ETV Bharat / sitara

Kovind-Shah-Rahul mourn Lata Mangeshkar's death: কোবিন্দ থেকে শাহ, রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ; কিন্নর কণ্ঠীর প্রয়াণে মর্মাহত দেশ - লতা মঙ্গেশকরের প্রয়াণে শোক রাহুল গান্ধির

লতা মঙ্গেশকরের প্রয়াণে মর্মাহত দেশ ৷ তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ (Kovind-Shah-Rahul mourn Lata Mangeshkar's death) থেকে শুরু করে অমিত শাহ, নির্মলা সীতারমন, রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি-সহ আরও অনেকে ৷

president-ram-nath-kovind-amit-shah-rahul-gandhi-priyanka-gandhi-and-others-mourn-passing-of-lata-mangeshkar
কোবিন্দ থেকে শাহ, রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ; লতা মঙ্গেশকরের প্রয়াণে মর্মাহত দেশ
author img

By

Published : Feb 6, 2022, 12:18 PM IST

নয়াদিল্লি, 6 ফেব্রুয়ারি: সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকস্তব্ধ দেশ ৷ সরস্বতী পুজোর বিসর্জনের দিনই সঙ্গীত জগতের সাক্ষাৎ সরস্বতীর জীবনাবসান ৷ রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ (Ram Nath Kovind on Lata Mangeshkar death) থেকে শুরু করে উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ একে একে সবাই টুইটে শ্রদ্ধা জানিয়েছেন ৷ প্রয়াত ভারতরত্নকে স্মরণ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি-সহ (Priyanka Gandhi and others mourn passing of Lata Mangeshkar) আরও অনেকে ৷

শিল্পীর সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করে রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ (Kovind-Shah-Rahul mourn Lata Mangeshkar's death) টুইটে লিখেছেন, "আমার ও গোটা বিশ্বের জন্য লতাজির প্রয়াণ হৃদয়বিদারক ৷ তাঁর বিপুল গানের সম্ভারে ভারতের সৌন্দর্য ফুটে উঠেছে ৷ বিভিন্ন প্রজন্ম তার মধ্যে থেকে তাঁদের অন্তরের আবেগ খুঁজে পেয়েছে ৷ ভারতরত্ন লতাজির অবদান অতুলনীয় হয়ে থাকবে ৷"

  • Lata-ji’s demise is heart-breaking for me, as it is for millions the world over. In her vast range of songs, rendering the essence and beauty of India, generations found expression of their inner-most emotions. A Bharat Ratna, Lata-ji’s accomplishments will remain incomparable. pic.twitter.com/rUNQq1RnAp

    — President of India (@rashtrapatibhvn) February 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অপর টুইটে রাষ্ট্রপতি লেখেন, "বহু শতাব্দীতে এমন একজন শিল্পীর জন্ম একবারই হয় ৷ লতাদিদি একজন ব্যতিক্রমী মানুষ ছিলেন ৷ যখনই তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছি আলাদা উষ্ণতা অনুভব করেছি ৷ তাঁর স্বর্গীয় কণ্ঠ সারাজীবনের জন্য চলে গেল ৷ কিন্তু তাঁর সুমধুর গান অমর হয়ে থাকবে ৷ তাঁর পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা জানাচ্ছি ৷"

আরও পড়ুন: Modi mourns Lata Mangeshkars death : লতাদিদির প্রয়াণে শোকস্তব্ধ মোদি, পরিবারকে জানালেন সমবেদনা

ভারতরত্নের জীবনাবসানে শোকপ্রকাশ করেছেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুও ৷ তিনি লেখেন, "কিংবদন্তি গায়িকা ও ভারতীয় সিনেমার নাইটিঙ্গল লতা মঙ্গেশকরজির প্রয়াণে গভীর ভাবে শোকাহত ৷ লতাজির প্রয়াণে ভারত তার কণ্ঠকে হারাল ৷"

  • I am extremely saddened by the demise of Lata Mangeshkar Ji, the Nightingale of Indian Cinema and legendary singer. India has lost its voice in the death of Lata ji, who has enthralled music lovers in India & across the globe with her mellifluous & sublime voice for many decades. pic.twitter.com/C9m3PfexyP

    — Vice President of India (@VPSecretariat) February 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

লতা মঙ্গেশকরের প্রয়াণের খবর হাসপাতালেই দিয়েছিলেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নীতিন গড়করি ৷ তিনি টুইটে সুরসম্রাজ্ঞীর প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখেন, "সমগ্র দেশবাসীর মতোই তাঁর সঙ্গীত আমার খুব প্রিয় ছিল ৷ যখনই সময় পেতাম, তাঁর গান শুনতাম ৷ তাঁর পরিবারকে ঈশ্বর শক্তি দিন ৷"

  • देश की शान और संगीत जगत की शिरमोर स्वर कोकिला भारत रत्न लता मंगेशकर जी का निधन बहुत ही दुखद है। पुण्यात्मा को मेरी भावभीनी श्रद्धांजलि। उनका जाना देश के लिए अपूरणीय क्षति है। वे सभी संगीत साधकों के लिए सदैव प्रेरणा थी।

    — Nitin Gadkari (@nitin_gadkari) February 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ আরও অনেকে টুইটে স্মরণ করেছেন সুরসম্রাজ্ঞীকে ৷

  • मैं खुद को सौभाग्यशाली समझता हूँ कि समय-समय पर मुझे लता दीदी का स्नेह और आशीर्वाद प्राप्त होता रहा। अपने अतुलनीय देशप्रेम, मधुर वाणी और सौम्यता से वो सदैव हमारे बीच रहेंगी। उनके परिजनों व असंख्य प्रशंसकों के प्रति अपनी संवेदनाएं व्यक्त करता हूँ। ॐ शांति शांति pic.twitter.com/52fy46tOmE

    — Amit Shah (@AmitShah) February 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

লতা মঙ্গেশকরের প্রয়াণে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi on Lata Mangeshkar death) টুইটে লিখেছেন, "লতা মঙ্গেশকরজির প্রয়াণের দুঃসংবাদ পেলাম ৷ বহু প্রজন্ম পর্যন্ত তিনিই ভারতের সবচেয়ে ভালবাসার কণ্ঠ হিসেবে থেকে যাবেন ৷ তাঁর সোনালি কণ্ঠ অমর এবং তা ভক্তদের হৃদয়ে চিরকাল থেকে যাবে ৷"

আরও পড়ুন: Lata Mangeshkar : না যেও না...সুরেলা সফরের সমাপ্তিতে সবার কণ্ঠে সেই লতাই

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির সঙ্গে লতা মঙ্গেশকরের একটি ছবি পোস্ট করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি (Priyanka Gandhi on Lata Mangeshkar death)৷ তিনি টুইটে লিখেছেন, "ভারতীয় শিল্পের জগতে তাঁর প্রয়াণ অপূরণীয় ক্ষতি ৷ এই শোক সহ্য করার মতো ক্ষমতা ঈশ্বর তাঁর পরিবারকে দিন ৷"

  • Received the sad news of Lata Mangeshkar ji’s demise. She remained the most beloved voice of India for many decades.
    Her golden voice is immortal and will continue to echo in the hearts of her fans.

    My condolences to her family, friends and fans. pic.twitter.com/Oi6Wb2134M

    — Rahul Gandhi (@RahulGandhi) February 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সুরসম্রাজ্ঞীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, আম আদমি পার্টির নেতা মণীশ সিসোদিয়া-সহ গোটা রাজনৈতিক মহল ৷

  • ए मेरे वतन के लोगों… जरा याद करो स्वर-वाणी…

    भावभीनी श्रद्धांजलि! pic.twitter.com/5mywKuigUy

    — Akhilesh Yadav (@yadavakhilesh) February 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Lata Mangeshkar Passes Away : তারাদের দেশে পাড়ি সুর সম্রাজ্ঞীর

নয়াদিল্লি, 6 ফেব্রুয়ারি: সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকস্তব্ধ দেশ ৷ সরস্বতী পুজোর বিসর্জনের দিনই সঙ্গীত জগতের সাক্ষাৎ সরস্বতীর জীবনাবসান ৷ রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ (Ram Nath Kovind on Lata Mangeshkar death) থেকে শুরু করে উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ একে একে সবাই টুইটে শ্রদ্ধা জানিয়েছেন ৷ প্রয়াত ভারতরত্নকে স্মরণ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি-সহ (Priyanka Gandhi and others mourn passing of Lata Mangeshkar) আরও অনেকে ৷

শিল্পীর সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করে রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ (Kovind-Shah-Rahul mourn Lata Mangeshkar's death) টুইটে লিখেছেন, "আমার ও গোটা বিশ্বের জন্য লতাজির প্রয়াণ হৃদয়বিদারক ৷ তাঁর বিপুল গানের সম্ভারে ভারতের সৌন্দর্য ফুটে উঠেছে ৷ বিভিন্ন প্রজন্ম তার মধ্যে থেকে তাঁদের অন্তরের আবেগ খুঁজে পেয়েছে ৷ ভারতরত্ন লতাজির অবদান অতুলনীয় হয়ে থাকবে ৷"

  • Lata-ji’s demise is heart-breaking for me, as it is for millions the world over. In her vast range of songs, rendering the essence and beauty of India, generations found expression of their inner-most emotions. A Bharat Ratna, Lata-ji’s accomplishments will remain incomparable. pic.twitter.com/rUNQq1RnAp

    — President of India (@rashtrapatibhvn) February 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অপর টুইটে রাষ্ট্রপতি লেখেন, "বহু শতাব্দীতে এমন একজন শিল্পীর জন্ম একবারই হয় ৷ লতাদিদি একজন ব্যতিক্রমী মানুষ ছিলেন ৷ যখনই তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছি আলাদা উষ্ণতা অনুভব করেছি ৷ তাঁর স্বর্গীয় কণ্ঠ সারাজীবনের জন্য চলে গেল ৷ কিন্তু তাঁর সুমধুর গান অমর হয়ে থাকবে ৷ তাঁর পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা জানাচ্ছি ৷"

আরও পড়ুন: Modi mourns Lata Mangeshkars death : লতাদিদির প্রয়াণে শোকস্তব্ধ মোদি, পরিবারকে জানালেন সমবেদনা

ভারতরত্নের জীবনাবসানে শোকপ্রকাশ করেছেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুও ৷ তিনি লেখেন, "কিংবদন্তি গায়িকা ও ভারতীয় সিনেমার নাইটিঙ্গল লতা মঙ্গেশকরজির প্রয়াণে গভীর ভাবে শোকাহত ৷ লতাজির প্রয়াণে ভারত তার কণ্ঠকে হারাল ৷"

  • I am extremely saddened by the demise of Lata Mangeshkar Ji, the Nightingale of Indian Cinema and legendary singer. India has lost its voice in the death of Lata ji, who has enthralled music lovers in India & across the globe with her mellifluous & sublime voice for many decades. pic.twitter.com/C9m3PfexyP

    — Vice President of India (@VPSecretariat) February 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

লতা মঙ্গেশকরের প্রয়াণের খবর হাসপাতালেই দিয়েছিলেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নীতিন গড়করি ৷ তিনি টুইটে সুরসম্রাজ্ঞীর প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখেন, "সমগ্র দেশবাসীর মতোই তাঁর সঙ্গীত আমার খুব প্রিয় ছিল ৷ যখনই সময় পেতাম, তাঁর গান শুনতাম ৷ তাঁর পরিবারকে ঈশ্বর শক্তি দিন ৷"

  • देश की शान और संगीत जगत की शिरमोर स्वर कोकिला भारत रत्न लता मंगेशकर जी का निधन बहुत ही दुखद है। पुण्यात्मा को मेरी भावभीनी श्रद्धांजलि। उनका जाना देश के लिए अपूरणीय क्षति है। वे सभी संगीत साधकों के लिए सदैव प्रेरणा थी।

    — Nitin Gadkari (@nitin_gadkari) February 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ আরও অনেকে টুইটে স্মরণ করেছেন সুরসম্রাজ্ঞীকে ৷

  • मैं खुद को सौभाग्यशाली समझता हूँ कि समय-समय पर मुझे लता दीदी का स्नेह और आशीर्वाद प्राप्त होता रहा। अपने अतुलनीय देशप्रेम, मधुर वाणी और सौम्यता से वो सदैव हमारे बीच रहेंगी। उनके परिजनों व असंख्य प्रशंसकों के प्रति अपनी संवेदनाएं व्यक्त करता हूँ। ॐ शांति शांति pic.twitter.com/52fy46tOmE

    — Amit Shah (@AmitShah) February 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

লতা মঙ্গেশকরের প্রয়াণে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi on Lata Mangeshkar death) টুইটে লিখেছেন, "লতা মঙ্গেশকরজির প্রয়াণের দুঃসংবাদ পেলাম ৷ বহু প্রজন্ম পর্যন্ত তিনিই ভারতের সবচেয়ে ভালবাসার কণ্ঠ হিসেবে থেকে যাবেন ৷ তাঁর সোনালি কণ্ঠ অমর এবং তা ভক্তদের হৃদয়ে চিরকাল থেকে যাবে ৷"

আরও পড়ুন: Lata Mangeshkar : না যেও না...সুরেলা সফরের সমাপ্তিতে সবার কণ্ঠে সেই লতাই

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির সঙ্গে লতা মঙ্গেশকরের একটি ছবি পোস্ট করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি (Priyanka Gandhi on Lata Mangeshkar death)৷ তিনি টুইটে লিখেছেন, "ভারতীয় শিল্পের জগতে তাঁর প্রয়াণ অপূরণীয় ক্ষতি ৷ এই শোক সহ্য করার মতো ক্ষমতা ঈশ্বর তাঁর পরিবারকে দিন ৷"

  • Received the sad news of Lata Mangeshkar ji’s demise. She remained the most beloved voice of India for many decades.
    Her golden voice is immortal and will continue to echo in the hearts of her fans.

    My condolences to her family, friends and fans. pic.twitter.com/Oi6Wb2134M

    — Rahul Gandhi (@RahulGandhi) February 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সুরসম্রাজ্ঞীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, আম আদমি পার্টির নেতা মণীশ সিসোদিয়া-সহ গোটা রাজনৈতিক মহল ৷

  • ए मेरे वतन के लोगों… जरा याद करो स्वर-वाणी…

    भावभीनी श्रद्धांजलि! pic.twitter.com/5mywKuigUy

    — Akhilesh Yadav (@yadavakhilesh) February 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Lata Mangeshkar Passes Away : তারাদের দেশে পাড়ি সুর সম্রাজ্ঞীর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.