ETV Bharat / sitara

Jai Bhim In Oscar Nominations : অস্কারের মঞ্চে মনোনয়ন পেতে পারে ভারতীয় ছবি 'জয় ভীম' - Jai Bhim In Oscar Nominations

অস্কার পুরস্কারের জন্য মনোনয়ন পেতে পারে ভারতীয় ছবি 'জয় ভীম' (Jai Bhim in oscars Best Picture category ) ৷ আশা জাগাল রটেন টমেটোসের এডিটর জ্যাকলিন কোলির একটি টুইট ৷

Jai Bhim In Oscar Nominations
অস্কারের মঞ্চে মনোনয়ন পেতে পারে ভারতীয় ছবি 'জয় ভীম'
author img

By

Published : Feb 8, 2022, 3:11 PM IST

চেন্নাই, 8 ফেব্রুয়ারি : রটেন টমেটোসের এডিটর জ্যাকলিন কোলির একটি টুইট অনেকখানি আশা বাড়িয়ে দিয়েছে পরিচালক জ্ঞানভেলের কোর্টরুম ড্রামা 'জয় ভীম'-এর জন্য ৷ মঙ্গলবার বিকেলের দিকে নাম ঘোষিত হবে অস্কার পুরস্কারের দৌড়ে থাকা ছবিগুলির ৷ সেই তালিকায় বড় চমক হিসাবে স্থান পেতে পারে দক্ষিণী পরিচালক জ্ঞানভেলের 'জয় ভীম' (Jai Bhim in oscars Best Picture category) ৷

94তম অ্যাকাডেমি অ্য়াওয়ার্ডসের নমিনেশন পাওয়া ছবিগুলির তালিকা সামনে আসার কয়েক ঘণ্টা আগে কীভাবে এতখানি আশা জেগে উঠল এই ছবিকে নিয়ে ? আসলে নিউ ইয়র্ক টাইমস পুরস্কারের সিজন কলামনিস্ট কাইল বুকানন টুইটের মাধ্যমে জ্যাকলিনকে প্রশ্ন করেছিলেন, "কোন অস্কার মনোনয়ন আগামীকাল সকালে আপনাকে সবচেয়ে বেশি চমকে দিতে পারে?" তার উত্তরে জ্য়াকলিন লেখেন,"সেরা ছবির জন্য জয় ভীম ৷ এক্ষেত্রে আমায় বিশ্বাস করতে পার ৷"

জয় ভীমের সহ-প্রযোজক রাজশেখর কর্পুরসুন্দর পান্ডিয়ান, কোলির টুইটের জবাব দিয়েছেন। কোলির টুইটের উদ্ধৃতি দিয়ে, রাজশেখর বলেছেন, "আপনাকে ধন্যবাদ, এটি আমাদের কাছে অনেক বড় পাওয়া !"এই টুইট সামনে আসার আশায় বুক বাঁধতে শুরু করেছে সিনেপ্রেমী ভারতীয়রা ৷ শুধু 'জয় ভীম' নয় এছাড়া আরও একটি দক্ষিণী ছবিরও মনোনয়ন পাওয়ার সুযোগ রয়েছে ৷ পরিচালক প্রিয়দর্শনের মালায়ালাম ছবি 'মারাক্কার: আরবিকাদালিন্তে সিংহাম (মারক্কার: আরব সাগরের সিংহ)'-ও দৌড়ে রয়েছে বলেই মনে করছেন অনেকে ৷

আরও পড়ুন : সামনে এল বিগ বির নতুন ছবি 'ঝুন্ড'-এর টিজার, কৌতূহল জিইয়ে রাখলেন নাগরাজ

এর আগেও অ্যাকাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্থান পেয়েছিল জয় ভীম ছবির অংশবিশেষ ৷ এবারের অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে 27 মার্চ ৷ ছবির মনোনয়নের জন্য সময় দেওয়া হয়েছিল 27 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি অবধি ৷ সমস্ত বিশ্বের মোট 276টি ছবি সুযোগ পেতে চলেছে এই প্রতিযোগিতায় ৷

চেন্নাই, 8 ফেব্রুয়ারি : রটেন টমেটোসের এডিটর জ্যাকলিন কোলির একটি টুইট অনেকখানি আশা বাড়িয়ে দিয়েছে পরিচালক জ্ঞানভেলের কোর্টরুম ড্রামা 'জয় ভীম'-এর জন্য ৷ মঙ্গলবার বিকেলের দিকে নাম ঘোষিত হবে অস্কার পুরস্কারের দৌড়ে থাকা ছবিগুলির ৷ সেই তালিকায় বড় চমক হিসাবে স্থান পেতে পারে দক্ষিণী পরিচালক জ্ঞানভেলের 'জয় ভীম' (Jai Bhim in oscars Best Picture category) ৷

94তম অ্যাকাডেমি অ্য়াওয়ার্ডসের নমিনেশন পাওয়া ছবিগুলির তালিকা সামনে আসার কয়েক ঘণ্টা আগে কীভাবে এতখানি আশা জেগে উঠল এই ছবিকে নিয়ে ? আসলে নিউ ইয়র্ক টাইমস পুরস্কারের সিজন কলামনিস্ট কাইল বুকানন টুইটের মাধ্যমে জ্যাকলিনকে প্রশ্ন করেছিলেন, "কোন অস্কার মনোনয়ন আগামীকাল সকালে আপনাকে সবচেয়ে বেশি চমকে দিতে পারে?" তার উত্তরে জ্য়াকলিন লেখেন,"সেরা ছবির জন্য জয় ভীম ৷ এক্ষেত্রে আমায় বিশ্বাস করতে পার ৷"

জয় ভীমের সহ-প্রযোজক রাজশেখর কর্পুরসুন্দর পান্ডিয়ান, কোলির টুইটের জবাব দিয়েছেন। কোলির টুইটের উদ্ধৃতি দিয়ে, রাজশেখর বলেছেন, "আপনাকে ধন্যবাদ, এটি আমাদের কাছে অনেক বড় পাওয়া !"এই টুইট সামনে আসার আশায় বুক বাঁধতে শুরু করেছে সিনেপ্রেমী ভারতীয়রা ৷ শুধু 'জয় ভীম' নয় এছাড়া আরও একটি দক্ষিণী ছবিরও মনোনয়ন পাওয়ার সুযোগ রয়েছে ৷ পরিচালক প্রিয়দর্শনের মালায়ালাম ছবি 'মারাক্কার: আরবিকাদালিন্তে সিংহাম (মারক্কার: আরব সাগরের সিংহ)'-ও দৌড়ে রয়েছে বলেই মনে করছেন অনেকে ৷

আরও পড়ুন : সামনে এল বিগ বির নতুন ছবি 'ঝুন্ড'-এর টিজার, কৌতূহল জিইয়ে রাখলেন নাগরাজ

এর আগেও অ্যাকাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্থান পেয়েছিল জয় ভীম ছবির অংশবিশেষ ৷ এবারের অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে 27 মার্চ ৷ ছবির মনোনয়নের জন্য সময় দেওয়া হয়েছিল 27 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি অবধি ৷ সমস্ত বিশ্বের মোট 276টি ছবি সুযোগ পেতে চলেছে এই প্রতিযোগিতায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.