ETV Bharat / sitara

Priyanka-Nick Divorce Speculation: নিকের সঙ্গে বিচ্ছেদের জল্পনা সত্যি ? কী বললেন প্রিয়াঙ্কা ও তাঁর মা - প্রিয়াঙ্কা চোপড়ার খবর

নিক জোনাসের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের জল্পনা উড়িয়ে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra-Nick Jonas Divorce Speculation)৷ তাঁর মা মধু চোপড়ার মুখেও একই কথা শোনা গিয়েছে ৷

priyanka-chopra-nick-jonas-heading-for-separation-actors-mom Madhu-reacts
নিকের সঙ্গে বিচ্ছেদের জল্পনা সত্যি ? কী বললেন প্রিয়াঙ্কা ও তাঁর মা
author img

By

Published : Nov 23, 2021, 10:20 PM IST

কলকাতা, 23 নভেম্বর: সোমবার সন্ধে থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra-Nick Jonas Divorce Speculation) ৷ তাঁর ইনস্টাগ্রাম স্টেটাস পরিবর্তনের মধ্যে দিয়ে উস্কে ওঠে তাঁর ও নিক জোনাসের বিবাহবিচ্ছেদের জল্পনা ৷ তবে সেই জল্পনায় জল ঢেলে দিলেন স্বয়ং দেশি গার্ল ৷ সরাসরি এ বিষয়ে কিছু না-বললেও, নিককে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি মন্তব্যেই পরিষ্কার যে, তাঁদের দাম্পত্য জীবনে এখনই চিড় ধরার কোনও প্রশ্নই নেই ৷ একই ইঙ্গিত দিয়েছেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়াও (Madhu Chopra rubbishes Priyanka-Nick Separation) ৷

হাবির আবদারে বিয়ের পর ইনস্টাগ্রামে তাঁর পদবী জোনাস নিজের নামের পাশে রাখা শুরু করেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ তবে সোমবার আচমকাই সেই জোনাসকে বাদ দিয়ে তিনি ইনস্টাগ্রামে ফের নিজের প্রিয়াঙ্কা চোপড়া নামটুকুই রাখেন ৷ এতেই নেট মাধ্যমে শুরু হয় জল্পনা ৷ প্রিয়াঙ্কা কেন তাঁর নাম থেকে জোনাস পদবী বাদ দিলেন ? তাহলে কি চিড় ধরেছে নিয়ইয়াঙ্কার রসায়নে ? তাহলে কি আগামী দিনে বিবাহবিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন তাঁরা ? এই প্রশ্নে যখন তোলপাড় সোশ্যাল মিডিয়া, তখনই নিকের একটি ইনস্টাগ্রাম পোস্টে যাবতীয় জবাব দিয়ে দিলেন পিগ্গি চপস ৷

ইনস্টাগ্রামে নিজের শরীরচর্চা করার একটি সাদা-কালো ভিডিয়ো পোস্ট করেছেন নিক জোনাস ৷ কমেন্ট বক্সে তাঁর প্রতি ভালোবাসা উজাড় করে দিয়েছেন তাঁর বেটারহাফ ৷ প্রিয়াঙ্কা (Priyanka Chopra shows love for Nick Jonas) লিখেছেন, "তোমার এই বাহু দেখে জাস্ট পাগল হয়ে যাই..." এরপর হট ফেস ও লাল হৃদয়ের ইমোজিও দিয়েছেন মিসেস জোনাস ৷

আরও পড়ুন: Bob Biswas Trailer Reaction : 'বব বিশ্বাস'-এর ট্রেলার নিয়ে দু'ভাগ টলিপাড়া

প্রিয়াঙ্কা ও নিকের বিবাহবিচ্ছেদের জল্পনাকে একেবারেই গুজব বলে দাবি করে উড়িয়ে দিয়েছেন পিসি-র মা মধু চোপড়াও ৷ একটি খবরের পোর্টালকে তিনি বলেছেন, এই গুজব অর্থহীন ৷ এমন মিথ্যে খবর না-ছড়ানোর জন্য নেট নাগরিকদের কাছে অনুরোধও করেছেন তিনি ৷

বিচ্ছেদের তো প্রশ্নই নেই, বরং এখনও মধুচন্দ্রিমার রেশ কাটছে না নিকইয়াঙ্কার ৷ সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে তাঁদের নতুন বাড়িতে দীপাবলি সেলিব্রেট করেছেন এই সেলেব দম্পতি ৷ বিলাসবহুল সেই বাড়ি তাঁদের নিজেদের প্রথম নীড় ৷

আরও পড়ুন: Ajay Devgn completes 30 years in films: ফিল্ম ইন্ডাস্ট্রিতে 30 বছর, অজয়কে অভিনন্দন অমিতাভ-অক্ষয়ের

কর্মক্ষেত্রে এখন দারুণ ব্যস্ত দেশি গার্ল ৷ সোমবারই দ্য ম্যাট্রিক্স রিসারেকশনসে তাঁর প্রথম লুক প্রকাশ্যে এসেছে ৷ রোম্যান্টিক ড্রামা টেক্সট ফর ইউ, রুসো ব্রাদার্সের সিটাডেল (Citadel), কাউবয় নিনজা ভাইকিং, ফারহান আখতারের হিন্দি ফিল্ম জি লে জরাতে (Jee Le Zaraa) অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া ৷

আরও পড়ুন: Amitabh Bachchan Emoticon Faces: পাউট করছেন অমিতাভ, ধরা দিলেন ইমোজি লুকে

কলকাতা, 23 নভেম্বর: সোমবার সন্ধে থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra-Nick Jonas Divorce Speculation) ৷ তাঁর ইনস্টাগ্রাম স্টেটাস পরিবর্তনের মধ্যে দিয়ে উস্কে ওঠে তাঁর ও নিক জোনাসের বিবাহবিচ্ছেদের জল্পনা ৷ তবে সেই জল্পনায় জল ঢেলে দিলেন স্বয়ং দেশি গার্ল ৷ সরাসরি এ বিষয়ে কিছু না-বললেও, নিককে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি মন্তব্যেই পরিষ্কার যে, তাঁদের দাম্পত্য জীবনে এখনই চিড় ধরার কোনও প্রশ্নই নেই ৷ একই ইঙ্গিত দিয়েছেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়াও (Madhu Chopra rubbishes Priyanka-Nick Separation) ৷

হাবির আবদারে বিয়ের পর ইনস্টাগ্রামে তাঁর পদবী জোনাস নিজের নামের পাশে রাখা শুরু করেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ তবে সোমবার আচমকাই সেই জোনাসকে বাদ দিয়ে তিনি ইনস্টাগ্রামে ফের নিজের প্রিয়াঙ্কা চোপড়া নামটুকুই রাখেন ৷ এতেই নেট মাধ্যমে শুরু হয় জল্পনা ৷ প্রিয়াঙ্কা কেন তাঁর নাম থেকে জোনাস পদবী বাদ দিলেন ? তাহলে কি চিড় ধরেছে নিয়ইয়াঙ্কার রসায়নে ? তাহলে কি আগামী দিনে বিবাহবিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন তাঁরা ? এই প্রশ্নে যখন তোলপাড় সোশ্যাল মিডিয়া, তখনই নিকের একটি ইনস্টাগ্রাম পোস্টে যাবতীয় জবাব দিয়ে দিলেন পিগ্গি চপস ৷

ইনস্টাগ্রামে নিজের শরীরচর্চা করার একটি সাদা-কালো ভিডিয়ো পোস্ট করেছেন নিক জোনাস ৷ কমেন্ট বক্সে তাঁর প্রতি ভালোবাসা উজাড় করে দিয়েছেন তাঁর বেটারহাফ ৷ প্রিয়াঙ্কা (Priyanka Chopra shows love for Nick Jonas) লিখেছেন, "তোমার এই বাহু দেখে জাস্ট পাগল হয়ে যাই..." এরপর হট ফেস ও লাল হৃদয়ের ইমোজিও দিয়েছেন মিসেস জোনাস ৷

আরও পড়ুন: Bob Biswas Trailer Reaction : 'বব বিশ্বাস'-এর ট্রেলার নিয়ে দু'ভাগ টলিপাড়া

প্রিয়াঙ্কা ও নিকের বিবাহবিচ্ছেদের জল্পনাকে একেবারেই গুজব বলে দাবি করে উড়িয়ে দিয়েছেন পিসি-র মা মধু চোপড়াও ৷ একটি খবরের পোর্টালকে তিনি বলেছেন, এই গুজব অর্থহীন ৷ এমন মিথ্যে খবর না-ছড়ানোর জন্য নেট নাগরিকদের কাছে অনুরোধও করেছেন তিনি ৷

বিচ্ছেদের তো প্রশ্নই নেই, বরং এখনও মধুচন্দ্রিমার রেশ কাটছে না নিকইয়াঙ্কার ৷ সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে তাঁদের নতুন বাড়িতে দীপাবলি সেলিব্রেট করেছেন এই সেলেব দম্পতি ৷ বিলাসবহুল সেই বাড়ি তাঁদের নিজেদের প্রথম নীড় ৷

আরও পড়ুন: Ajay Devgn completes 30 years in films: ফিল্ম ইন্ডাস্ট্রিতে 30 বছর, অজয়কে অভিনন্দন অমিতাভ-অক্ষয়ের

কর্মক্ষেত্রে এখন দারুণ ব্যস্ত দেশি গার্ল ৷ সোমবারই দ্য ম্যাট্রিক্স রিসারেকশনসে তাঁর প্রথম লুক প্রকাশ্যে এসেছে ৷ রোম্যান্টিক ড্রামা টেক্সট ফর ইউ, রুসো ব্রাদার্সের সিটাডেল (Citadel), কাউবয় নিনজা ভাইকিং, ফারহান আখতারের হিন্দি ফিল্ম জি লে জরাতে (Jee Le Zaraa) অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া ৷

আরও পড়ুন: Amitabh Bachchan Emoticon Faces: পাউট করছেন অমিতাভ, ধরা দিলেন ইমোজি লুকে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.