ETV Bharat / sitara

অভিনয়ের অনুমতি না পাওয়া নিয়ে দ্বিধাবিভক্ত শিশুশিল্পীদের অভিভাবকরা - no child artist in tollywood

টলিউডে শুটিং শুরু হলেও আপাতত 10 বছরের কম বয়সি শিশুশিল্পীদের নিয়ে কাজ করা যাবে না বলে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে আজকের বৈঠকে । এ বিষয়ে কী ভাবছেন শিশুশিল্পীদের অভিভাবকরা ? তা নিয়ে ETV ভারত সিতারা কথা বলেছিল কয়েকজন অভিভাবকের সঙ্গে ।

dsf
dfsdf
author img

By

Published : Jun 4, 2020, 9:18 PM IST

কলকাতা : 10 জুন থেকে শুটিং শুরু হতে চলেছে টলিউডে । টেকনিশিয়ন স্টুডিয়োতে হওয়া আজকের বৈঠকে সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত । তবে, শুটিং শুরু হলেও আপাতত 10 বছরের কম বয়সি শিশুশিল্পীদের নিয়ে কাজ করা যাবে না বলে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে ওই বৈঠকে । এদিকে টলিউডের একাধিক ধারাবাহিক ও ছবিতে কাজ করছিল তারা । সেখানে এখন কী হবে তা অবশ্য জানা যায়নি । এ বিষয়ে কী ভাবছেন শিশুশিল্পীদের অভিভাবকরা ? তা নিয়ে ETV ভারত সিতারা কথা বলেছিল কয়েকজন অভিভাবকের সঙ্গে ।

sdf
অভিরূপ সেন

শিশুশিল্পী অভিরূপ সেনকে দর্শক প্রথম দেখেন 'গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে' ধারাবাহিকে । তারপর অনেকগুলি ছবিতে এবং ধারাবাহিকে কাজ করেছে অভিরূপ । সম্প্রতি 'শ্রীময়ী' ধারাবাহিককে জুন আন্টির ছেলের চরিত্রে অভিনয় করছিল সে । স্বস্তিকা মুখোপাধ্যায়ের ছেলের চরিত্রে অভিনয় করছিল 'শ্রীমতি' ছবিতেও । অভিরূপের মা বলেন, "আজকের বৈঠকের এই সিদ্ধান্তে আমি খুব খুশি হয়েছি । এমনিতেই আমার ছেলের আট বছর বয়স । ওর স্কুল বন্ধ আছে । স্কুল যেখানে বন্ধ আছে, সেখানে কীভাবে শুটিং করবে । দুটো কাজ ও করছিল । 'শ্রীময়ী' ধারাবাহিকে অভিনয় করছিল । স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে 'শ্রীমতি' ছবিতে অভিনয় করছিল । সেখানে এখন কী হবে আমি জানি না । তবে আমি খুশি ।"

sdf
বিলাস দে

'হালুয়াম্যান' ছবিতে অভিনয় করেছে শিশুশিল্পী বিলাস দে । তার মা দেবিকা দে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন । বলেন, "এই সিদ্ধান্তের খারাপ ভালো দুটো দিক আছে । প্রথমত, বাচ্চাদের সুরক্ষা একটা বড় বিষয় । সেদিক থেকে দেখতে গেলে এটা সঠিক সিদ্ধান্ত । অন্যদিকে বাচ্চাদের অ্যাক্টিভিটি বন্ধ এই বিষয়টা আবার খারাপ । আমার ছেলে বহুদিন ধরে বাড়িতে বন্দী । স্কুলের ক্লাস অনলাইনে হচ্ছে । সেটাতেও ও আনন্দ পাচ্ছে না । এদিকে অ্যাকটিভিটিতে আনন্দ পাচ্ছে । এখন ওদের শুটিংয়ের অনুমতি দেওয়া হবে না, জানতে পারলে খুব মন খারাপ করবে ।"

sdf
সৌম্যদীপ্ত সাহা

বেশ কয়েকটি রিয়েলিটি শো এবং সিনেমাতে অভিনয় করেছে শিশুশিল্পী সৌম্যদীপ্ত সাহা । তার মা সঙ্গীতা সাহা বলেন, "এই সিদ্ধান্ত একদিক থেকে যেমন বাচ্চাদের সুরক্ষার কথাটা মাথায় রেখে তৈরি করা হয়েছে । আমি বলব ভালো । কিন্তু ব্যক্তিগতভাবে বলতে গেলে, আমি একজন সিঙ্গল মাদার । নিজের চাকরি ছেড়ে দিয়েছি ছেলের পিছনে থাকব বলে । ওর কাজ বন্ধ হয়ে গেলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত আমরা । এটা একটা চিন্তার বিষয় ।"

df
উদিতা মুন্সি

'রেশম ঝাঁপি', 'জয় বাবা লোকনাথ', 'ডান্স ডান্স জুনিয়র'-এর সঞ্চালক, 'এবার জমবে মজা' ও 'আরব্য রজনী'-তে কাজ করেছে উদিতা মুন্সি । তার বাবা অরুনাভ মুন্সি বলেন, "সরকার, প্রযোজক বা চ্যানেল যা সিদ্ধান্ত নেবে, সেটা আমাদের মানতেই হবে । ছোটো ছোটো বাচ্চাদের ব্যাপার যেহেতু । তবে এটা কতদিনের ব্যাপার, সেটাও জানা দরকার । এমনিতেই তিনমাস বাড়িতে বসে রয়েছে । বাচ্চাগুলো একটা জীবনের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে । লাইট, সাউন্ড, ক্যামেরা, অ্যাকশন ছাড়া তাদের জীবন চালানো মুশকিল । বসে থাকাটা তাদের জন্য কতটা সুবিধেজনক, সেটা দেখার বিষয় ।"

কলকাতা : 10 জুন থেকে শুটিং শুরু হতে চলেছে টলিউডে । টেকনিশিয়ন স্টুডিয়োতে হওয়া আজকের বৈঠকে সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত । তবে, শুটিং শুরু হলেও আপাতত 10 বছরের কম বয়সি শিশুশিল্পীদের নিয়ে কাজ করা যাবে না বলে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে ওই বৈঠকে । এদিকে টলিউডের একাধিক ধারাবাহিক ও ছবিতে কাজ করছিল তারা । সেখানে এখন কী হবে তা অবশ্য জানা যায়নি । এ বিষয়ে কী ভাবছেন শিশুশিল্পীদের অভিভাবকরা ? তা নিয়ে ETV ভারত সিতারা কথা বলেছিল কয়েকজন অভিভাবকের সঙ্গে ।

sdf
অভিরূপ সেন

শিশুশিল্পী অভিরূপ সেনকে দর্শক প্রথম দেখেন 'গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে' ধারাবাহিকে । তারপর অনেকগুলি ছবিতে এবং ধারাবাহিকে কাজ করেছে অভিরূপ । সম্প্রতি 'শ্রীময়ী' ধারাবাহিককে জুন আন্টির ছেলের চরিত্রে অভিনয় করছিল সে । স্বস্তিকা মুখোপাধ্যায়ের ছেলের চরিত্রে অভিনয় করছিল 'শ্রীমতি' ছবিতেও । অভিরূপের মা বলেন, "আজকের বৈঠকের এই সিদ্ধান্তে আমি খুব খুশি হয়েছি । এমনিতেই আমার ছেলের আট বছর বয়স । ওর স্কুল বন্ধ আছে । স্কুল যেখানে বন্ধ আছে, সেখানে কীভাবে শুটিং করবে । দুটো কাজ ও করছিল । 'শ্রীময়ী' ধারাবাহিকে অভিনয় করছিল । স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে 'শ্রীমতি' ছবিতে অভিনয় করছিল । সেখানে এখন কী হবে আমি জানি না । তবে আমি খুশি ।"

sdf
বিলাস দে

'হালুয়াম্যান' ছবিতে অভিনয় করেছে শিশুশিল্পী বিলাস দে । তার মা দেবিকা দে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন । বলেন, "এই সিদ্ধান্তের খারাপ ভালো দুটো দিক আছে । প্রথমত, বাচ্চাদের সুরক্ষা একটা বড় বিষয় । সেদিক থেকে দেখতে গেলে এটা সঠিক সিদ্ধান্ত । অন্যদিকে বাচ্চাদের অ্যাক্টিভিটি বন্ধ এই বিষয়টা আবার খারাপ । আমার ছেলে বহুদিন ধরে বাড়িতে বন্দী । স্কুলের ক্লাস অনলাইনে হচ্ছে । সেটাতেও ও আনন্দ পাচ্ছে না । এদিকে অ্যাকটিভিটিতে আনন্দ পাচ্ছে । এখন ওদের শুটিংয়ের অনুমতি দেওয়া হবে না, জানতে পারলে খুব মন খারাপ করবে ।"

sdf
সৌম্যদীপ্ত সাহা

বেশ কয়েকটি রিয়েলিটি শো এবং সিনেমাতে অভিনয় করেছে শিশুশিল্পী সৌম্যদীপ্ত সাহা । তার মা সঙ্গীতা সাহা বলেন, "এই সিদ্ধান্ত একদিক থেকে যেমন বাচ্চাদের সুরক্ষার কথাটা মাথায় রেখে তৈরি করা হয়েছে । আমি বলব ভালো । কিন্তু ব্যক্তিগতভাবে বলতে গেলে, আমি একজন সিঙ্গল মাদার । নিজের চাকরি ছেড়ে দিয়েছি ছেলের পিছনে থাকব বলে । ওর কাজ বন্ধ হয়ে গেলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত আমরা । এটা একটা চিন্তার বিষয় ।"

df
উদিতা মুন্সি

'রেশম ঝাঁপি', 'জয় বাবা লোকনাথ', 'ডান্স ডান্স জুনিয়র'-এর সঞ্চালক, 'এবার জমবে মজা' ও 'আরব্য রজনী'-তে কাজ করেছে উদিতা মুন্সি । তার বাবা অরুনাভ মুন্সি বলেন, "সরকার, প্রযোজক বা চ্যানেল যা সিদ্ধান্ত নেবে, সেটা আমাদের মানতেই হবে । ছোটো ছোটো বাচ্চাদের ব্যাপার যেহেতু । তবে এটা কতদিনের ব্যাপার, সেটাও জানা দরকার । এমনিতেই তিনমাস বাড়িতে বসে রয়েছে । বাচ্চাগুলো একটা জীবনের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে । লাইট, সাউন্ড, ক্যামেরা, অ্যাকশন ছাড়া তাদের জীবন চালানো মুশকিল । বসে থাকাটা তাদের জন্য কতটা সুবিধেজনক, সেটা দেখার বিষয় ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.