ETV Bharat / sitara

যৌনকর্মীদের পাশে পরমব্রত, হাতে তুলে দিলেন রেশন - parambrata chatterjee latest news

লকডাউনের মধ্যে খুবই খারাপ সময়র মধ্যে দিয়ে যাচ্ছেন যৌনকর্মীরা । ব্য়বসা বন্ধ থাকায় দিন আনা দিন খাওয়া মানুষগুলো চরম সংকটে । তাঁদের পাশে দাঁড়ালেন পরমব্রত চ্যাটার্জি, হাতে তুলে দিলেন প্রয়োজনীয় রেশন সামগ্রী ।

parambrata chaterjee stand beside sex workers
parambrata chaterjee stand beside sex workers
author img

By

Published : Apr 14, 2020, 11:28 PM IST

কলকাতা : কয়েকদিন আগেই সোনাগাছির দেহ ব্যবসায়ীদের দুরবস্থার ছবি সোশাল মিডিয়ায় তুলে ধরেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় । সেখানে একটি বেঞ্চকে সম্বল করে দিন কাটাচ্ছেন দুই মা ও তাঁদের দুই সন্তান । শিফ্ট ভাগ করে বেঞ্চেই ঘুমোচ্ছেন । সরকার কি তাঁদের কথা ভাবছে ? প্রশ্ন তুলেছিলেন অভিনেত্রী । এবার সেই মানুষগুলোর পাশে দাঁড়ালেন পরমব্রত চ্যাটার্জি ।

দুর্বার মহিলা সমন্বয় সমিতির সঙ্গে হাত মিলিয়ে সোনাগাছি অঞ্চলের যৌনকর্মীদের হাতে প্রয়োজনীয় রেশন তুলে দিলেন পরমব্রত । সোশাল মিডিয়ায় তিনি সেই ছবি শেয়ারও করেছেন ।

অভিনেতা লিখেছেন, "একঘরে হয়ে রয়েছেন, কাজকর্ম পুরোপুরি বন্ধ এঁদের । এই লকডাউনে সেই সমস্ত মানুষদের একটু সাহায্য করুন, যাঁদের হাতে কোনও কাজ নেই । আজ দুর্বারের সঙ্গে হাত মিলিয়ে শহরের যৌনপল্লীর পরিবারগুলোর হাতে কিছু প্রয়োজনীয় জিনিস তুলে দিলাম ।"

পরমব্রতর এই উদ্যোগে খুশি নেটিজেনরা । দেখে নিন পোস্ট...

  • utilised yet ostracised, and completely out of work. While observing the lockdown, let’s try to help those suffering due to lack of work. Today, tried to help the w’ful team of @Durbar11 in reaching essentials to the families of the red light districts of d city. #letsdoourbit pic.twitter.com/KUC9XTXBQZ

    — parambrata (@paramspeak) April 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কলকাতা : কয়েকদিন আগেই সোনাগাছির দেহ ব্যবসায়ীদের দুরবস্থার ছবি সোশাল মিডিয়ায় তুলে ধরেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় । সেখানে একটি বেঞ্চকে সম্বল করে দিন কাটাচ্ছেন দুই মা ও তাঁদের দুই সন্তান । শিফ্ট ভাগ করে বেঞ্চেই ঘুমোচ্ছেন । সরকার কি তাঁদের কথা ভাবছে ? প্রশ্ন তুলেছিলেন অভিনেত্রী । এবার সেই মানুষগুলোর পাশে দাঁড়ালেন পরমব্রত চ্যাটার্জি ।

দুর্বার মহিলা সমন্বয় সমিতির সঙ্গে হাত মিলিয়ে সোনাগাছি অঞ্চলের যৌনকর্মীদের হাতে প্রয়োজনীয় রেশন তুলে দিলেন পরমব্রত । সোশাল মিডিয়ায় তিনি সেই ছবি শেয়ারও করেছেন ।

অভিনেতা লিখেছেন, "একঘরে হয়ে রয়েছেন, কাজকর্ম পুরোপুরি বন্ধ এঁদের । এই লকডাউনে সেই সমস্ত মানুষদের একটু সাহায্য করুন, যাঁদের হাতে কোনও কাজ নেই । আজ দুর্বারের সঙ্গে হাত মিলিয়ে শহরের যৌনপল্লীর পরিবারগুলোর হাতে কিছু প্রয়োজনীয় জিনিস তুলে দিলাম ।"

পরমব্রতর এই উদ্যোগে খুশি নেটিজেনরা । দেখে নিন পোস্ট...

  • utilised yet ostracised, and completely out of work. While observing the lockdown, let’s try to help those suffering due to lack of work. Today, tried to help the w’ful team of @Durbar11 in reaching essentials to the families of the red light districts of d city. #letsdoourbit pic.twitter.com/KUC9XTXBQZ

    — parambrata (@paramspeak) April 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.