ETV Bharat / sitara

কোরোনা পরিস্থিতির জন্য পিছিয়ে গেল অস্কারের অনুষ্ঠান - Oscars postponed to April

আগামী বছর ফেব্রুয়ারি থেকে অস্কার অনুষ্ঠান পিছিয়ে 25 এপ্রিল করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাকাডেমি কর্তৃপক্ষ । পিছিয়ে গিয়েছে BAFTA অ্যাওয়ার্ডও ।

োে্
োে্
author img

By

Published : Jun 17, 2020, 10:26 AM IST

লস অ্যাঞ্জেলস : কোরোনা পরিস্থিতির জেরে পিছিয়ে গেল 2021 সালের অস্কার অনুষ্ঠান । সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় অস্কার । কিন্তু, আগামী বছর ফেব্রুয়ারি থেকে এই অনুষ্ঠান পিছিয়ে 25 এপ্রিল করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাকাডেমি কর্তৃপক্ষ ।

প্রতি বছর ফেব্রুয়ারিতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে । কিন্তু, কোরোনা পরিস্থিতির জেরে এখন কোনও কিছুই নির্দিষ্ট সময় করা একেবারেই সম্ভব হচ্ছে না । আর সেই কারণেই অস্কার অনুষ্ঠান পিছিয়ে তা এপ্রিলে করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ । অনুষ্ঠানের আগে মনোনীত ছবির তালিকা প্রকাশ করে অ্যাকাডেমি । আগামী বছর চূড়ান্ত মনোনয়নের তালিকা ঘোষণা করা হবে 15 মার্চ । অনুষ্ঠানের তারিখ পিছিয়ে দেওয়ার পাশাপাশি নিজেদের নিয়মের বেশ কিছু বদল এনেছে অস্কার কমিটি । কথা ছিল মুক্তি পাওয়া ছবির এন্ট্রি করা যাবে 2020-র 31 ডিসেম্বর পর্যন্ত । কিন্তু, সেই সময়সীমা বাড়িয়ে 28 ফেব্রুয়ারি করা হয়েছে । এছাড়া প্রতিযোগিতায় অংশ নিতে পারবে থিয়েটারের পাশাপাশি অনলাইনে প্রিমিয়ার হওয়া ছবিও ।

তবে শুধু অস্কারই নয় । পিছিয়ে গিয়েছে BAFTA (ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস) অ্যাওয়ার্ডও । 2021-এর 14 ফেব্রুয়ারির পরিবর্তে 11 এপ্রিল আয়োজিত হবে এই অনুষ্ঠান ।

আসলে কোরোনা সংক্রমণ ঠেকাতে জারি হয়েছিল লকডাউন । তার জেরে হল বন্ধ থাকায় মুক্তি পায়নি একাধিক ছবি । পিছিয়ে গিয়েছে ছবি মুক্তির তারিখ । এর জন্যই পিছিয়ে দেওয়া হয়েছে এই দুটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানও ।

লস অ্যাঞ্জেলস : কোরোনা পরিস্থিতির জেরে পিছিয়ে গেল 2021 সালের অস্কার অনুষ্ঠান । সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় অস্কার । কিন্তু, আগামী বছর ফেব্রুয়ারি থেকে এই অনুষ্ঠান পিছিয়ে 25 এপ্রিল করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাকাডেমি কর্তৃপক্ষ ।

প্রতি বছর ফেব্রুয়ারিতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে । কিন্তু, কোরোনা পরিস্থিতির জেরে এখন কোনও কিছুই নির্দিষ্ট সময় করা একেবারেই সম্ভব হচ্ছে না । আর সেই কারণেই অস্কার অনুষ্ঠান পিছিয়ে তা এপ্রিলে করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ । অনুষ্ঠানের আগে মনোনীত ছবির তালিকা প্রকাশ করে অ্যাকাডেমি । আগামী বছর চূড়ান্ত মনোনয়নের তালিকা ঘোষণা করা হবে 15 মার্চ । অনুষ্ঠানের তারিখ পিছিয়ে দেওয়ার পাশাপাশি নিজেদের নিয়মের বেশ কিছু বদল এনেছে অস্কার কমিটি । কথা ছিল মুক্তি পাওয়া ছবির এন্ট্রি করা যাবে 2020-র 31 ডিসেম্বর পর্যন্ত । কিন্তু, সেই সময়সীমা বাড়িয়ে 28 ফেব্রুয়ারি করা হয়েছে । এছাড়া প্রতিযোগিতায় অংশ নিতে পারবে থিয়েটারের পাশাপাশি অনলাইনে প্রিমিয়ার হওয়া ছবিও ।

তবে শুধু অস্কারই নয় । পিছিয়ে গিয়েছে BAFTA (ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস) অ্যাওয়ার্ডও । 2021-এর 14 ফেব্রুয়ারির পরিবর্তে 11 এপ্রিল আয়োজিত হবে এই অনুষ্ঠান ।

আসলে কোরোনা সংক্রমণ ঠেকাতে জারি হয়েছিল লকডাউন । তার জেরে হল বন্ধ থাকায় মুক্তি পায়নি একাধিক ছবি । পিছিয়ে গিয়েছে ছবি মুক্তির তারিখ । এর জন্যই পিছিয়ে দেওয়া হয়েছে এই দুটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানও ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.