ETV Bharat / sitara

Kolkata Chalantika : পাভেলের নতুন ছবি 'কলকাতা চলন্তিকা' - রজতাভ দত্ত

একঝাঁক তারকা সমাবেশে তৈরি হচ্ছে পাভেলের নতুন ছবি 'কলকাতা চলন্তিকা' ৷ ছবির বিষয় কী ? কোথা থেকে এই ভাবনা চিন্তা সবটাই ভাগ করে নিলেন পরিচালক পাভেল ৷

পাভেলের নতুন ছবি 'কলকাতা চলন্তিকা'
পাভেলের নতুন ছবি 'কলকাতা চলন্তিকা'
author img

By

Published : Oct 1, 2021, 2:21 PM IST

কলকাতা, 1 অক্টোবর : নাম ঘোষণা হয়ে গেল পরিচালক পাভেলের নতুন বাংলা ছবির । নাম 'কলকাতা চলন্তিকা'। একঝাঁক তারকা সমাবেশে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পাভেলের 'কলকাতা চলন্তিকা'র শ্যুটিং । ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন ইশা সাহা, রজতাভ দত্ত, সৌরভ দাস, অপরজিতা আঢ্য, শতাব্দী চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, খরাজ মুখোপাধ্যায় ও কিরণ দত্ত প্রমুখ ।


ছবির বিষয়ে পরিচালক পাভেল বলেন, "গল্পটা শহর কলকাতার তিন দিনের জীবন নিয়ে । প্রথম দিন সে নিজের ছন্দে ছুটে চলে বিভিন্ন অলি গলি পথে, দ্বিতীয় দিনে তার পথে একটি ফ্লাইওভার ভেঙে পড়ায় সব ওলট পালট হয়ে যায়, তৃতীয় দিনে সে আবার ধীরে ধীরে পুরনো ছন্দে ফিরতে শুরু করে ।"


ছবিটি মুক্তি পাবে 'বাবা ভূতনাথ এন্টারটেনমেন্ট'-এর ব্যানারে । প্রযোজক হিসাবে রয়েছেন শতদ্রু চক্রবর্তী । এর আগে পরিচালক পাভেলের প্রতিটা ছবিতে ছিল নতুন চমক । বলাইবাহুল্য বাংলা সিনেমাপ্রেমীরা আরও একটা নতুন ভাল ছবি উপহার পেতে চলেছেন । প্রসঙ্গত, পাভেলের হাত ধরেই সিনেমায় ডেবিউ করছেন কিরণ দত্ত অর্থাৎ 'বং গাই'।

আরও পড়ুন : Prosenjit Chatterjee: বুম্বাদার জন্মদিনে বহরমপুরের বাড়িতে কেক কাটতেন ঐন্দ্রিলা

পরিচালক আরও বলেন, "আমার জন্মের প্রথম দিন থেকে আজ পর্যন্ত, আমার পুরো বড় হওয়া জুড়েই গাঁথা আছে 'কলকাতা চলন্তিকার' বীজ । আমি এক আদ্যন্ত শহুরে কাক । শহর কলকাতার সব অলিগলি রাস্তাঘাট আমার ঘরবাড়ি । যখন স্বাতী দি'র (অধ্যাপিকা স্বাতী বিশ্বাস ) সঙ্গে আমার দেখা হল, আমি ওঁর মধ্যেও সেই একই ধরনের নস্টালজিক রোম্যান্স, কলকাতা নিয়ে সেই একই আবেগ দেখতে পেলাম । কলকাতা চলন্তিকার চিত্রনাট্য ও সংলাপ আমার করা হলেও, গল্পটা স্বাতী দি এবং আমি দুজন মিলেই লিখেছি । পরিচালক হিসেবে আমাকে বরাবরই সেই ঘটনাগুলো টানে যেগুলো খুব গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে প্রভাবিত করে । দেশপ্রিয় পার্ক দুর্গাপুজো ব্যান (অসুর সিনেমার বিষয়বস্তু) বা পোস্তা ফ্লাইওভার ভেঙে পড়া এগুলোর ডকুমেন্টেশন করা আমি মনে করি পরিচালক হিসেবে আমার দায়িত্ব । আর এগুলো করতে গিয়ে আমার ভূমিকা কিন্তু কোনও তদন্তকারীর নয়, আমি এসব ঘটনার কারণ খুঁজতে বসিনি । আমাদের দৈনন্দিন জীবনে কীভাবে এগুলো ছাপ রেখে গিয়েছে সেইগুলোকেই আমার লেন্স ধরতে চেয়েছে । সিনেমার মধ্যে একটা কথা আমি বলতে চেয়েছি যে, দেখুন যখনই কোনও ফ্লাইওভার বা ব্রিজ ভেঙে পড়ে সে তো একা ভাঙে না, সঙ্গে ভেঙে পড়ে আমাদের স্বপ্ন আর প্রত্যাশা । কিন্তু আমরা যারা বাঙালি, আমরা যারা কলকাতা নিয়ে বাঁচি আমরা জানি কী করে সব ভাঙা জুড়ে দিয়ে উঠে দাঁড়াতে হয় ।"

ছবির স্টার কাস্টই বলে দিচ্ছে, ছবির মান কেমন হতে পারে । বাকিটা অবশ্য সময়ের অপেক্ষা । তবে, পাভেল নির্মিত এর আগের সবকটি ছবিই দর্শকের নজর কেড়েছে । এবারও পাভেলের কাছ থেকে তেমন কিছু আশা করা অমূলক নয় ।

আরও পড়ুন : Raj Subhashree: মালদ্বীপে রাজের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো পোস্ট শুভশ্রীর

কলকাতা, 1 অক্টোবর : নাম ঘোষণা হয়ে গেল পরিচালক পাভেলের নতুন বাংলা ছবির । নাম 'কলকাতা চলন্তিকা'। একঝাঁক তারকা সমাবেশে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পাভেলের 'কলকাতা চলন্তিকা'র শ্যুটিং । ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন ইশা সাহা, রজতাভ দত্ত, সৌরভ দাস, অপরজিতা আঢ্য, শতাব্দী চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, খরাজ মুখোপাধ্যায় ও কিরণ দত্ত প্রমুখ ।


ছবির বিষয়ে পরিচালক পাভেল বলেন, "গল্পটা শহর কলকাতার তিন দিনের জীবন নিয়ে । প্রথম দিন সে নিজের ছন্দে ছুটে চলে বিভিন্ন অলি গলি পথে, দ্বিতীয় দিনে তার পথে একটি ফ্লাইওভার ভেঙে পড়ায় সব ওলট পালট হয়ে যায়, তৃতীয় দিনে সে আবার ধীরে ধীরে পুরনো ছন্দে ফিরতে শুরু করে ।"


ছবিটি মুক্তি পাবে 'বাবা ভূতনাথ এন্টারটেনমেন্ট'-এর ব্যানারে । প্রযোজক হিসাবে রয়েছেন শতদ্রু চক্রবর্তী । এর আগে পরিচালক পাভেলের প্রতিটা ছবিতে ছিল নতুন চমক । বলাইবাহুল্য বাংলা সিনেমাপ্রেমীরা আরও একটা নতুন ভাল ছবি উপহার পেতে চলেছেন । প্রসঙ্গত, পাভেলের হাত ধরেই সিনেমায় ডেবিউ করছেন কিরণ দত্ত অর্থাৎ 'বং গাই'।

আরও পড়ুন : Prosenjit Chatterjee: বুম্বাদার জন্মদিনে বহরমপুরের বাড়িতে কেক কাটতেন ঐন্দ্রিলা

পরিচালক আরও বলেন, "আমার জন্মের প্রথম দিন থেকে আজ পর্যন্ত, আমার পুরো বড় হওয়া জুড়েই গাঁথা আছে 'কলকাতা চলন্তিকার' বীজ । আমি এক আদ্যন্ত শহুরে কাক । শহর কলকাতার সব অলিগলি রাস্তাঘাট আমার ঘরবাড়ি । যখন স্বাতী দি'র (অধ্যাপিকা স্বাতী বিশ্বাস ) সঙ্গে আমার দেখা হল, আমি ওঁর মধ্যেও সেই একই ধরনের নস্টালজিক রোম্যান্স, কলকাতা নিয়ে সেই একই আবেগ দেখতে পেলাম । কলকাতা চলন্তিকার চিত্রনাট্য ও সংলাপ আমার করা হলেও, গল্পটা স্বাতী দি এবং আমি দুজন মিলেই লিখেছি । পরিচালক হিসেবে আমাকে বরাবরই সেই ঘটনাগুলো টানে যেগুলো খুব গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে প্রভাবিত করে । দেশপ্রিয় পার্ক দুর্গাপুজো ব্যান (অসুর সিনেমার বিষয়বস্তু) বা পোস্তা ফ্লাইওভার ভেঙে পড়া এগুলোর ডকুমেন্টেশন করা আমি মনে করি পরিচালক হিসেবে আমার দায়িত্ব । আর এগুলো করতে গিয়ে আমার ভূমিকা কিন্তু কোনও তদন্তকারীর নয়, আমি এসব ঘটনার কারণ খুঁজতে বসিনি । আমাদের দৈনন্দিন জীবনে কীভাবে এগুলো ছাপ রেখে গিয়েছে সেইগুলোকেই আমার লেন্স ধরতে চেয়েছে । সিনেমার মধ্যে একটা কথা আমি বলতে চেয়েছি যে, দেখুন যখনই কোনও ফ্লাইওভার বা ব্রিজ ভেঙে পড়ে সে তো একা ভাঙে না, সঙ্গে ভেঙে পড়ে আমাদের স্বপ্ন আর প্রত্যাশা । কিন্তু আমরা যারা বাঙালি, আমরা যারা কলকাতা নিয়ে বাঁচি আমরা জানি কী করে সব ভাঙা জুড়ে দিয়ে উঠে দাঁড়াতে হয় ।"

ছবির স্টার কাস্টই বলে দিচ্ছে, ছবির মান কেমন হতে পারে । বাকিটা অবশ্য সময়ের অপেক্ষা । তবে, পাভেল নির্মিত এর আগের সবকটি ছবিই দর্শকের নজর কেড়েছে । এবারও পাভেলের কাছ থেকে তেমন কিছু আশা করা অমূলক নয় ।

আরও পড়ুন : Raj Subhashree: মালদ্বীপে রাজের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো পোস্ট শুভশ্রীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.