ETV Bharat / sitara

Poonam Pandey: স্বামীর মারে হাসপাতালে পুনম পান্ডে ! গ্রেফতার স্যাম বম্বে - পুনম পাণ্ডের ছবি

ফের স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ আনলেন পুনম পান্ডে (Poonam Pandey) ৷ আহত অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ গ্রেফতার হয়েছেন অভিযুক্ত স্যাম বম্বে (Sam Bombay)৷

Poonam Pandey's husband Sam Bombay arrested for assaulting actress
স্বামীর মারে হাসপাতালে পুনম পাণ্ডে, গ্রেফতার স্যাম বম্বে
author img

By

Published : Nov 9, 2021, 9:01 PM IST

মুম্বই, 9 নভেম্বর : গার্হস্থ্য হিংসার (Domestic Violence) শিকার পুনম পান্ডে(Poonam Pandey) ৷ তাঁকে মারধর করার অভিযোগ উঠেছে তাঁর স্বামী স্যাম বম্বের (Sam Bombay) বিরুদ্ধে ৷ তাঁকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ ৷ গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি পুনম ৷ তাঁর মাথায়, চোখে ও মুখে আঘাত লেগেছে বলে খবর ৷

সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, তাঁকে হেনস্থা করা হয়েছে বলে দাবি করে তাঁর স্বামীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন অভিনেত্রী পুনম পান্ডে ৷ এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ তাঁর স্বামীকে গ্রেফতার করে মুম্বই পুলিশ ৷ অভিনেত্রীর গুরুতর আঘাত লেগেছে বলে খবর ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

এই প্রথম নয়, এর আগেও তাঁর স্বামীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছেন পুনম ৷ গত বছর তাঁদের বিয়ের দিনকয়েক পরেই একই অভিযোগে গোয়ায় স্যামকে গ্রেফতার করেছিল পুলিশ ৷ পুনমের অভিযোগ ছিল, তাঁর স্বামী তাঁর শ্লীলতাহানি করেছেন ৷ হেনস্থার কথা কারওকে জানালে তার কঠিন মূল্য চোকাতে হবে বলে স্যাম হুমকিও দিয়েছেন বলে অভিযোগ করেন অভিনেত্রী ৷

আরও পড়ুন: Madan Mitra: সুন্দরীদের হাত ধরে ব়্যাম্পে হাঁটলেন 'কালারফুল' মদন

একটি ছবির শুটিং-এর জন্য দক্ষিণ গোয়ার ক্যানাকোনা গ্রামে গিয়েছিলেন এই দম্পতি ৷ তখনই এই ঘটনা ঘটে ৷ পুনমের আনা গার্হস্থ্য হিংসার অভিযোগের ভিত্তিতে স্যামের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের করা হয় ৷ যদিও তার পরপরই অভিযোগ প্রত্যাহার করে নেন পুনম ৷ সম্পূর্ণ 180 ডিগ্রি ঘুরে গিয়ে তিনি বলেন, "কোন বিয়েতে এমন ওঠা-পড়া হয় না !"

আরও পড়ুন: Nusrat Jahan: এবার সঞ্চালকের ভূমিকায় নুসরত, ভিডিয়ো প্রচারে মদন

দু বছর লিভ-ইন করার পর 1 সেপ্টেম্বর বান্দ্রার বাড়িতে ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন পুনম ও স্যাম ৷ বিয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে পুনম লিখেছিলেন, "তোমার সঙ্গে সাত জন্ম কাটানোর পথে অগ্রসর হলাম ৷"

আরও পড়ুন: Nusrat Faria : বাবা যাদবের হাত ধরে 'হাবিবি'র খোঁজে নুসরত ফারিয়া

মুম্বই, 9 নভেম্বর : গার্হস্থ্য হিংসার (Domestic Violence) শিকার পুনম পান্ডে(Poonam Pandey) ৷ তাঁকে মারধর করার অভিযোগ উঠেছে তাঁর স্বামী স্যাম বম্বের (Sam Bombay) বিরুদ্ধে ৷ তাঁকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ ৷ গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি পুনম ৷ তাঁর মাথায়, চোখে ও মুখে আঘাত লেগেছে বলে খবর ৷

সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, তাঁকে হেনস্থা করা হয়েছে বলে দাবি করে তাঁর স্বামীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন অভিনেত্রী পুনম পান্ডে ৷ এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ তাঁর স্বামীকে গ্রেফতার করে মুম্বই পুলিশ ৷ অভিনেত্রীর গুরুতর আঘাত লেগেছে বলে খবর ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

এই প্রথম নয়, এর আগেও তাঁর স্বামীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছেন পুনম ৷ গত বছর তাঁদের বিয়ের দিনকয়েক পরেই একই অভিযোগে গোয়ায় স্যামকে গ্রেফতার করেছিল পুলিশ ৷ পুনমের অভিযোগ ছিল, তাঁর স্বামী তাঁর শ্লীলতাহানি করেছেন ৷ হেনস্থার কথা কারওকে জানালে তার কঠিন মূল্য চোকাতে হবে বলে স্যাম হুমকিও দিয়েছেন বলে অভিযোগ করেন অভিনেত্রী ৷

আরও পড়ুন: Madan Mitra: সুন্দরীদের হাত ধরে ব়্যাম্পে হাঁটলেন 'কালারফুল' মদন

একটি ছবির শুটিং-এর জন্য দক্ষিণ গোয়ার ক্যানাকোনা গ্রামে গিয়েছিলেন এই দম্পতি ৷ তখনই এই ঘটনা ঘটে ৷ পুনমের আনা গার্হস্থ্য হিংসার অভিযোগের ভিত্তিতে স্যামের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের করা হয় ৷ যদিও তার পরপরই অভিযোগ প্রত্যাহার করে নেন পুনম ৷ সম্পূর্ণ 180 ডিগ্রি ঘুরে গিয়ে তিনি বলেন, "কোন বিয়েতে এমন ওঠা-পড়া হয় না !"

আরও পড়ুন: Nusrat Jahan: এবার সঞ্চালকের ভূমিকায় নুসরত, ভিডিয়ো প্রচারে মদন

দু বছর লিভ-ইন করার পর 1 সেপ্টেম্বর বান্দ্রার বাড়িতে ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন পুনম ও স্যাম ৷ বিয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে পুনম লিখেছিলেন, "তোমার সঙ্গে সাত জন্ম কাটানোর পথে অগ্রসর হলাম ৷"

আরও পড়ুন: Nusrat Faria : বাবা যাদবের হাত ধরে 'হাবিবি'র খোঁজে নুসরত ফারিয়া

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.