কলকাতা, 2 সেপ্টেম্বর : তাঁর সন্তানসম্ভবা হওয়ার খবর প্রকাশ্যে আসা থেকেই শুরু হয়েছে জোর জল্পনা ৷ টলি অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানের (Nusrat Jahan) সন্তানের বাবা কে ? তাঁর একসময়ের লিভ-ইন পার্টনার নিখিল জৈন (Nikhil Jain)? নাকি অভিনেত্রীর বর্তমান বয়ফ্রেন্ড যশ দাশগুপ্ত (Yash Dasgupta)? গর্ভবতী থাকাকালীন এমনকী সন্তানের জন্মের পরও এই প্রশ্নগুলির জবাব মেলেনি অভিনেত্রীর থেকে ৷ পুত্রসন্তান তাঁরই পরিচয়ে বড় হবে বলে ইঙ্গিত মিলেছে ৷ তবে এ বার কি ধীরে ধীরে ছেলের বাবার নাম প্রকাশ্যে আনতে চাইছেন নুসরত ? তাঁর সাম্প্রতিক পোস্টে সেই ইঙ্গিতই মিলেছে ৷
গত বৃহস্পতিবার পার্ক স্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন নুসরত জাহান ৷ সোমবার ছেলেকে নিয়ে তিনি বাড়ি ফিরেছেন ৷ ছেলের জন্মের পর ইনস্টাগ্রামে প্রথম পোস্টে পুরনো একটি ছবি শেয়ার করেছিলেন ৷ পুরনো কোনও ফটোশ্যুটের ছবি বলেই সেটা মনে হয়েছে ৷ তবে এ বার তিনি নতুন যে ছবিটি পোস্ট করেছেন, তাতে নুসরতের চোখেমুখে ধরা পড়েছে মাতৃত্বের জেল্লা ৷ হাল্কা মেকআপে ঠোঁটে সামান্য লিপস্টিক থাকলেও, চোখে কাজল নেই ৷ খোলা চুল ৷ আর পরনে সাদা-কালো স্ট্রাইপ করা শার্ট ৷
আরও পড়ুন: Pori Moni: বাড়ি ছাড়ার নোটিস জেলফেরত পরীমণিকে, সমব্যথী তসলিমা
তবে ছবির থেকেও নেট নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করেছে ছবির ক্যাপশন ৷ সেখানে নুসরত লিখেছেন, "যাঁদের পরামর্শ নেন না, তাঁদের সমালোচনাকেও পাত্তা দেবেন না...৷" এটি লেখার পর নিউরোল, নিউমমিলাইফ ও নিউলুক বলে হ্যাশট্যাগ দিয়েছেন তৃণমূল সাংসদ ৷ আর শেষে লিখেছেন, "ছবি সৌজন্য : ড্যাডি ৷"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এই প্রথম তাঁর সন্তানের বাবার কথা উল্লেখ করলেন নুসরত জাহান ৷ নাম না-করলেও তিনি জানিয়ে দিলেন, সদ্য মা হওয়া অভিনেত্রীর নয়া লুকের ছবিটি তুলেছেন তাঁর সন্তানের পিতা ৷ নুসরতের এই স্বীকারোক্তি থেকেই দুয়ে দুয়ে চার করেছেন নেট নাগরিকরা ৷
আরও পড়ুন: Actor Sidharth Shukla dead : হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লা
অন্তঃসত্ত্বা অভিনেত্রীকে বাইরে খেতে নিয়ে যাওয়া, তাঁর যত্ন-আত্তি করা, তাঁকে হাসপাতালে ভর্তি করা, সন্তানের জন্মের সময় সারাদিন সেখানে উপস্থিত থাকা, সদ্যোজাতকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বেরনো, গাড়ি চালিয়ে মা-সন্তানকে নিয়ে বাড়ি ফেরা - এই সব ক্ষেত্রে দেখা গিয়েছে একজনকেই ৷ নুসরতের চর্চিত বয়ফ্রেন্ড যশ দাশগুপ্ত ৷ কাজেই সাদা চোখে তাঁকে ছাড়া নুসরতের বাবা হিসেবে আর কারও নাম মাথায় আসছে না নেট নাগরিকদের ৷ অনেকেই কমেন্ট বক্সে লিখেছেন, নুসরতের ছেলের বাবা যশই ৷ সরাসরি অভিনেত্রী সেটা নিজে মুখেই বলুন, এটাই চাইছেন নেট নাগরিকরা ৷ নুসরত আজ সন্তানের ড্যাডির কথা উল্লেখ করেছেন ৷ এ বার কি তিনি ড্যাডির নামও জানাবেন ? সেই অপেক্ষায় নেটিজেনরা ৷
আরও পড়ুন: Sidharth Shukla: সিদ্ধার্থ শুক্লার মৃত্যু অবিশ্বাস্য ! মর্মাহত বলিউড