ETV Bharat / sitara

Nusrat Yash: কাশ্মীরে যশের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো পোস্ট নুসরতের - নুসরত জাহানের ছবি

কাশ্মীরে যশ দাশগুপ্তের (Yash Dasgupta) সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো পোস্ট করলেন নুসরত জাহান (Nusrat Jahan) ৷ চিনেবাদাম ফিল্মের শুটিংয়ের জন্য এখন ভূস্বর্গে রয়েছেন যশ ৷ সঙ্গী হয়েছেন নুসরতও ৷

nusrat-jahan-spending-time-with-yash-dasgupta-in-kashmir
কাশ্মীরে যশের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো পোস্ট নুসরতের
author img

By

Published : Oct 27, 2021, 6:23 PM IST

কলকাতা, 27 অক্টোবর : অন্তঃসত্ত্বা হওয়া, ছেলের জন্ম দেওয়ার পরও যশ দাশগুপ্তের (Yash Dasgupta) সঙ্গে নিজের সম্পর্কের বিষয়ে নীরব থেকেছেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)৷ তবে এই গোটা সময়টায় তাঁর পাশে থাকতে দেখা গিয়েছে যশকেই ৷ সন্তানের নামের আদ্যক্ষর ওয়াই দিয়ে দেওয়া ও তাঁর জন্মশংসাপত্রে বাবা হিসেবে যশের নাম লেখার পর আর কোনও সংশয় থাকেনি ৷ নুসরত বুঝিয়ে দিয়েছেন তাঁর সন্তানের বাবা যশই ৷ তবে একসঙ্গে একফ্রেমে ভালবাসার কোনও অন্তরঙ্গ মুহূর্তের ছবি কখনও পোস্ট করতে দেখা যায়নি সেলিব্রিটি জুটিকে ৷ এ বার নিজের সোশ্যাল মিডিয়ায় কোনও রকম রাখঢাক না-রেখেই যশের সঙ্গে এক ফ্রেমে ধরা দিলেন অভিনেত্রী ৷ অনুরাগীদের জন্য উপহার দিলেন তাঁদের একটি মিষ্টি ভালবাসার মুহূর্তকে ৷

এক ফ্রেমে ধরা দিলেও সম্পূর্ণ নয়, আংশিক ভাবেই কাছাকাছি আসতে দেখা গেল নুসরত জাহান ও যশ দাশগুপ্তকে ৷ তৃণমূল সাংসদ তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন ৷ সেখানে দেখা যাচ্ছে, একটি পুরুষের হাতের উপর হাত বোলাচ্ছে এক মহিলার হাত ৷ ভিডিয়োর ক্যাপশনে লেখা, "টুগেদারনেস" অর্থাৎ একত্রে ৷ ব্যাকগ্রাউন্ডে বাজছে আমির খানের 'ফনা' ছবির জনপ্রিয় গান, "তেরে হাত মে মেরা হাত হ্যায় ৷"

আরও পড়ুন: Nusrat-Yash Marriage : বিয়ে করেছেন, যশের জন্মদিনে সেই বার্তাই দিলেন নুসরত ?

হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়েছে, ফেভারিট পার্সেন ৷ আর পোস্টটি যশ দাশগুপ্তকে ট্যাগ করেছেন অভিনেত্রী ৷ বুঝতে অসুবিধে হওয়ার কথা নয়, ভিডিয়োটিতে যশের হাতকেই আবেশে ভরিয়ে নিজের হাতের মুঠোয় এনেছেন নুসরত ৷ বর্তমানে কাশ্মীরে রয়েছেন এই সেলিব্রিটি জুটি ৷ এই ভিডিয়ো দেখে ভক্তদের ধারণা, ডাল লেকের জলে শিকারায় ভাসতে ভাসতে তাঁদের উপভোগ করা সুন্দর মুহূর্তই শেয়ার করেছেন তাঁরা ৷

এই পোস্ট দেখে অনেকেই বলছেন, তাহলে নুসরত ও যশ সরাসরি প্রকাশ্যে আনলেন তাঁদের ভালবাসা ৷ একজন কমেন্ট বক্সে লিখেছেন, "এ বার এটা অফিশিয়াল হল...অভিনন্দন ৷" তবে অনেকে আবার কটাক্ষ করতেও ছাড়েননি ৷ একজন যেমন লিখেছেন, এটা কি বিয়ে ? নাকি এটাও লিভ-ইন ?

আরও পড়ুন: Nusrat-Yash : ছেলের নাম ঈশান জে দাশগুপ্ত, জন্মের শংসাপত্রে নুসরতের সন্তানের পিতার পরিচয়

শিলাদিত্য মৌলিকের ছবি চিনে বাদাম-এর শ্যুটিং-এর জন্য এখন কাশ্মীরে রয়েছেন যশ । তবে ভূস্বর্গে তিনি নিয়ে গিয়েছেন নুসরত ও তাঁর ছেলেকেও ৷ কাজের মাঝেই চলছে মধুচন্দ্রিমা ৷ শুটিং-এর ব্যস্ততার ফাঁকেও নিজেরা কোয়ালিটি টাইম কাটাচ্ছেন যশ ও নুসরত ৷

আরও পড়ুন: Nusrat-Yash : হাতে হাত রেখে কলকাতা পৌরনিগমে যশরত; নিলেন করোনার টিকা

কলকাতা, 27 অক্টোবর : অন্তঃসত্ত্বা হওয়া, ছেলের জন্ম দেওয়ার পরও যশ দাশগুপ্তের (Yash Dasgupta) সঙ্গে নিজের সম্পর্কের বিষয়ে নীরব থেকেছেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)৷ তবে এই গোটা সময়টায় তাঁর পাশে থাকতে দেখা গিয়েছে যশকেই ৷ সন্তানের নামের আদ্যক্ষর ওয়াই দিয়ে দেওয়া ও তাঁর জন্মশংসাপত্রে বাবা হিসেবে যশের নাম লেখার পর আর কোনও সংশয় থাকেনি ৷ নুসরত বুঝিয়ে দিয়েছেন তাঁর সন্তানের বাবা যশই ৷ তবে একসঙ্গে একফ্রেমে ভালবাসার কোনও অন্তরঙ্গ মুহূর্তের ছবি কখনও পোস্ট করতে দেখা যায়নি সেলিব্রিটি জুটিকে ৷ এ বার নিজের সোশ্যাল মিডিয়ায় কোনও রকম রাখঢাক না-রেখেই যশের সঙ্গে এক ফ্রেমে ধরা দিলেন অভিনেত্রী ৷ অনুরাগীদের জন্য উপহার দিলেন তাঁদের একটি মিষ্টি ভালবাসার মুহূর্তকে ৷

এক ফ্রেমে ধরা দিলেও সম্পূর্ণ নয়, আংশিক ভাবেই কাছাকাছি আসতে দেখা গেল নুসরত জাহান ও যশ দাশগুপ্তকে ৷ তৃণমূল সাংসদ তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন ৷ সেখানে দেখা যাচ্ছে, একটি পুরুষের হাতের উপর হাত বোলাচ্ছে এক মহিলার হাত ৷ ভিডিয়োর ক্যাপশনে লেখা, "টুগেদারনেস" অর্থাৎ একত্রে ৷ ব্যাকগ্রাউন্ডে বাজছে আমির খানের 'ফনা' ছবির জনপ্রিয় গান, "তেরে হাত মে মেরা হাত হ্যায় ৷"

আরও পড়ুন: Nusrat-Yash Marriage : বিয়ে করেছেন, যশের জন্মদিনে সেই বার্তাই দিলেন নুসরত ?

হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়েছে, ফেভারিট পার্সেন ৷ আর পোস্টটি যশ দাশগুপ্তকে ট্যাগ করেছেন অভিনেত্রী ৷ বুঝতে অসুবিধে হওয়ার কথা নয়, ভিডিয়োটিতে যশের হাতকেই আবেশে ভরিয়ে নিজের হাতের মুঠোয় এনেছেন নুসরত ৷ বর্তমানে কাশ্মীরে রয়েছেন এই সেলিব্রিটি জুটি ৷ এই ভিডিয়ো দেখে ভক্তদের ধারণা, ডাল লেকের জলে শিকারায় ভাসতে ভাসতে তাঁদের উপভোগ করা সুন্দর মুহূর্তই শেয়ার করেছেন তাঁরা ৷

এই পোস্ট দেখে অনেকেই বলছেন, তাহলে নুসরত ও যশ সরাসরি প্রকাশ্যে আনলেন তাঁদের ভালবাসা ৷ একজন কমেন্ট বক্সে লিখেছেন, "এ বার এটা অফিশিয়াল হল...অভিনন্দন ৷" তবে অনেকে আবার কটাক্ষ করতেও ছাড়েননি ৷ একজন যেমন লিখেছেন, এটা কি বিয়ে ? নাকি এটাও লিভ-ইন ?

আরও পড়ুন: Nusrat-Yash : ছেলের নাম ঈশান জে দাশগুপ্ত, জন্মের শংসাপত্রে নুসরতের সন্তানের পিতার পরিচয়

শিলাদিত্য মৌলিকের ছবি চিনে বাদাম-এর শ্যুটিং-এর জন্য এখন কাশ্মীরে রয়েছেন যশ । তবে ভূস্বর্গে তিনি নিয়ে গিয়েছেন নুসরত ও তাঁর ছেলেকেও ৷ কাজের মাঝেই চলছে মধুচন্দ্রিমা ৷ শুটিং-এর ব্যস্ততার ফাঁকেও নিজেরা কোয়ালিটি টাইম কাটাচ্ছেন যশ ও নুসরত ৷

আরও পড়ুন: Nusrat-Yash : হাতে হাত রেখে কলকাতা পৌরনিগমে যশরত; নিলেন করোনার টিকা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.