ETV Bharat / sitara

Prithviraj Teaser: ধুন্ধুমার যুদ্ধে অক্ষয়, টিজারে বাজিমাৎ পৃথ্বীরাজের - অক্ষয় কুমার

ধুন্ধুমার যুদ্ধে অক্ষয় কুমার (Akshay Kumar) ৷ বেশ আশা জাগাচ্ছে পৃথ্বীরাজের টিজার (Prithviraj Teaser) ৷ টিজারটি আজ প্রকাশ করেন স্বয়ং অক্ষয় ৷

prithviraj teaser: akshay kumar unveils his new film's teaser
ধুন্ধুমার যুদ্ধে অক্ষয়, টিজারে বাজিমাৎ পৃথ্বীরাজের
author img

By

Published : Nov 15, 2021, 9:23 PM IST

মুম্বই, 15 নভেম্বর: সম্রাট পৃথ্বীরাজ চৌহানের জীবন পর্দায় ফুটিয়ে তুলবেন অক্ষয় কুমার (Akshay Kumar) ৷ বহু প্রতীক্ষিত এই ছবির টিজার (Prithviraj Teaser) এ বার প্রকাশ্যে এল ৷ সোমবার ছবির টিজার প্রকাশ করেছেন অক্ষয় ৷ এই ছবিতে অভিষেক ঘটতে চলেছে প্রাক্তন মিস ওয়ার্ল্ড তথা অভিনেত্রী মানুষী চিল্লরের ৷ অক্ষয়ের স্ত্রী সংযোগিতার চরিত্রে দেখা যাবে তাঁকে ৷ টিজারে প্রকাশ পেয়েছে তাঁর লুকও ৷

টিজারটি প্রকাশ করে ক্যাপশনে অক্ষয় কুমার লিখেছেন, "গর্ব ও সাহসের নায়কোচিত গল্প ৷ সম্রাট পৃথ্বীরাজ চৌহানের চরিত্রে অভিনয় করতে পেরে গর্বিত ৷ 21 জানুয়ারি, 2022-এ আপনার কাছের বড় পর্দায় উদযাপন করুন পৃথ্বীরাজকে ৷"

আরও পড়ুন: Prosenjit Chatterjee: আয় খুকু আয়ে বাবা-মেয়ের লুকে তাক লাগালেন প্রসেনজিৎ-দিতিপ্রিয়া

পৃথ্বীরাজ চৌহানের যুদ্ধ ও তাঁর সাহসিকতার বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে টিজারে ৷ 1 মিনিট 22 সেকেন্ডের টিজারে সঞ্জয় দত্ত ও সোনু সুদের চরিত্রকেও দেখা গিয়েছে ৷ তাঁরা ছাড়াও এই ছবিতে আছেন আশুতোষ রাণা, সাক্ষী তানওয়ার, মানল ভিজ ও ললিত তিওয়ারি-সহ আরও অনেকে ৷

আরও পড়ুন: Soumitra Chatterjee: স্মরণে সৌমিত্র চট্টোপাধ্যায়, আবেগে ভাসলেন প্রিয়জনেরা

prithviraj teaser: akshay kumar unveils his new film's teaser
ধুন্ধুমার যুদ্ধে অক্ষয়, টিজারে বাজিমাৎ পৃথ্বীরাজের

অনুপ্রবেশকারী মহম্মদ ঘোরির বিরুদ্ধে পৃথ্বীরাজ চৌহানের লড়াইয়ের ইতিহাস তুলে ধরা হয়েছে এই ছবিতে ৷ অক্ষয়ের কথায়, জীবনের প্রকৃত নায়কের গল্প শোনাবে এই ছবি ৷ তিনি আগেই বলেছিলেন, "এই সাহসী নায়ককে কুর্নিশ জানায় ভারত তথা গোটা বিশ্বের মানুষ ৷ তাঁর জীবনের গল্পই যতটা সম্ভব অথেন্টিক ভাবে তুলে ধরার চেষ্টা করেছি আমরা ৷"

আরও পড়ুন: Soumitra Chatterjee: টলিউডের অভিভাবকহীনতার এক বছর, গানে-নাটকে সৌমিত্র-স্মরণে পরিবার

মুম্বই, 15 নভেম্বর: সম্রাট পৃথ্বীরাজ চৌহানের জীবন পর্দায় ফুটিয়ে তুলবেন অক্ষয় কুমার (Akshay Kumar) ৷ বহু প্রতীক্ষিত এই ছবির টিজার (Prithviraj Teaser) এ বার প্রকাশ্যে এল ৷ সোমবার ছবির টিজার প্রকাশ করেছেন অক্ষয় ৷ এই ছবিতে অভিষেক ঘটতে চলেছে প্রাক্তন মিস ওয়ার্ল্ড তথা অভিনেত্রী মানুষী চিল্লরের ৷ অক্ষয়ের স্ত্রী সংযোগিতার চরিত্রে দেখা যাবে তাঁকে ৷ টিজারে প্রকাশ পেয়েছে তাঁর লুকও ৷

টিজারটি প্রকাশ করে ক্যাপশনে অক্ষয় কুমার লিখেছেন, "গর্ব ও সাহসের নায়কোচিত গল্প ৷ সম্রাট পৃথ্বীরাজ চৌহানের চরিত্রে অভিনয় করতে পেরে গর্বিত ৷ 21 জানুয়ারি, 2022-এ আপনার কাছের বড় পর্দায় উদযাপন করুন পৃথ্বীরাজকে ৷"

আরও পড়ুন: Prosenjit Chatterjee: আয় খুকু আয়ে বাবা-মেয়ের লুকে তাক লাগালেন প্রসেনজিৎ-দিতিপ্রিয়া

পৃথ্বীরাজ চৌহানের যুদ্ধ ও তাঁর সাহসিকতার বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে টিজারে ৷ 1 মিনিট 22 সেকেন্ডের টিজারে সঞ্জয় দত্ত ও সোনু সুদের চরিত্রকেও দেখা গিয়েছে ৷ তাঁরা ছাড়াও এই ছবিতে আছেন আশুতোষ রাণা, সাক্ষী তানওয়ার, মানল ভিজ ও ললিত তিওয়ারি-সহ আরও অনেকে ৷

আরও পড়ুন: Soumitra Chatterjee: স্মরণে সৌমিত্র চট্টোপাধ্যায়, আবেগে ভাসলেন প্রিয়জনেরা

prithviraj teaser: akshay kumar unveils his new film's teaser
ধুন্ধুমার যুদ্ধে অক্ষয়, টিজারে বাজিমাৎ পৃথ্বীরাজের

অনুপ্রবেশকারী মহম্মদ ঘোরির বিরুদ্ধে পৃথ্বীরাজ চৌহানের লড়াইয়ের ইতিহাস তুলে ধরা হয়েছে এই ছবিতে ৷ অক্ষয়ের কথায়, জীবনের প্রকৃত নায়কের গল্প শোনাবে এই ছবি ৷ তিনি আগেই বলেছিলেন, "এই সাহসী নায়ককে কুর্নিশ জানায় ভারত তথা গোটা বিশ্বের মানুষ ৷ তাঁর জীবনের গল্পই যতটা সম্ভব অথেন্টিক ভাবে তুলে ধরার চেষ্টা করেছি আমরা ৷"

আরও পড়ুন: Soumitra Chatterjee: টলিউডের অভিভাবকহীনতার এক বছর, গানে-নাটকে সৌমিত্র-স্মরণে পরিবার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.