ETV Bharat / sitara

Prakash Raj : 11তম বিবাহবার্ষিকীতে কেন আবার বিয়ে করলেন প্রকাশ রাজ ? - পোনি ভার্মা

বিয়ের পর 11 বছর কাটিয়ে ফেললেন প্রকাশ রাজ (Prakash Raj) ও পোনি ভার্মা (Pony Verma)৷ বিবাহবার্ষিকীতে (Wedding Anniversary) ফের বিয়ে করলেন তাঁরা ৷ ছেলে-মেয়ে ও কাছের মানুষদের সাক্ষী রেখে হল সেলিব্রেশন ৷

on-11th-wedding-anniversary-prakash-raj-marries-wife-pony-verma-again
11তম বিবাহবার্ষিকীতে আবার বিয়ে করলেন প্রকাশ রাজ
author img

By

Published : Aug 25, 2021, 5:21 PM IST

Updated : Aug 25, 2021, 5:26 PM IST

হায়দরাবাদ, 25 অগস্ট : 11তম বিবাহবার্ষিকীতেই (Wedding Anniversary) আবার বিয়ে করলেন অভিনেতা-রাজনীতিক প্রকাশ রাজ (Prakash Raj)৷ না, অন্য কারওকে নয় ৷ নিজের স্ত্রী পোনি ভার্মাকে (Pony Verma) ফের বিয়ে করলেন তিনি ৷ এই বিশেষ দিনের সেলিব্রেশনে তাঁদের পাশে ছিলেন ভালবাসার মানুষজন ৷ সেই সেলিব্রেশনের ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রকাশ ৷

টুইটারে বিবাহবার্ষিকী পালনের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন ৷ আর ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন স্ত্রীর হাত ধরে কোমর দোলানোর ভিডিয়ো ৷ তবে এই বয়সে এসে আবার কেন বিয়ে করার ভাবনা তাঁর মাথায় এল ? 56 বছরের অভিনেতা তারও জবাব দিয়েছেন ছবির ক্যাপশনে ৷ তিনি লিখেছেন, "আজ রাতে আমরা আবার বিয়ে করেছি...কারণ আমাদের ছেলে বেদান্ত (Vedhant) তাঁর পরিবারের এই সুন্দর মুহূর্তটা দেখতে চেয়েছিল ৷"

আরও পড়ুন: Kuttey : "কুত্তে"র টিজ়ার বিশাল ভরদ্বাজের ইন্সটাগ্রামে, বছর শেষে শুটিং শুরু

ছবিতে বেদান্ত ছাড়াও দেখা গিয়েছে প্রকাশের দুই কন্যাকে ৷ প্রকাশ রাজ ও তাঁর প্রথম পক্ষের স্ত্রী ললিতার কুমারির (Lalitha Kumari) দুই সন্তান মেঘনা ও পূজা ৷ 2009 সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয় ৷ এরপর 2010 সালে পোনি ভার্মার সঙ্গে বিয়ে করেন প্রকাশ ৷

আরও পড়ুন : Tom Cruise: আশা ভোঁসলের রেস্তোরাঁয় 2 বার চিকেন টিক্কা মশলা অর্ডার করলেন টম ক্রুজ

বিবাহবার্ষিকীর একটি ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করেছেন পোনিও ৷ সেই ভিডিয়ো হল প্রকাশ ও তাঁর জীবনের সুন্দর মুহূর্তগুলির কোলাজ ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "11 বছর এবং এখনও আমরা একে-অপরকে মেরে ফেলিনি ৷ একজন অচেনা মানুষ থেকে সে এখন আমার জীবনের সবকিছু !!!"

আরও পড়ুন: Sreelekha Mitra: ডেটের লোভেই দত্তক শশাঙ্কের ? কুকুরের মৃত্যুতে চোখের জলে নিজেকেই দুষলেন শ্রীলেখা

দক্ষিণি ফিল্ম ছাড়াও বলিউডেও চুটিয়ে অভিনয় করেন প্রকাশ রাজ ৷ তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে দর্শকদের ৷ সম্প্রতি তামিল অ্যান্থোলজি নবসরাতে দেখা গিয়েছে তাঁকে ৷ তবে ব্যস্ত এই অভিনেতা সক্রিয় রয়েছেন রাজনীতিতেও ৷ সম্প্রতি তিনি ঘোষণা করেছেন যে, তেলুগু ফিল্মের জগতের শীর্ষ সংস্থা মুভি আর্টিস্টস অ্যাসোসিয়েশনের (Movie Artists Association) নির্বাচনে অংশগ্রহণ করবেন তিনি ৷ সামনের মাসে সংস্থার সভাপতি পদ দখলের লড়াইয়ে নামছেন তিনি ৷ তাঁর প্যানেল সদস্য হিসেবে 36টি নামও ঘোষণা করেছেন তিনি ৷

আরও পড়ুন: Srabanti Chatterjee : উত্তেজক পোশাক, হাতে পানীয়ের গ্লাস; মালদ্বীপ সফরের ছবি পোস্ট শ্রাবন্তীর

হায়দরাবাদ, 25 অগস্ট : 11তম বিবাহবার্ষিকীতেই (Wedding Anniversary) আবার বিয়ে করলেন অভিনেতা-রাজনীতিক প্রকাশ রাজ (Prakash Raj)৷ না, অন্য কারওকে নয় ৷ নিজের স্ত্রী পোনি ভার্মাকে (Pony Verma) ফের বিয়ে করলেন তিনি ৷ এই বিশেষ দিনের সেলিব্রেশনে তাঁদের পাশে ছিলেন ভালবাসার মানুষজন ৷ সেই সেলিব্রেশনের ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রকাশ ৷

টুইটারে বিবাহবার্ষিকী পালনের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন ৷ আর ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন স্ত্রীর হাত ধরে কোমর দোলানোর ভিডিয়ো ৷ তবে এই বয়সে এসে আবার কেন বিয়ে করার ভাবনা তাঁর মাথায় এল ? 56 বছরের অভিনেতা তারও জবাব দিয়েছেন ছবির ক্যাপশনে ৷ তিনি লিখেছেন, "আজ রাতে আমরা আবার বিয়ে করেছি...কারণ আমাদের ছেলে বেদান্ত (Vedhant) তাঁর পরিবারের এই সুন্দর মুহূর্তটা দেখতে চেয়েছিল ৷"

আরও পড়ুন: Kuttey : "কুত্তে"র টিজ়ার বিশাল ভরদ্বাজের ইন্সটাগ্রামে, বছর শেষে শুটিং শুরু

ছবিতে বেদান্ত ছাড়াও দেখা গিয়েছে প্রকাশের দুই কন্যাকে ৷ প্রকাশ রাজ ও তাঁর প্রথম পক্ষের স্ত্রী ললিতার কুমারির (Lalitha Kumari) দুই সন্তান মেঘনা ও পূজা ৷ 2009 সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয় ৷ এরপর 2010 সালে পোনি ভার্মার সঙ্গে বিয়ে করেন প্রকাশ ৷

আরও পড়ুন : Tom Cruise: আশা ভোঁসলের রেস্তোরাঁয় 2 বার চিকেন টিক্কা মশলা অর্ডার করলেন টম ক্রুজ

বিবাহবার্ষিকীর একটি ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করেছেন পোনিও ৷ সেই ভিডিয়ো হল প্রকাশ ও তাঁর জীবনের সুন্দর মুহূর্তগুলির কোলাজ ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "11 বছর এবং এখনও আমরা একে-অপরকে মেরে ফেলিনি ৷ একজন অচেনা মানুষ থেকে সে এখন আমার জীবনের সবকিছু !!!"

আরও পড়ুন: Sreelekha Mitra: ডেটের লোভেই দত্তক শশাঙ্কের ? কুকুরের মৃত্যুতে চোখের জলে নিজেকেই দুষলেন শ্রীলেখা

দক্ষিণি ফিল্ম ছাড়াও বলিউডেও চুটিয়ে অভিনয় করেন প্রকাশ রাজ ৷ তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছে দর্শকদের ৷ সম্প্রতি তামিল অ্যান্থোলজি নবসরাতে দেখা গিয়েছে তাঁকে ৷ তবে ব্যস্ত এই অভিনেতা সক্রিয় রয়েছেন রাজনীতিতেও ৷ সম্প্রতি তিনি ঘোষণা করেছেন যে, তেলুগু ফিল্মের জগতের শীর্ষ সংস্থা মুভি আর্টিস্টস অ্যাসোসিয়েশনের (Movie Artists Association) নির্বাচনে অংশগ্রহণ করবেন তিনি ৷ সামনের মাসে সংস্থার সভাপতি পদ দখলের লড়াইয়ে নামছেন তিনি ৷ তাঁর প্যানেল সদস্য হিসেবে 36টি নামও ঘোষণা করেছেন তিনি ৷

আরও পড়ুন: Srabanti Chatterjee : উত্তেজক পোশাক, হাতে পানীয়ের গ্লাস; মালদ্বীপ সফরের ছবি পোস্ট শ্রাবন্তীর

Last Updated : Aug 25, 2021, 5:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.