ETV Bharat / sitara

Birth Day Special : অভিনয় বা পরিচালনা, অপরাজেয় পরমব্রত - পরমব্রত চ্যাটার্জি

টলিউডের মাল্টিট্যালেন্টেড অভিনেতা বলতে একজনের নামই মাথায় আসে। তিনি পরমব্রত চ্যাটার্জি। তাঁকে মাল্টিট্যালেন্টেড বলার কারণ, অভিনয়ের পাশাপাশি তিনি একজন পরিচালক ও গায়কও বটে। আজ এই অভিনেতার 39 তম জন্মদিন।

পরমব্রত চ্যাটার্জি
author img

By

Published : Jun 27, 2019, 7:58 PM IST

কলকাতা : 'হেমলক সোসাইটি', 'চতুষ্কোণ' বা 'সমান্তরাল'-এর মতো ছবিতে পরমব্রতর অভিনয় মনে রেখে দেবে সিনেমাপ্রেমী দর্শক। শুধু টলিউডই নয়, বলিউডেও বেশ কয়েকটি চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন এই অভিনেতা। তার মধ্যে অন্যতম 'কাহানি' বা 'পরী'-র মতো ছবি। জাতীয় স্তরেও সমালোচক ও দর্শকের মন কেড়েছেন পরমব্রত।

পরমব্রতর জন্মদিনে বিশেষ প্যাকেজ

বাংলা ছবির জগতে পরিচালক পরমব্রতর অবদান অবশ্যই উল্লেখ করতে হয়। তাঁর পরিচালিত প্রথম ছবি 'জিও কাকা'। এরপর একে একে 'হাওয়া বদল', 'লড়াই'-এর মতো ছবি উপহার দিয়েছেন পরম। তবে সম্প্রতি তাঁর 'সোনার পাহাড়' ছবিটি তাঁকে পরিচালক হিসেবে সর্বাধিক খ্যাতি দিয়েছে। পরমব্রতর পরবর্তী ভেঞ্চার 'বনি'। কল্পবিজ্ঞানের উপর ভিত্তি করে তৈরি এই ছবিতে পরিচালনার পাশাপাশি পরমকে অভিনয় করতেও দেখা যাবে।

এভাবেই এগিয়ে যান পরমব্রত চ্য়াটার্জি। নতুন নতুন অবতারে দর্শককে সারপ্রাইজ় করতে থাকুন তিনি। শুভেচ্ছা রইল ETV ভারত সিতারার।

কলকাতা : 'হেমলক সোসাইটি', 'চতুষ্কোণ' বা 'সমান্তরাল'-এর মতো ছবিতে পরমব্রতর অভিনয় মনে রেখে দেবে সিনেমাপ্রেমী দর্শক। শুধু টলিউডই নয়, বলিউডেও বেশ কয়েকটি চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন এই অভিনেতা। তার মধ্যে অন্যতম 'কাহানি' বা 'পরী'-র মতো ছবি। জাতীয় স্তরেও সমালোচক ও দর্শকের মন কেড়েছেন পরমব্রত।

পরমব্রতর জন্মদিনে বিশেষ প্যাকেজ

বাংলা ছবির জগতে পরিচালক পরমব্রতর অবদান অবশ্যই উল্লেখ করতে হয়। তাঁর পরিচালিত প্রথম ছবি 'জিও কাকা'। এরপর একে একে 'হাওয়া বদল', 'লড়াই'-এর মতো ছবি উপহার দিয়েছেন পরম। তবে সম্প্রতি তাঁর 'সোনার পাহাড়' ছবিটি তাঁকে পরিচালক হিসেবে সর্বাধিক খ্যাতি দিয়েছে। পরমব্রতর পরবর্তী ভেঞ্চার 'বনি'। কল্পবিজ্ঞানের উপর ভিত্তি করে তৈরি এই ছবিতে পরিচালনার পাশাপাশি পরমকে অভিনয় করতেও দেখা যাবে।

এভাবেই এগিয়ে যান পরমব্রত চ্য়াটার্জি। নতুন নতুন অবতারে দর্শককে সারপ্রাইজ় করতে থাকুন তিনি। শুভেচ্ছা রইল ETV ভারত সিতারার।

Intro:Body:

হ্যাপি বার্থডে পরমব্রত





কলকাতা : টলিউডের মাল্টিট্যালেন্টেড অভিনেতা বলতে একজনের নামই মাথায় আসে। তিনি পরমব্রত চ্যাটার্জি। তাঁকে মাল্টিট্যালেন্টেড বলার কারণ, অভিনয়ের পাশাপাশি তিনি একজন পরিচালক ও গায়কও বটে। আজ এই অভিনেতার 39 তম জন্মদিন।



'হেমলক সোসাইটি', 'চতুষ্কোণ' বা 'সমান্তরাল'-এর মতো ছবিতে পরমব্রতর অভিনয় মনে রেখে দেবে সিনেমাপ্রেমী দর্শক। শুধু টলিউডই নয়, বলিউডেও বেশ কয়েকটি চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন এই অভিনেতা। তার মধ্যে অন্যতম 'কাহানি' বা 'পরী'-র মতো ছবি। জাতীয় স্তরেও সমালোচক ও দর্শকের মন কেড়েছেন পরমব্রত।



বাংলা ছবির জগতে পরিচালক পরমব্রতর অবদান অবশ্যই উল্লেখ করতে হয়। তাঁর পরিচালিত প্রথম ছবি 'জিও কাকা'। এরপর একে একে 'হাওয়া বদল', 'লড়াই'-এর মতো ছবি উপহার দিয়েছেন পরম। তবে সম্প্রতি তাঁর 'সোনার পাহাড়' ছবিটি তাঁকে পরিচালক হিসেবে সর্বাধিক খ্যাতি দিয়েছে। পরমব্রতর পরবর্তী ভেঞ্চার 'বনি'। কল্পবিজ্ঞানের উপর ভিত্তি করে তৈরি এই ছবিতে পরিচালনার পাশাপাশি পরমকে অভিনয় করতেও দেখা যাবে।



এভাবেই এগিয়ে যান পরমব্রত চ্য়াটার্জি। নতুন নতুন অবতারে দর্শককে সারপ্রাইজ় করতে থাকুন তিনি। শুভেচ্ছা রইল ETV ভারত সিতারার।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.