ETV Bharat / sitara

Troll Attack on Priyanka Chopra : মাতৃত্বের যন্ত্রণা এড়াতেই সারোগেসি ? ট্রোলের শিকার প্রিয়াঙ্কা - Troll Attack on Priyanka Chopra

সারোগেসির মাধ্যমে সন্তান গ্রহণের জেরে ট্রোলের মুখে পড়তে হল প্রিয়াঙ্কা চোপড়াকে ৷ কার্যত দু‘ভাগে ভাগ হয়ে টুুুইট যুদ্ধ চালালেন নেটিজেনরা (Priyanka Chopra trolled over surrogacy) ৷

Priyanka Chopra faces vicious troll attack over surrogacy
সারোগেসির মাধ্যমে সন্তান গ্রহণের জেরে ট্রোলের মুখে পড়তে হল প্রিয়াঙ্কা চোপড়াকে
author img

By

Published : Jan 23, 2022, 1:20 PM IST

Updated : Jan 23, 2022, 3:23 PM IST

মুম্বই, 23 জানুয়ারি : সারোগেসির মাধ্যমে সন্তান গ্রহণের খবর শনিবার সোশ্য়াল মিডিয়ায় সকলের উদ্দেশ্যে ভাগ করে নিয়েছিলেন নিক জোনস এবং প্রিয়াঙ্কা চোপড়া ৷ সোশ্যাল মিডিয়ায় তাঁরা লিখেছিলেন, "আমরা সকলকে এই খবর দিতে পেরে অত্যন্ত আনন্দিত যে আমরা সারোগেটের মাধ্যমে একটি শিশুকে আমাদের দুনিয়া স্বাগত জানাতে চলেছি ৷ আমরা অত্যন্ত বিনয়ের সঙ্গে আপনাদের কাছে কিছু ব্যক্তিগত সময় চেয়ে নিচ্ছি আমাদের পরিবারকে গুরুত্ব দেওয়ার জন্য ৷ সকলকে ধন্যবাদ ৷" কিন্তু এরপরেই টুইটারে বয়ে চলেছে সমালোচনার বন্যা (Priyanka Chopra trolled over surrogacy) ৷

একদিকে যেমন অনুরাগীদের একাংশ আগামী জীবনের জন্য তাঁদের শুভকামনা জানিয়েছেন, তেমনি অন্যরা উগড়ে দিয়েছেন তীব্র ক্ষোভ ৷ একজন টুইটার ব্য়বহারকারী লেখেন, "নিক এবং প্রিয়াঙ্কাকে আমার শুভকামনা জানাই ৷ কিন্তু সারোগেসি পদ্ধতিটি কি ধনীদের জন্য একটা ট্রেন্ড হয়ে দাঁড়াচ্ছে না? এই পদ্ধতিটি তাঁদের জন্য তৈরি করা হয়েছিল যাঁদের কোনওরকম জটিলতা রয়েছে ৷" আরেক নেটিজেনের বক্তব্য, "সারোগেসির মাধ্যমে একজন মা যখন তাঁর রেডিমেড সন্তানকে পান তখন তাঁর কেমন অনুভূতি হয়? তাঁদের কি সন্তানের প্রতি সেই মমতা থাকে যা একজন সেই মায়ের থাকে যিনি শিশুর জন্ম দেন?"

আরও একধাপ এগিয়ে বলিউডকেই সরাসরি আক্রমণ করেন আরেক নেটিজেন ৷ তিনি লেখেন, "আমি বিষয়টিকে সম্মান করি যখন প্রকৃত বাবা মায়েরা সারোগেসির মাধ্যমে সন্তান গ্রহণ করেন ৷ কিন্তু এই বোকা বলিউডিয়ানরা যখন এটি করে আমি তাকে ঘৃণা করি ৷ এঁরা এঁদের সমস্ত এনার্জি কেবল নগ্ন হতে, শরীর দেখাতে এবং ড্রাগের পিছনে খরচ করেন ৷ আর তারপর টাকা দিয়ে ডিজাইনার বাচ্চা কেনেন ৷ তাঁদের পিতামাতা হওয়ার প্রাথমিক দক্ষতাও নেই ৷ একটি জীবন নষ্ট হল ৷ " কেউ কেউ তো এও বলেন গর্ভযন্ত্রণা এড়াতে সারোগেসির আশ্রয় নিয়েছেন প্রিয়াঙ্কা ৷

আরও পড়ুন : নিক-প্রিয়াঙ্কা ছাড়াও সারোগেসির মাধ্যমে সন্তান গ্রহণ করেছেন যে তারকারা

এই বিতর্কে প্রিয়াঙ্কা এবং নিকের পাশেও দাঁড়িয়েছেন তাঁদের অনেক অনুরাগীরাই ৷ কেউ লিখেছেন,"সমালোচনা বন্ধ করুন, ওদের ওদের মত বাঁচতে দিন ৷" কেউ আবার লিখেছেন, "যদি কেউ সারোগেসির মাধ্যমে নিজেদের জীবনে সুখ নিয়ে আসেন, তাহলে কারও সেবিষয়ে নাক গলানো উচিত নয় ৷ এটা সম্পূর্ণ তাঁদের ব্যক্তিগত বিষয়, আর একে সম্মান করা উচিত ৷"

মুম্বই, 23 জানুয়ারি : সারোগেসির মাধ্যমে সন্তান গ্রহণের খবর শনিবার সোশ্য়াল মিডিয়ায় সকলের উদ্দেশ্যে ভাগ করে নিয়েছিলেন নিক জোনস এবং প্রিয়াঙ্কা চোপড়া ৷ সোশ্যাল মিডিয়ায় তাঁরা লিখেছিলেন, "আমরা সকলকে এই খবর দিতে পেরে অত্যন্ত আনন্দিত যে আমরা সারোগেটের মাধ্যমে একটি শিশুকে আমাদের দুনিয়া স্বাগত জানাতে চলেছি ৷ আমরা অত্যন্ত বিনয়ের সঙ্গে আপনাদের কাছে কিছু ব্যক্তিগত সময় চেয়ে নিচ্ছি আমাদের পরিবারকে গুরুত্ব দেওয়ার জন্য ৷ সকলকে ধন্যবাদ ৷" কিন্তু এরপরেই টুইটারে বয়ে চলেছে সমালোচনার বন্যা (Priyanka Chopra trolled over surrogacy) ৷

একদিকে যেমন অনুরাগীদের একাংশ আগামী জীবনের জন্য তাঁদের শুভকামনা জানিয়েছেন, তেমনি অন্যরা উগড়ে দিয়েছেন তীব্র ক্ষোভ ৷ একজন টুইটার ব্য়বহারকারী লেখেন, "নিক এবং প্রিয়াঙ্কাকে আমার শুভকামনা জানাই ৷ কিন্তু সারোগেসি পদ্ধতিটি কি ধনীদের জন্য একটা ট্রেন্ড হয়ে দাঁড়াচ্ছে না? এই পদ্ধতিটি তাঁদের জন্য তৈরি করা হয়েছিল যাঁদের কোনওরকম জটিলতা রয়েছে ৷" আরেক নেটিজেনের বক্তব্য, "সারোগেসির মাধ্যমে একজন মা যখন তাঁর রেডিমেড সন্তানকে পান তখন তাঁর কেমন অনুভূতি হয়? তাঁদের কি সন্তানের প্রতি সেই মমতা থাকে যা একজন সেই মায়ের থাকে যিনি শিশুর জন্ম দেন?"

আরও একধাপ এগিয়ে বলিউডকেই সরাসরি আক্রমণ করেন আরেক নেটিজেন ৷ তিনি লেখেন, "আমি বিষয়টিকে সম্মান করি যখন প্রকৃত বাবা মায়েরা সারোগেসির মাধ্যমে সন্তান গ্রহণ করেন ৷ কিন্তু এই বোকা বলিউডিয়ানরা যখন এটি করে আমি তাকে ঘৃণা করি ৷ এঁরা এঁদের সমস্ত এনার্জি কেবল নগ্ন হতে, শরীর দেখাতে এবং ড্রাগের পিছনে খরচ করেন ৷ আর তারপর টাকা দিয়ে ডিজাইনার বাচ্চা কেনেন ৷ তাঁদের পিতামাতা হওয়ার প্রাথমিক দক্ষতাও নেই ৷ একটি জীবন নষ্ট হল ৷ " কেউ কেউ তো এও বলেন গর্ভযন্ত্রণা এড়াতে সারোগেসির আশ্রয় নিয়েছেন প্রিয়াঙ্কা ৷

আরও পড়ুন : নিক-প্রিয়াঙ্কা ছাড়াও সারোগেসির মাধ্যমে সন্তান গ্রহণ করেছেন যে তারকারা

এই বিতর্কে প্রিয়াঙ্কা এবং নিকের পাশেও দাঁড়িয়েছেন তাঁদের অনেক অনুরাগীরাই ৷ কেউ লিখেছেন,"সমালোচনা বন্ধ করুন, ওদের ওদের মত বাঁচতে দিন ৷" কেউ আবার লিখেছেন, "যদি কেউ সারোগেসির মাধ্যমে নিজেদের জীবনে সুখ নিয়ে আসেন, তাহলে কারও সেবিষয়ে নাক গলানো উচিত নয় ৷ এটা সম্পূর্ণ তাঁদের ব্যক্তিগত বিষয়, আর একে সম্মান করা উচিত ৷"

Last Updated : Jan 23, 2022, 3:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.