ঢাকা, 2 সেপ্টেম্বর : দীর্ঘ 26 দিন পর জেল থেকে ছাড়া পেয়েছেন ৷ তবে জেল থেকে মুক্তির পরও খারাপ সময় পিছু ছাড়ছে না বাংলাদেশের অভিনেত্রী পরীমণির (Pori Moni)৷ এ বার তিনি প্রায় একপ্রকার আশ্রয়হীন ! জেল থেকে বাড়ি ফেরার পরই তাঁর হাতে নোটিস ধরিয়ে দিয়েছেন বাড়িওয়ালা ৷ তাতে জানানো হয়েছে যে, ভাড়া বাড়ি ছেড়ে দিতে হবে পরীমণিকে ৷ এই নোটিস পেয়ে মাথায় হাত পড়েছে অভিনেত্রীর ৷ তাঁর প্রশ্ন, "আমি এখন কোথায় যাব ! আমায় কি এ বার দেশ ছাড়তে হবে ?" এই ঘটনায় পরীমণির পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)৷ একসময়ে তাঁকেও এই একই অভিজ্ঞতার শিকার হতে হয়েছে বলে জানিয়ে বাংলার প্রশাসনের বিরুদ্ধে আঙুল তুলেছেন তিনি ৷
ফেসবুকে দীর্ঘ পোস্টে তসলিমা লিখেছেন, "পরীমণি জেল থেকে বেরোলো, বাড়িতে ঢুকলো আর দেখলো তাকে বাড়ি ছাড়ার নোটিশ দিয়েছে বাড়িওয়ালা । এই ভয়ংকর দুঃসময়কে আমি খুব ভাল জানি, যেহেতু নিজের জীবনেই ঘটেছে এমন ঘটনা । মনে পড়ছে কলকাতার সেই দিনগুলোর কথা । 7 নম্বর রওডন স্ট্রিটে ডাক্তার দেবল সেনের বাড়িতে আমি তখন ভাড়া থাকি । 2007 সাল । পুলিশ কমিশনার এসে জানিয়ে যাচ্ছেন আমাকে দেশ ছাড়তে বলছেন মুখ্যমন্ত্রী, দেশ যদি আপাতত না-ও ছাড়ি, রাজ্য আমাকে আজ বা কালের মধ্যেই ছাড়তে হবে । দেশের দরজা বহুকাল বন্ধ । ইউরোপ ছেড়ে পশ্চিমবঙ্গ রাজ্যে প্রাণের টানে আর ভাষার টানে আশ্রয় নিলাম, আর আমাকে কি না এই আশ্রয়টিও ছাড়তে হবে, কোথাও তো আর ঘর বাড়ি নেই আমার, যাবো কোথায় !"
আরও পড়ুন: Pori Moni : 26 দিন পর জামিন পেলেন পরীমণি
তলসিমার অভিযোগ, "আমার পায়ের নিচ থেকে মাটি সরিয়ে নিতে চাইছে কারা ! আমি সম্ভবত যত না রাজনীতিকদের ষড়যন্ত্রের শিকার, তার চেয়ে বেশি শিকার সাহিত্যের মাফিয়া ডনদের রাজনীতির । যখন আশে পাশে কেউ নেই, বিপদ দেখে বন্ধুদের উপস্থিতি একশ' থেকে প্রায় শূন্যে চলে এলো, একা একা আমি চিৎকার করছি, আমি রাজ্য ছাড়বো না, শহর ছাড়বো না, বাড়ি ছাড়বো না, কারণ আমি কোনও অন্যায় করিনি, আমি মানবতার কথা লিখি । মানবাধিকারের জন্য সংগ্রাম করা, মানবতার কথা লেখা অন্যায় তো নয় !"
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
আরও পড়ুন: Actor Sidharth Shukla dead : হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লা
সরাসরি কলকাতা ও প্রয়াত লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের নাম করে লেখিকা লিখেছেন, "ভালবেসে এক বাঙালি লেখক বাংলায় বাস করছে, তাকে বাংলা থেকে বের করে দেওয়া, তাকে নিষিদ্ধ করা মানে তার লেখক সত্ত্বাকে ধ্বংস করে দেওয়া--- তাই আমি অস্বীকার করেছিলাম রাজ্য ছাড়তে । সুনীল গঙ্গোপাধ্যায় যখন ফোন করে বললেন আমাকে রাজ্য ছাড়তেই হবে, বুঝলাম যাঁদের উচিত ছিল পাশে দাঁড়াবার, তাঁরাই পাশে দাঁড়াচ্ছেন না । কলকাতা তো দেখিয়ে দিয়েছে লেখকেরা কী করে আরেক লেখকের বই নিষিদ্ধ করার দাবি জানায়, লেখকেরা কী করে আরেক লেখকের সর্বনাশ করতে ঝাঁপিয়ে পড়ে । সম্ভবত মুখ্যমন্ত্রীই বাড়িওয়ালাকে বলেছিলেন ওই নোটিশটি দিতে। ষড়যন্ত্র কতটা ভয়ংকর হতে পারে, তা সেদিন হাড়ে হাড়ে টের পেয়েছিলাম ।"
আরও পড়ুন: Pori Moni: পুলিশকর্তাকে ভিজে চুমু পরীমণির, ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো ভাইরাল
পরীমণির প্রতি সমবেদনা জ্ঞাপন করে তসলিমা লেখেন, "বাড়ি ছাড়ার নোটিশটি হাতে নিয়ে পরীমণি বলছে, 'আমি এখন কোথায় যাবো, কে আমাকে এই সময় বাড়ি ভাড়া দেবে, আমাকে কি তাহলে ঢাকা ছাড়তে হবে, দেশ ছাড়তে হবে !!' এ রকম আমিও বলেছিলাম সেদিন ! পরীমণির অসহায়তা আমি অন্তর দিয়ে অনুভব করছি । তবে পরীমণির শত্রু যেমন কম নয়, অনুরাগী শুভানুধ্যায়ীও তেমন কম নয়, তারা এই দুঃসময়ে তার পাশে দাঁড়াবে, আমার বিশ্বাস ।"
আরও পড়ুন: Pori Moni : পুলিশ অভিযানে বাড়ি থেকে মিলল মাদক, আটক অভিনেত্রী পরীমণি