কলকাতা : আজই ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ় 'ব্ল্যাক উইডোজ়'। আর সেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় । তিন বন্ধুর গল্প তুলে ধরা হয়েছে এই থ্রিলারে । যারা যেকোনও ভাবে অত্যাচারী স্বামীদের হাত থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে ।
এর আগেও একাধিক মহিলা কেন্দ্রিক ছবিতে দেখা গিয়েছে পরমব্রতকে । তার মধ্যে 'কাহানি' ও 'পরি' অন্যতম । 'ব্ল্যাক উইডোজ়'-ও একটি মহিলা কেন্দ্রিক সিরিজ় ।
এই সিরিজ় প্রসঙ্গে পরমব্রত বলেন, "আমি বেশ কয়েকটি মহিলা কেন্দ্রিক ছবি ও সিরিজ়ে কাজ করেছি । এটা কাকতালীয় বিষয় হতে পারে । আবার এটাও হতে পারে যে আমার উপস্থিতির মাধ্যমে হয়তো চরিত্রগুলি আরও ভালো করে ফুটে ওঠে । আসলে মহিলারা খুব সহজেই বিশ্বাস করতে পারেন এইরকম চরিত্রে অভিনয় করতে আমার ভালো লাগে । ধরুন কোনও মহিলা একটি মিশনে রয়েছে বা তাকে কোনও জিনিস পেতেই হবে সেক্ষেত্রে তার প্রয়োজন একটা বন্ধুর । এই ধরনের চরিত্র বেশ প্রিয় ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
তবে 'ব্ল্যাক উইডোজ়' মহিলা কেন্দ্রিক নয় বলে জানিয়েছেন পরমব্রত । এ প্রসঙ্গে তিনি বলেন, "তবে আমার মতে 'কাহানি' ও 'পরি' যে ধরনের মহিলা কেন্দ্রিক ছবি, 'ব্ল্যাক উইডোজ়' ঠিক সেইরকম নয় । তাদের থেকে অনেকটাই অন্যরকম ।"
এই সিরিজ়ের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মোনা সিং, শমিতা শেট্টি, স্বস্তিকা মুখার্জি, শরদ কেলকর, রাইমা সেন, আমির আলি, সব্যসাচী চক্রবর্তী সহ আরও অনেকে । আজই জ়ি ফাইভে মুক্তি পেয়েছে 'ব্ল্যাক উইডোজ়'।