কলকাতা : একজন অভিনেতা হওয়ার পাশাপাশি পরমব্রত চট্টোপাধ্যায় একজন পরিচালকও । অত্যন্ত দক্ষতার সঙ্গেই দুটি কাজ করেন তিনি । সেই সঙ্গে তিনি একজন প্রযোজকও ।
সিনেমা হল না OTT প্ল্যাটফর্ম, কোন মাধ্যমে ছবি মুক্তি করাতে বেশি আগ্রহী বাংলার পরিচালক-প্রযোজকরা ? এই প্রশ্ন যখন সবার মনে জাগছে, তখন পরমব্রতর বহু প্রতীক্ষিত 'তিকিতাকা' ছবিটি মুক্তি পেল OTT প্ল্যাটফর্মে । আর এখানেই শেষ নয় ।
এরপর হইচই ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য অরিজিনাল ছবি হিসেবে তিনি তৈরি করতে চলেছেন এমন একটি বিষয় ভিত্তিক ছবি, যা আগে কেউ শোনেনি । এমনিতেই একটু অন্যরকমের ছবি তৈরি করার জন্য পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় আগ্রহী হয়ে থাকেন । এই নতুন ছবিটিও তেমনই ।
ছবির নাম 'কলকাতা আন্ডারগ্রাউন্ড'। কলকাতা শহরের আন্ডারগ্রাউন্ড সংগীত নিয়ে এই ছবি তৈরি করতে চলেছেন অভিনেতা-পরিচালক । ছবিতে বেশ কিছু ভিন্ন ধরনের গান শুনতে পাবেন দর্শক ।