ETV Bharat / sitara

Parineeti Chopra: গভীর সমুদ্রে পরিণীতি যেন মৎস্যকন্যা, ভাইরাল ভিডিয়ো - পরিণীতি চোপড়ার ছবি

সমুদ্রে মৎস্যকন্যা রূপে জলকেলি করে বেড়াচ্ছেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra)৷ মালদ্বীপে (Maldives) ছুটি কাটাতে গিয়ে ভাই শিবাং চোপড়ার (Shivang Chopra) সঙ্গে চলছে তাঁর দীর্ঘ স্কুবা ডাইভিং (Scuba Diving)-এর সফর ৷

parineeti-Chopra feels-zen-like-calmness-as-she-explores-deeper-depths-of-indian-ocean-video
গভীর সমুদ্রে পরিণীতি যেন মৎস্যকন্যা, ভাইরাল ভিডিয়ো
author img

By

Published : Sep 27, 2021, 7:39 PM IST

হায়দরাবাদ, 27 সেপ্টেম্বর: মৎস্যকন্যা রূপে ধরা দিলেন বলিউডের অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ৷ সমুদ্রের নীল-সবুজ স্রোতে শুধুই জলকেলি নয়, একেবারে সমুদ্রের তলদেশ পর্যন্ত বেড়িয়ে আসার গল্প শোনালেন অভিনেত্রী ৷

মালদ্বীপে (Maldives) সপরিবার ছুটি কাটাচ্ছেন পরিণীতি চোপড়া ৷ তিনি দিন কয়েক আগেই জানিয়েছিলেন, কয়েকদিন সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকবেন না ৷ কারণ 7 দিনের জন্য স্কুবা ডাইভিং (Scuba Diving)-এর সফরে যাবেন তিনি ৷ সঙ্গী তাঁর ভাই শিবাং চোপড়া (Shivang Chopra)৷ তবে দুই ভাই-বোনই শুধু নন ৷ তাঁদের সঙ্গে এই রোমাঞ্চ ভাগাভাগি করে নিতে ছিলেন আরও 14 জন আন্ডারওয়াটার অ্যাডভেঞ্চার লাভার ৷ গত কয়েকদিন একটি নৌকায় দিন কাটিয়েছেন তিনি ৷

সোমবার নিজের ইনস্টাগ্রামে সেই রোমাঞ্চকর অভিজ্ঞতার কিছু অভিজ্ঞতা শেয়ার করেছেন পরিণীতি ৷ পোস্ট করেছেন দুর্দান্ত কিছু ছবি ও ভিডিয়ো ৷ পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "ডাইভসের মাঝে ৷ পরের অবস্থানে যাওয়ার জন্য একটা বিরাট চ্যানেল পার করছে আমাদের নৌকা ৷ ততক্ষণ পর্যন্ত আমরা ঘুমোব, বিশ্রাম নেব, গেম খেলব ও বড় ডাইভের জন্য প্রস্তুতি নেব ৷"

আরও পড়ুন: Bony Trailer: ভগবান নাকি ভূত ? রহস্যে মোড়া পরম-কোয়েলের বনির ট্রেলার

অপর একটি ভিডিয়োতে নৌকায় নিজের ঘর ও লাউঞ্জ এলাকা ঘুরিয়ে দেখিয়েছেন পরিণীতি ৷ তবে শুধু স্কুবা ডাইভিং-ই নয়, গানের সঙ্গেও দারুণ সখ্যতা রয়েছে পরিণীতি ও তাঁর ভাইয়ের ৷ দু'জনে বলিউডের মুভি কলঙ্কের টাইটেল ট্র্যাকের অনবদ্য যুগলবন্দি গেয়েছেন ৷ সেই ভিডিয়োও সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী ৷

আরও পড়ুন: Ranveer Singh: বড়দিনে হলে আসছে রণবীরের 83, পিছল লাল সিং চাড্ডার রিলিজ

গত শুক্রবার লাল বিকিনি পরা একটি ছবি পোস্ট করে ইন্টারনেটের উত্তাপ চড়ান পরিণীতি চোপড়া ৷ ক্যাপশনে লেখা ছিল, "সানবার্নট ৷"

কর্মক্ষেত্রে সন্দীপ রেড্ডি ভাঙ্গার গ্যাংস্টার ড্রামায় দেখা যাবে পরিণীতিকে ৷ সেই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন রণবীর সিং ৷ এই ছবিতে অনিল কাপুর (Anil Kapoor) ও ববি দেওলকেও (Bobby Deol) গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ৷

আরও পড়ুন: Shilpa Shetty : ম্যানিকে মাগে হিথের ছন্দে শিল্পার নাচ, ইনস্টায় শেয়ার করলেন নিজেই

হায়দরাবাদ, 27 সেপ্টেম্বর: মৎস্যকন্যা রূপে ধরা দিলেন বলিউডের অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ৷ সমুদ্রের নীল-সবুজ স্রোতে শুধুই জলকেলি নয়, একেবারে সমুদ্রের তলদেশ পর্যন্ত বেড়িয়ে আসার গল্প শোনালেন অভিনেত্রী ৷

মালদ্বীপে (Maldives) সপরিবার ছুটি কাটাচ্ছেন পরিণীতি চোপড়া ৷ তিনি দিন কয়েক আগেই জানিয়েছিলেন, কয়েকদিন সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকবেন না ৷ কারণ 7 দিনের জন্য স্কুবা ডাইভিং (Scuba Diving)-এর সফরে যাবেন তিনি ৷ সঙ্গী তাঁর ভাই শিবাং চোপড়া (Shivang Chopra)৷ তবে দুই ভাই-বোনই শুধু নন ৷ তাঁদের সঙ্গে এই রোমাঞ্চ ভাগাভাগি করে নিতে ছিলেন আরও 14 জন আন্ডারওয়াটার অ্যাডভেঞ্চার লাভার ৷ গত কয়েকদিন একটি নৌকায় দিন কাটিয়েছেন তিনি ৷

সোমবার নিজের ইনস্টাগ্রামে সেই রোমাঞ্চকর অভিজ্ঞতার কিছু অভিজ্ঞতা শেয়ার করেছেন পরিণীতি ৷ পোস্ট করেছেন দুর্দান্ত কিছু ছবি ও ভিডিয়ো ৷ পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "ডাইভসের মাঝে ৷ পরের অবস্থানে যাওয়ার জন্য একটা বিরাট চ্যানেল পার করছে আমাদের নৌকা ৷ ততক্ষণ পর্যন্ত আমরা ঘুমোব, বিশ্রাম নেব, গেম খেলব ও বড় ডাইভের জন্য প্রস্তুতি নেব ৷"

আরও পড়ুন: Bony Trailer: ভগবান নাকি ভূত ? রহস্যে মোড়া পরম-কোয়েলের বনির ট্রেলার

অপর একটি ভিডিয়োতে নৌকায় নিজের ঘর ও লাউঞ্জ এলাকা ঘুরিয়ে দেখিয়েছেন পরিণীতি ৷ তবে শুধু স্কুবা ডাইভিং-ই নয়, গানের সঙ্গেও দারুণ সখ্যতা রয়েছে পরিণীতি ও তাঁর ভাইয়ের ৷ দু'জনে বলিউডের মুভি কলঙ্কের টাইটেল ট্র্যাকের অনবদ্য যুগলবন্দি গেয়েছেন ৷ সেই ভিডিয়োও সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী ৷

আরও পড়ুন: Ranveer Singh: বড়দিনে হলে আসছে রণবীরের 83, পিছল লাল সিং চাড্ডার রিলিজ

গত শুক্রবার লাল বিকিনি পরা একটি ছবি পোস্ট করে ইন্টারনেটের উত্তাপ চড়ান পরিণীতি চোপড়া ৷ ক্যাপশনে লেখা ছিল, "সানবার্নট ৷"

কর্মক্ষেত্রে সন্দীপ রেড্ডি ভাঙ্গার গ্যাংস্টার ড্রামায় দেখা যাবে পরিণীতিকে ৷ সেই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন রণবীর সিং ৷ এই ছবিতে অনিল কাপুর (Anil Kapoor) ও ববি দেওলকেও (Bobby Deol) গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ৷

আরও পড়ুন: Shilpa Shetty : ম্যানিকে মাগে হিথের ছন্দে শিল্পার নাচ, ইনস্টায় শেয়ার করলেন নিজেই

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.