ETV Bharat / sitara

Raj Kundra: 2 মাস পর পর্ন মামলায় জামিন রাজ কুন্দ্রার

2 মাস পর জামিন পেলেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra)৷ পর্ন মামলায় (Pornography Case) তাঁর জামিন মঞ্জুর করেছেন মুম্বই আদালত ৷ রাজের সহকর্মী রিয়ান থর্পও জামিন পেয়েছেন ৷

Pornography case: Mumbai court grants bail to Shilpa Shetty's husband Raj Kundra
পর্ন মামলায় অবশেষে জামিন পেলেন রাজ কুন্দ্রা
author img

By

Published : Sep 20, 2021, 6:09 PM IST

Updated : Sep 20, 2021, 6:31 PM IST

মুম্বই, 20 সেপ্টেম্বর: অবশেষে মুক্তি পেতে চলেছেন বলিউডের অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra)৷ পর্ন মামলায় (Pornography Case) 50,000 টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেছেন মুম্বই আদালত ৷ রাজ কুন্দ্রার পাশাপাশি তাঁর সহকর্মী রিয়ান থর্পকেও জামিন দিয়েছে আদালত ৷

গত 19 জুলাই রাজ কুন্দ্রাকে পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার করেছিল মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ৷ গ্রেফতার করা হয়েছিল আরও 11 জনকে ৷ এর পর বারবার জামিনের আর্জি জানালেও রাজ কুন্দ্রার জামিন মঞ্জুর করেনি আদালত ৷ গত 16 সেপ্টেম্বর পর্নোগ্রাফি মামলায় ব্যবসায়ী রাজ কুন্দ্রার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের প্রপার্টি সেল (Crime Branch Property Cell) ৷ 1400 পাতার সাপ্লিমেন্টারি চার্জশিটে রাজের স্ত্রী তথা বলিউডের অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty)-সহ 43 জন সাক্ষীর বয়ানের উল্লেখ ছিল ৷

আরও পড়ুন: Shilpa Shetty Raj Kundra - রাজের বিরুদ্ধে চার্জশিট পেশের দিনেই বৈষ্ণোদেবীতে শিল্পা

গত শনিবার ফের জামিনের আর্জি জানান রাজ কুন্দ্রা ৷ তাঁকে বলির পাঁঠা বানানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি ৷ পর্ন কনটেন্ট তৈরির ক্ষেত্রে তাঁর সক্রিয় যোগ রয়েছে এমন কোনও তথ্য-প্রমাণ পুলিশ চার্জশিটে দেখাতে পারেনি বলেও দাবি করেন কুন্দ্রা ৷ তাঁর আইনজীবী প্রশান্ত পাতিল আদালতে তাঁর সওয়ালে বলেন, "প্ল্যাটফর্মে কী ধরনের কনটেন্ট আপলোড করা হবে, সেই সিদ্ধান্ত কুন্দ্রা বা রিয়ান নিতেন না ৷ 1400 পাতার চার্জশিটে এমন একটিও প্রমাণ নেই যেখানে দেখা যাচ্ছে যে কুন্দ্রা কনটেন্ট আপলোড করেছেন ৷"

Pornography case: Mumbai court grants bail to Shilpa Shetty's husband Raj Kundra
পর্ন মামলায় অবশেষে জামিন পেলেন রাজ কুন্দ্রা

আরও পড়ুন : Raj Kundra pornography case : ছ’ঘণ্টার জেরায় আগাগোড়া রাজকে নির্দোষ বলে দাবি শিল্পার

যদিও সরকার পক্ষের আইনজীবী কুন্দ্রার জামিনের তীব্র বিরোধিতা করেন ৷ রাজ কুন্দ্রা জামিন পেয়ে গেলে তথ্য লোপাটের চেষ্টা করবেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি ৷ তবে সেই আর্জিতে সায় না-দিয়ে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে আদালত ৷ রাজ কুন্দ্রার আইনজীবী প্রশান্ত পাতিল জানিয়েছেন, নথিপত্রের কাজ এখনও সম্পূর্ণ হয়নি ৷ তাই আজ অথবা কাল মুক্তি পাবেন রাজ ৷

আরও পড়ুন: রাজের "হট শটস" অ্যাপের বিষয়বস্তু নিয়ে কোনও ধারণা নেই, পুলিশকে জানালেন শিল্পা

এই মামলায় শার্লিন চোপড়া, সেজল শাহ ও অন্যান্য বেশ কয়েকজন মডেল এবং কুন্দ্রার কোম্পানির কয়েকজন কর্মীর বয়ান রেকর্ড করা হয়েছিল ৷ চার্জশিটে তার উল্লেখ করা হয়েছে ৷ এই মামলায় ওয়ান্টেড আরও দুই অভিযুক্তের নামও রয়েছে চার্জশিটে ৷ কুন্দ্রা, তাঁর সহকর্মী রিয়ান থর্প, ওয়ান্টেড অভিযুক্ত সিঙ্গাপুরবাসী যশ ঠাকুর ওরফে অরবিন্দ কুমার শ্রীবাস্তব ও ব্রিটেননিবাসী রাজের ভগ্নিপতি সন্দীপ বক্সির নামে অভিযোগ আনা হয়েছে চার্জশিটে ৷ অভিযোগ, তাঁরা যে পোর্টালগুলি চালাতেন, তাতে দেখানো হত পর্ন সংক্রান্ত কনটেন্ট ৷

আরও পড়ুন: Shilpa Shetty: "আমি ভুল করেছি", ইঙ্গিতবাহী পোস্টে কী বলতে চাইলেন শিল্পা ?

মুম্বই, 20 সেপ্টেম্বর: অবশেষে মুক্তি পেতে চলেছেন বলিউডের অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra)৷ পর্ন মামলায় (Pornography Case) 50,000 টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেছেন মুম্বই আদালত ৷ রাজ কুন্দ্রার পাশাপাশি তাঁর সহকর্মী রিয়ান থর্পকেও জামিন দিয়েছে আদালত ৷

গত 19 জুলাই রাজ কুন্দ্রাকে পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার করেছিল মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ৷ গ্রেফতার করা হয়েছিল আরও 11 জনকে ৷ এর পর বারবার জামিনের আর্জি জানালেও রাজ কুন্দ্রার জামিন মঞ্জুর করেনি আদালত ৷ গত 16 সেপ্টেম্বর পর্নোগ্রাফি মামলায় ব্যবসায়ী রাজ কুন্দ্রার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের প্রপার্টি সেল (Crime Branch Property Cell) ৷ 1400 পাতার সাপ্লিমেন্টারি চার্জশিটে রাজের স্ত্রী তথা বলিউডের অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty)-সহ 43 জন সাক্ষীর বয়ানের উল্লেখ ছিল ৷

আরও পড়ুন: Shilpa Shetty Raj Kundra - রাজের বিরুদ্ধে চার্জশিট পেশের দিনেই বৈষ্ণোদেবীতে শিল্পা

গত শনিবার ফের জামিনের আর্জি জানান রাজ কুন্দ্রা ৷ তাঁকে বলির পাঁঠা বানানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি ৷ পর্ন কনটেন্ট তৈরির ক্ষেত্রে তাঁর সক্রিয় যোগ রয়েছে এমন কোনও তথ্য-প্রমাণ পুলিশ চার্জশিটে দেখাতে পারেনি বলেও দাবি করেন কুন্দ্রা ৷ তাঁর আইনজীবী প্রশান্ত পাতিল আদালতে তাঁর সওয়ালে বলেন, "প্ল্যাটফর্মে কী ধরনের কনটেন্ট আপলোড করা হবে, সেই সিদ্ধান্ত কুন্দ্রা বা রিয়ান নিতেন না ৷ 1400 পাতার চার্জশিটে এমন একটিও প্রমাণ নেই যেখানে দেখা যাচ্ছে যে কুন্দ্রা কনটেন্ট আপলোড করেছেন ৷"

Pornography case: Mumbai court grants bail to Shilpa Shetty's husband Raj Kundra
পর্ন মামলায় অবশেষে জামিন পেলেন রাজ কুন্দ্রা

আরও পড়ুন : Raj Kundra pornography case : ছ’ঘণ্টার জেরায় আগাগোড়া রাজকে নির্দোষ বলে দাবি শিল্পার

যদিও সরকার পক্ষের আইনজীবী কুন্দ্রার জামিনের তীব্র বিরোধিতা করেন ৷ রাজ কুন্দ্রা জামিন পেয়ে গেলে তথ্য লোপাটের চেষ্টা করবেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি ৷ তবে সেই আর্জিতে সায় না-দিয়ে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে আদালত ৷ রাজ কুন্দ্রার আইনজীবী প্রশান্ত পাতিল জানিয়েছেন, নথিপত্রের কাজ এখনও সম্পূর্ণ হয়নি ৷ তাই আজ অথবা কাল মুক্তি পাবেন রাজ ৷

আরও পড়ুন: রাজের "হট শটস" অ্যাপের বিষয়বস্তু নিয়ে কোনও ধারণা নেই, পুলিশকে জানালেন শিল্পা

এই মামলায় শার্লিন চোপড়া, সেজল শাহ ও অন্যান্য বেশ কয়েকজন মডেল এবং কুন্দ্রার কোম্পানির কয়েকজন কর্মীর বয়ান রেকর্ড করা হয়েছিল ৷ চার্জশিটে তার উল্লেখ করা হয়েছে ৷ এই মামলায় ওয়ান্টেড আরও দুই অভিযুক্তের নামও রয়েছে চার্জশিটে ৷ কুন্দ্রা, তাঁর সহকর্মী রিয়ান থর্প, ওয়ান্টেড অভিযুক্ত সিঙ্গাপুরবাসী যশ ঠাকুর ওরফে অরবিন্দ কুমার শ্রীবাস্তব ও ব্রিটেননিবাসী রাজের ভগ্নিপতি সন্দীপ বক্সির নামে অভিযোগ আনা হয়েছে চার্জশিটে ৷ অভিযোগ, তাঁরা যে পোর্টালগুলি চালাতেন, তাতে দেখানো হত পর্ন সংক্রান্ত কনটেন্ট ৷

আরও পড়ুন: Shilpa Shetty: "আমি ভুল করেছি", ইঙ্গিতবাহী পোস্টে কী বলতে চাইলেন শিল্পা ?

Last Updated : Sep 20, 2021, 6:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.