ETV Bharat / sitara

ইচ্ছে হলে আপনার মুখে ঘুষিও মারতে পারেন নুসরত - নুসরত জাহানের খবর

নুসরত সুন্দর হতে পারেন, দয়ালু হতে পারেন, আবার সেই নুসরতই কিন্তু ইচ্ছে হলে বা প্রয়োজন হলে ঘুষিও মারতে পারেন । শুধু নুসরত কেন, এই সময়ের সব নারীই কমবেশি এমন ।

nusrat jahan hits back to netizens
nusrat jahan hits back to netizens
author img

By

Published : Dec 17, 2020, 8:28 PM IST

কলকাতা : মাঝেমধ্যেই সোশাল মিডিয়ায় বেশ কড়া কথা বলেন নুসরত । তবে সরাসরি নয়, নুসরতের নিজস্ব স্টাইলে । অত্যন্ত বুদ্ধি খাটিয়ে পাঠকের মনে জায়গা করে নেন তিনি ।

প্রত্যেকদিন অভিনেত্রীকে নিয়ে হাজার হাজার মানুষ ট্রোল করেন, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা করেন । তবে সেসবে যে নুসরত পাত্তা দেন না, তা তিনি অত্যন্ত সূক্ষ্মভাবে বুঝিয়ে দেন নিজের সোশাল মিডিয়া পোস্টে ।

আজ আবার একই রাস্তায় হাঁটলেন নুসরত । নিজের একটি ছবি শেয়ার করে অভিনেত্রী লিখলেন, "সে সুন্দর, সে দয়ালু...কিন্তু প্রয়োজনে সে তোমার মুখে ঘুষিও মারতে পারে ।"

হালকা গোলাপি রঙের ফ্লোরাল টপ এবং পালাজ়ো পরে খোলা চুলে নুসরত মন দিয়েছেন বইয়ের পাতায় । আপাত দৃষ্টিতে একটা সাধারণ পোস্ট মনে হলেও, তাঁর এই ক্যাপশন অনেক না বলা কথা বুঝিয়ে দেয় ।

দেখে নিন নুসরতের পোস্ট..

কলকাতা : মাঝেমধ্যেই সোশাল মিডিয়ায় বেশ কড়া কথা বলেন নুসরত । তবে সরাসরি নয়, নুসরতের নিজস্ব স্টাইলে । অত্যন্ত বুদ্ধি খাটিয়ে পাঠকের মনে জায়গা করে নেন তিনি ।

প্রত্যেকদিন অভিনেত্রীকে নিয়ে হাজার হাজার মানুষ ট্রোল করেন, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা করেন । তবে সেসবে যে নুসরত পাত্তা দেন না, তা তিনি অত্যন্ত সূক্ষ্মভাবে বুঝিয়ে দেন নিজের সোশাল মিডিয়া পোস্টে ।

আজ আবার একই রাস্তায় হাঁটলেন নুসরত । নিজের একটি ছবি শেয়ার করে অভিনেত্রী লিখলেন, "সে সুন্দর, সে দয়ালু...কিন্তু প্রয়োজনে সে তোমার মুখে ঘুষিও মারতে পারে ।"

হালকা গোলাপি রঙের ফ্লোরাল টপ এবং পালাজ়ো পরে খোলা চুলে নুসরত মন দিয়েছেন বইয়ের পাতায় । আপাত দৃষ্টিতে একটা সাধারণ পোস্ট মনে হলেও, তাঁর এই ক্যাপশন অনেক না বলা কথা বুঝিয়ে দেয় ।

দেখে নিন নুসরতের পোস্ট..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.