা সরকার। পায়ে চোট পেয়েছেন অভিনেত্রী। হাঁটুর নিচে ফ্র্যাকচার হয়েছে তাঁর। নিব্রেস করে রাখা হয়েছে। চিকিৎসক আপাতত কয়েকদিন বিশ্রাম করতে বলেছেন প্রিয়াঙ্কাকে।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
বিরসা দাশগুপ্তর 'ক্রিসক্রস' ছবিতে শেষবার দেখা গিয়েছিল প্রিয়াঙ্কাকে। 'বিবাহ অভিযান'-এ প্রিয়াঙ্কার বিপরীতে অভিনয় করবেন অনির্বাণ ভট্টাচার্য। এই জুটি নিয়ে আশাবাদী বিরসা। তাঁর আশা, প্রিয়াঙ্কা-অনির্বাণের জুটি দর্শকের পছন্দ হবে। কিন্তু, পায়ে চোট পাওয়ার কারণে বেশ কয়েকদিন শুটিং ফ্লোরে যেতে পারবেন না প্রিয়াঙ্কা।