'হেমলক সোসাইটি', 'চতুষ্কোণ' বা 'সমান্তরাল'-এর মতো ছবিতে পরমব্রতর অভিনয় মনে রেখে দেবে সিনেমাপ্রেমী দর্শক । শুধু টলিউডই নয়, বলিউডেও বেশ কয়েকটি চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন অভিনেতা । তার মধ্যে অন্যতম 'কাহানি' বা 'পরী'-র মতো ছবি । জাতীয় স্তরেও সমালোচক ও দর্শকেরও মন কেড়েছেন পরম ।
ক্যারিয়ারে উত্থান-পতন এসেছে ঠিকই, কিন্তু বারবার ফিরে এসেছে পরমব্রত । নিজের যোগ্যতা প্রমাণ করেছেন । টেলিভিশনের পরদা থেকে যাত্রা শুরু । আর এখন বড় পরদা, OTT সব প্ল্যাটফর্মই দাপাচ্ছেন অভিনেতা ।
বাংলা ছবির জগতে পরিচালক পরমব্রতর অবদান অবশ্যই উল্লেখ করতে হয় । তাঁর পরিচালিত প্রথম ছবি 'জিও কাকা' । এরপর একে একে 'হাওয়া বদল', 'লড়াই'-এর মতো ছবি উপহার দিয়েছেন পরম । তবে সম্প্রতি তাঁর 'সোনার পাহাড়' ছবিটি তাঁকে পরিচালক হিসেবে সর্বাধিক খ্যাতি দিয়েছে । পরমব্রতর পরবর্তী ভেঞ্চার 'বনি' । কল্পবিজ্ঞানের উপর ভিত্তি করে তৈরি এই ছবিতে পরিচালনার পাশাপাশি পরমকে অভিনয় করতেও দেখা যাবে । সঙ্গে থাকবেন কোয়েল মল্লিক ।
পরমব্রতর সাম্প্রতিক কাজ হরর ড্রামা 'বুলবুল' । নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে অনুষ্কা শর্মা প্রযোজিত এই ছবিটি । ইতিমধ্যেই চর্চার কেন্দ্রবিন্দুতে 'বুলবুল' ।
এভাবেই এগিয়ে যান পরমব্রত চ্য়াটার্জি । নতুন নতুন অবতারে দর্শককে সারপ্রাইজ় করতে থাকুন তিনি । শুভেচ্ছা রইল ETV ভারত সিতারার ।