ETV Bharat / sitara

ম্যাজিক দেখে জ্বর এসে গিয়েছিল ঐন্দ্রিলার ! - magic

ম্যাজিককে কেন্দ্র করেই তৈরি 'ম্যাজিক' ছবিটি । ছবির জন্য তপব্রত চক্রবর্তীর থেকে টিপস নিচ্ছেন কলাকুশলীরা । এদিকে তপব্রতর ম্যাজিক দেখে তাঁর ফ্যান হয়ে গিয়েছেন ঐন্দ্রিলা ।

োে্
োে্
author img

By

Published : Aug 6, 2020, 10:29 PM IST

কলকাতা : তপব্রত চক্রবর্তী । কলকাতার তাবড় জাদুকররা তাঁকে চেনেন না এটা হতেই পারে না । জাদু ও মাইন্ড গেমে পারদর্শী তিনি । চোখে ধাঁধা লাগিয়ে দেওয়ার মতো খেলা দেখাতে পারেন তিনি । এবার তাঁর ফ্যান হয়ে উঠেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন ।

আজ থেকে শুরু হয়েছে অঙ্কুশ ও ঐন্দ্রিলা অভিনীত 'ম্যাজিক' ছবির শুটিং । আগামীকাল থেকে ফ্লোরে যাচ্ছেন ঐন্দ্রিলাও । এটিই তাঁদের প্রথম একসঙ্গে কাজ । আর এই ছবির মাধ্যমেই প্রথমবার বড় পরদায় নায়িকা হিসেবে দেখা যাবে ঐন্দ্রিলাকে । আজই সামনে এসেছে সিনেমার পোস্টার । সেখানে ঐন্দ্রিলাকে ম্যাজিকের মাধ্যমে শূন্যে ভাসিয়ে রাখতে দেখা গিয়েছে অঙ্কুশকে ।

asd
অঙ্কুশের সঙ্গে তপব্রত

আর যেখানে ম্যাজিককে কেন্দ্র করেই ছবিটি তৈরি হয়েছে সেখানে কোনও রিয়েল লাইফ ম্যাজিশিয়নের পরামর্শ না নিলে কখনও চলে ? এই ছবির জন্য তপব্রতর সাহায্য নিচ্ছেন তাঁরা । এ প্রসঙ্গে ঐন্দ্রিলা বলেন, "আমার কথাতেই অঙ্কুশ তপব্রতকে নিয়ে আসে বাড়িতে । তপব্রতর ম্যাজিক দেখে আমার তো অবস্থা খারাপ হয়ে গিয়েছিল । বাড়ি থেকে তপব্রত চলে যাওয়ার পর আমার জ্বর এসে গিয়েছিল । তার কারণ, ওঁকে নিয়ে আমি খুব ভেবেছি । কীভাবে ম্যাজিকগুলো করেন সেটাই আমি বুঝতে পারছিলাম না । আমার মাকে স্পর্শ করলে, অনুভূতি হচ্ছে আমার । অঙ্কুশের চশমা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেল । দুটো কার্ডকে একটা কার্ড বানিয়ে দিয়েছে । আমি খুব অবাক হয়েছি । আমি ওঁর ফ্যান হয়ে গিয়েছি । খুব সম্মান করি । মানুষটি যথেষ্ট সৎ । মাটির মানুষ এবং কোনও ঔদ্ধত্য নেই ।"

asd
তপব্রত চক্রবর্তী

'ম্যাজিক' ছবির ক্ষেত্রেও তপব্রতর থেকেই টিপস নেবেন অঙ্কুশ । এ প্রসঙ্গে ঐন্দ্রিলা বলেন, "তপব্রত খুব ভালো ছেলে । অঙ্কুশকে খুব ভালোবাসে । বলেছে, শুটিংয়েও চলে আসবে ।"

কলকাতা : তপব্রত চক্রবর্তী । কলকাতার তাবড় জাদুকররা তাঁকে চেনেন না এটা হতেই পারে না । জাদু ও মাইন্ড গেমে পারদর্শী তিনি । চোখে ধাঁধা লাগিয়ে দেওয়ার মতো খেলা দেখাতে পারেন তিনি । এবার তাঁর ফ্যান হয়ে উঠেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন ।

আজ থেকে শুরু হয়েছে অঙ্কুশ ও ঐন্দ্রিলা অভিনীত 'ম্যাজিক' ছবির শুটিং । আগামীকাল থেকে ফ্লোরে যাচ্ছেন ঐন্দ্রিলাও । এটিই তাঁদের প্রথম একসঙ্গে কাজ । আর এই ছবির মাধ্যমেই প্রথমবার বড় পরদায় নায়িকা হিসেবে দেখা যাবে ঐন্দ্রিলাকে । আজই সামনে এসেছে সিনেমার পোস্টার । সেখানে ঐন্দ্রিলাকে ম্যাজিকের মাধ্যমে শূন্যে ভাসিয়ে রাখতে দেখা গিয়েছে অঙ্কুশকে ।

asd
অঙ্কুশের সঙ্গে তপব্রত

আর যেখানে ম্যাজিককে কেন্দ্র করেই ছবিটি তৈরি হয়েছে সেখানে কোনও রিয়েল লাইফ ম্যাজিশিয়নের পরামর্শ না নিলে কখনও চলে ? এই ছবির জন্য তপব্রতর সাহায্য নিচ্ছেন তাঁরা । এ প্রসঙ্গে ঐন্দ্রিলা বলেন, "আমার কথাতেই অঙ্কুশ তপব্রতকে নিয়ে আসে বাড়িতে । তপব্রতর ম্যাজিক দেখে আমার তো অবস্থা খারাপ হয়ে গিয়েছিল । বাড়ি থেকে তপব্রত চলে যাওয়ার পর আমার জ্বর এসে গিয়েছিল । তার কারণ, ওঁকে নিয়ে আমি খুব ভেবেছি । কীভাবে ম্যাজিকগুলো করেন সেটাই আমি বুঝতে পারছিলাম না । আমার মাকে স্পর্শ করলে, অনুভূতি হচ্ছে আমার । অঙ্কুশের চশমা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গেল । দুটো কার্ডকে একটা কার্ড বানিয়ে দিয়েছে । আমি খুব অবাক হয়েছি । আমি ওঁর ফ্যান হয়ে গিয়েছি । খুব সম্মান করি । মানুষটি যথেষ্ট সৎ । মাটির মানুষ এবং কোনও ঔদ্ধত্য নেই ।"

asd
তপব্রত চক্রবর্তী

'ম্যাজিক' ছবির ক্ষেত্রেও তপব্রতর থেকেই টিপস নেবেন অঙ্কুশ । এ প্রসঙ্গে ঐন্দ্রিলা বলেন, "তপব্রত খুব ভালো ছেলে । অঙ্কুশকে খুব ভালোবাসে । বলেছে, শুটিংয়েও চলে আসবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.