ETV Bharat / sitara

Kanchan Mullick : প্রেম জানাজানি হতেই হেনস্থা ! কাঞ্চন, তাঁর বান্ধবীর বিরুদ্ধে থানায় স্ত্রী পিঙ্কি - কাঞ্চন মল্লিকের খবর

অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে প্রেম করছেন অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)৷ এমনই অভিযোগ তাঁর স্ত্রী অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের (Pinky Banerjee) ৷ কাঞ্চন তাঁকে হেনস্থার করেছেন বলে দাবি করে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি ৷

pinky banerjee files case against her husband kanchan mullick and his alleged girl friend Sreemoyee Chattoraj
প্রেম জানাজানি হওয়ায় হেনস্থা ! কাঞ্চন, তাঁর বান্ধবীর বিরুদ্ধে থানায় স্ত্রী পিঙ্কি
author img

By

Published : Jun 20, 2021, 5:29 PM IST

Updated : Jun 20, 2021, 9:32 PM IST

কলকাতা, 20 জুন : টলিপাড়ায় ফের বেসুরো সানাই ৷ সম্পর্কের ভাঙনের সুর ৷ শ্রাবন্তী-রোশন, নুসরত-নিখিল, ইন্দ্রনীল-বরখার পর এ বার কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) ও পিঙ্কি বন্দ্যোপাধ্যায় (Pinky Banerjee) ৷ দু জনের সম্পর্ক এতটাই তেতো হয়েছে যে, উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁর স্ত্রী পিঙ্কি ৷ শনিবার রাতে তাঁর গাড়ি আটকে অভিনেতা তাঁকে হুমকি দিয়েছেন ও হেনস্থা করেছেন বলে অভিযোগ করেছেন তিনি ৷ মত্ত অবস্থায় তিনি পিঙ্কিকে গালিগালাজও করেছেন বলে অভিযোগ ৷ সেই সময়ে কাঞ্চনের সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী তথা টেলিভিশনের আর এক অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj) ৷ তাঁর সঙ্গেই কাঞ্চন বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বলে অভিযোগ করেছেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন: নুসরতের ইনস্টা-স্টোরিতে আধ্য়াত্মিক গুরুর শান্তির বার্তা

বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে অভিনেতা তথা উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক ৷ টলিপাড়ায় জোর গুঞ্জন যে, তিনি কৃষ্ণকলি খ্যাত ধারাবাহিকের অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন ৷ এতদিন নানা জনের মুখে নানা কথা শুনলেও পিঙ্কি নাকি মুখ খোলেননি ৷ তবে শনিবার তিনি এই নিয়ে নীরবতা ভাঙেন ৷ শ্রীময়ী বলেছিলেন, তাঁর সঙ্গে পিঙ্কির সম্পর্ক হৃদ্যতার ৷ যদিও তার জবাবে পিঙ্কি বলেন, "হৃদ্যতার সম্পর্ক যখন, তখন শ্রীময়ী কেন তাঁর ছেলের খোঁজ নেননি ? তাঁর হৃদ্যতার সম্পর্ক কাঞ্চনের সঙ্গে থাকতে পারে, আমার সঙ্গে নয় ৷" কাঞ্চন প্রেম করতে গিয়ে ছেলের কোনও খোঁজই রাখেন না বলেও অভিযোগ করেছেন পিঙ্কি ৷ এমনকী ফোনে কথা বলারও সময় পান না বলে অভিযোগ তাঁর ৷ পিঙ্কির বক্তব্য়, দু জন প্রাপ্তবয়স্ক মানুষ প্রেম করতেই পারেন, তবে তা অস্বীকার করলে অসমম্মান করা হয় প্রাক্তন ও বর্তমান দুজনকেই ৷

আরও পড়ুন: বাবাকে দেওয়াল করেই বেড়ে উঠছে নিতারা, আদুরে পোস্ট টুইঙ্কলের

পিঙ্কির এই বিস্ফোরক অভিযোগের পরই এই নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় ৷ প্রেমের কথা প্রকাশ্যে আসতেই কাঞ্চন তাঁর বান্ধবীকে সঙ্গে নিয়ে পিঙ্কিকে হেনস্থা করেন বলে অভিযোগ ৷ শনিবার রাতে নিউ আলিপুর থানা এলাকার সবুজ বাগানে পিঙ্কির ফ্ল্যাটে কথা বলতে গিয়েছিলেন কাঞ্চন মল্লিক এবং তাঁর বান্ধবী শ্রীময়ী চট্টরাজ। তখন বাড়িতে ছিলেন না পিঙ্কি ৷ কাঞ্চনরা ফেরার পথে পিঙ্কির গাড়ি আটকান বলে অভিযোগ ৷ এরপরই তাঁদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় । নিউ আলিপুর থানা সূত্রে জানা গিয়েছে, কাঞ্চন মল্লিক এবং তাঁর বান্ধবীর শ্রীময়ী চট্টরাজের বিরুদ্ধে মানসিক এবং শারীরিকভাবে হেনস্থার অভিযোগ দায়ের করেছেন পিঙ্কি । যদিও এই বিষয়ে কাঞ্চন মল্লিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি । জানা গিয়েছে, পারিবারিক কলহের জেরে কাঞ্চন ও পিঙ্কির সম্পর্কে চিড় ধরে । এরপর থেকেই পিঙ্কি তাঁর সন্তানকে নিয়ে নিউ আলিপুরের সবুজ বাগানের একটি ফ্ল্যাটে বাস করছিলেন ।

আরও পড়ুন: তফাৎ নয়, বরং ছেলে-মেয়েদের মানবিক হতে শেখান ; বার্তা করণের

পিঙ্কির ঠাকুমা কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় ৷ নাতনি ঠাকুমার মুখ রেখে দক্ষ অভিনয়ের জন্য দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন ৷ কাঞ্চনের অভিনয় জীবন প্রায় 25 বছরের ৷ সম্প্রতি তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়ে বিধায়ক হয়েছেন তিনি ৷ এর আগেও তাঁর বিয়ে ভেঙেছিল ৷ পিঙ্কি তাঁর দ্বিতীয় স্ত্রী ৷ তাঁদের একটি পুত্র সন্তান রয়েছে ৷ আর শ্রীময়ী জনপ্রিয়তা লাভ করেছেন কৃষ্ণকলি ধারাবাহিকে ৷ খলনায়িকা রাধার চরিত্রে অভিনয় করেছেন তিনি ৷

কলকাতা, 20 জুন : টলিপাড়ায় ফের বেসুরো সানাই ৷ সম্পর্কের ভাঙনের সুর ৷ শ্রাবন্তী-রোশন, নুসরত-নিখিল, ইন্দ্রনীল-বরখার পর এ বার কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) ও পিঙ্কি বন্দ্যোপাধ্যায় (Pinky Banerjee) ৷ দু জনের সম্পর্ক এতটাই তেতো হয়েছে যে, উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁর স্ত্রী পিঙ্কি ৷ শনিবার রাতে তাঁর গাড়ি আটকে অভিনেতা তাঁকে হুমকি দিয়েছেন ও হেনস্থা করেছেন বলে অভিযোগ করেছেন তিনি ৷ মত্ত অবস্থায় তিনি পিঙ্কিকে গালিগালাজও করেছেন বলে অভিযোগ ৷ সেই সময়ে কাঞ্চনের সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী তথা টেলিভিশনের আর এক অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj) ৷ তাঁর সঙ্গেই কাঞ্চন বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বলে অভিযোগ করেছেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন: নুসরতের ইনস্টা-স্টোরিতে আধ্য়াত্মিক গুরুর শান্তির বার্তা

বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে অভিনেতা তথা উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক ৷ টলিপাড়ায় জোর গুঞ্জন যে, তিনি কৃষ্ণকলি খ্যাত ধারাবাহিকের অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন ৷ এতদিন নানা জনের মুখে নানা কথা শুনলেও পিঙ্কি নাকি মুখ খোলেননি ৷ তবে শনিবার তিনি এই নিয়ে নীরবতা ভাঙেন ৷ শ্রীময়ী বলেছিলেন, তাঁর সঙ্গে পিঙ্কির সম্পর্ক হৃদ্যতার ৷ যদিও তার জবাবে পিঙ্কি বলেন, "হৃদ্যতার সম্পর্ক যখন, তখন শ্রীময়ী কেন তাঁর ছেলের খোঁজ নেননি ? তাঁর হৃদ্যতার সম্পর্ক কাঞ্চনের সঙ্গে থাকতে পারে, আমার সঙ্গে নয় ৷" কাঞ্চন প্রেম করতে গিয়ে ছেলের কোনও খোঁজই রাখেন না বলেও অভিযোগ করেছেন পিঙ্কি ৷ এমনকী ফোনে কথা বলারও সময় পান না বলে অভিযোগ তাঁর ৷ পিঙ্কির বক্তব্য়, দু জন প্রাপ্তবয়স্ক মানুষ প্রেম করতেই পারেন, তবে তা অস্বীকার করলে অসমম্মান করা হয় প্রাক্তন ও বর্তমান দুজনকেই ৷

আরও পড়ুন: বাবাকে দেওয়াল করেই বেড়ে উঠছে নিতারা, আদুরে পোস্ট টুইঙ্কলের

পিঙ্কির এই বিস্ফোরক অভিযোগের পরই এই নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় ৷ প্রেমের কথা প্রকাশ্যে আসতেই কাঞ্চন তাঁর বান্ধবীকে সঙ্গে নিয়ে পিঙ্কিকে হেনস্থা করেন বলে অভিযোগ ৷ শনিবার রাতে নিউ আলিপুর থানা এলাকার সবুজ বাগানে পিঙ্কির ফ্ল্যাটে কথা বলতে গিয়েছিলেন কাঞ্চন মল্লিক এবং তাঁর বান্ধবী শ্রীময়ী চট্টরাজ। তখন বাড়িতে ছিলেন না পিঙ্কি ৷ কাঞ্চনরা ফেরার পথে পিঙ্কির গাড়ি আটকান বলে অভিযোগ ৷ এরপরই তাঁদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় । নিউ আলিপুর থানা সূত্রে জানা গিয়েছে, কাঞ্চন মল্লিক এবং তাঁর বান্ধবীর শ্রীময়ী চট্টরাজের বিরুদ্ধে মানসিক এবং শারীরিকভাবে হেনস্থার অভিযোগ দায়ের করেছেন পিঙ্কি । যদিও এই বিষয়ে কাঞ্চন মল্লিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি । জানা গিয়েছে, পারিবারিক কলহের জেরে কাঞ্চন ও পিঙ্কির সম্পর্কে চিড় ধরে । এরপর থেকেই পিঙ্কি তাঁর সন্তানকে নিয়ে নিউ আলিপুরের সবুজ বাগানের একটি ফ্ল্যাটে বাস করছিলেন ।

আরও পড়ুন: তফাৎ নয়, বরং ছেলে-মেয়েদের মানবিক হতে শেখান ; বার্তা করণের

পিঙ্কির ঠাকুমা কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় ৷ নাতনি ঠাকুমার মুখ রেখে দক্ষ অভিনয়ের জন্য দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন ৷ কাঞ্চনের অভিনয় জীবন প্রায় 25 বছরের ৷ সম্প্রতি তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়ে বিধায়ক হয়েছেন তিনি ৷ এর আগেও তাঁর বিয়ে ভেঙেছিল ৷ পিঙ্কি তাঁর দ্বিতীয় স্ত্রী ৷ তাঁদের একটি পুত্র সন্তান রয়েছে ৷ আর শ্রীময়ী জনপ্রিয়তা লাভ করেছেন কৃষ্ণকলি ধারাবাহিকে ৷ খলনায়িকা রাধার চরিত্রে অভিনয় করেছেন তিনি ৷

Last Updated : Jun 20, 2021, 9:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.