নয়াদিল্লি, 10 মার্চ: সোশ্যাল মিডিয়ায় বারবার ট্রোল করা হয়েছে তাঁকে ৷ হতে হয়েছে বডি-শেমিং-এর শিকার ৷ যন্ত্রণার সেই অভিজ্ঞতার কথা শেয়ার করলেন বলিউডের অভিনেত্রী অনন্যা পাণ্ডে ৷ তবে সমালোচনা ভুলে তিনি যে রকম, সেরকমভাবেই নিজেকে অ্যাকসেপ্ট করার উপর এখন বেশি গুরুত্ব দিচ্ছেন চাঙ্কি পাণ্ডের কন্যা ৷
বলিউড বাবলকে দেওয়া সাক্ষাত্কারে অনন্যা বলেছেন, "লোকে বলতো, আমাকে নাকি ছেলেদের মতো দেখতে ৷ ফ্ল্যাট স্ক্রিন ৷ সেই সময় খুব কষ্ট হত কারণ আত্মবিশ্বাস গড়ে তোলার সময় ছিল সেটা ৷ যখন তুমি নিজেকে ভালোবাসতে শিখছো, তখন লোকে তোমায় নীচের দিকে টেনে নামাচ্ছে ৷ সেই সময় নিজের যোগ্যতার উপরই সন্দেহের সৃষ্টি হয় ৷ তবে এখন আমি এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যে, নিজেকে ভালোবাসা ও নিজেকে অ্যাকসেপ্ট করার উপরই বেশি জোর দিই ৷"
অনন্যার কথায়, "আমি যেমন, সেটাই আমার পরিচয় ৷ আমি যদি শান্তিতে থাকি, নিজেকে ভালোবাসি, তাহলে কোনওকিছুই আমাকে আঘাত করতে পারবে না ৷ এটা বলছি না যে, সব সময় এটা করতে পারি ৷ তবে নিজেকে বোঝানোটা খুব গুরুত্বপূর্ণ ৷"
আরও পড়ুন : "আমার ওজন তখন জাতীয় বিষয়", বডি শেমিং নিয়ে খোলামেলা বিদ্যা
2019 সালে সো পজ়িটিভ নামে সোশ্যাল মিডিয়ায় একটি ক্যাম্পেইন শুরু করেছিলেন অনন্যা ৷ সোশ্যাল মিডিয়ায় কোনও রকমভাবে কারওকে যে ট্রোল করা না-হয়, এটাই ছিল তাঁর আবেদন ৷ সেই বছরই তাঁর দুই বান্ধবী সুহানা খান ও শানায়া কাপুরের সঙ্গে একটি ছবি পোস্ট করার সময় "angels" বানানটি ভুল করার জন্য তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন অনন্যা ৷