চেন্নাই : 'কাপ্পান' ছবির মিউজ়িক লঞ্চে বহু তারকার সমাবেশ হয়েছিল। মুখ্য অতিথি হিসেবে ছিলেন রজনীকান্ত। এই ইভেন্টে এসে সূর্য বলেন যে, তাঁর পরবর্তী ছবিটি, সমাজ কর্মী ও রাজনীতিবিদ পেরিয়ার ই.ভি.রামাসামির চিন্তাধারা দ্বারা অনুপ্রাণিত।
সূর্য বলেন, "আমি সম্প্রতি একটি ক্লিপ দেখেছি, যেখানে দেখানো হয়েছে যে, মহাত্মা গান্ধির মৃত্যুর পর কীভাবে একটা অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল। আর সেখানে একটা ধর্মীয় রং লাগানো হয়েছিল। সেই সময়ে পেরিয়ার বলেছিলেন যে, গডসের বন্দুক ভেঙে দেওয়া উচিত।"
সূর্য আরও বলেন, "পেরিয়ারের মতে গডসে শুধুমাত্র একটা অস্ত্র ছিলেন। পেরিয়ার আমাদের শিখিয়েছেন যে, বর্তমানের প্রতিটা ঘটনার পিছনে একটা ইতিহাস আছে। সেরকমই কিছু ঘটনা এই ছবিতেও ফুটিয়ে তোলা হয়েছে।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
সূর্য ছাড়াও 'কাপ্পান'-এ রয়েছেন মোহনলাল, যিনি প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও রয়েছেন বোমান ইরানি, সায়েশা সয়গল, আর্য ও কিরণ। ছবিটি মুক্তি পাবে 20 সেপ্টেম্বর।