ETV Bharat / sitara

শ্যুটিংয়ের পোশাকেই স্পষ্ট বেবি বাম্প, নিজের উপর বিশ্বাস রাখার বার্তা নুসরতের - বেবি বাম্পের ছবি

আবারও প্রকাশ্যে এল নুসরত জাহানের (Nusrat Jahan) বেবি বাম্প (Baby Bump) ৷ শ্যুটিংয়ের ফাঁকে তিনি নিজের একটি ছবি পোস্ট করেছেন ৷ আকাশি কাফতান পরা সেই ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে বেবি বাম্প ৷

nusrat jahan glows in sky kaftaan in her new baby bump pics
শ্যুটিং-এর পোশাকেই স্পষ্ট বেবি বাম্প, "ছেলে হবে নুসরতের"
author img

By

Published : Jun 25, 2021, 4:55 PM IST

কলকাতা, 25 জুন : বিয়ে নিয়ে বিতর্ক, সন্তানের পিতৃ পরিচয় নিয়ে বিতর্ক - বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না অভিনেত্রী নুসরত জাহানের (Nusrat Jahan) ৷ তবে সে সব কিছুকে থোড়াই কেয়ার ! নুসরত আছেন নিজের ছন্দেই ৷ শ্যুটিং করছেন ৷ রোজ নিয়ম করে নিজের ছবি-ভিডিয়ো পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায় ৷ সন্তানের আগমন নিয়ে মুখ না-খুললেও, প্রকাশ্যে এসেছে তাঁর বেবি বাম্পের ছবি ৷ আবারও নিজের একটি ছবি পোস্ট করেছেন তৃণমূল সাংসদ ৷ যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে তাঁর বেবি বাম্প (Baby Bump) ৷ আর তাঁর চোখ-মুখ যেন মাতৃত্বের আভায় আরও উজ্জ্বল হয়ে উঠেছে ৷

শুক্রবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে তিনটি ছবি পোস্ট করেছেন নুসরত জাহান ৷ একটি আকাশি কাফতানে তিনি সেখানে ধরা দিয়েছেন মোহময়ী রূপে ৷ চুলে গোঁজা সাদা ফুল তাঁর স্নিগ্ধতা আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে ৷ সবুজে ঘেরা এক বাগানে দাঁড়িয়ে রয়েছেন তিনি ৷ ছবিতে তাঁর বেবি বাম্প বেশ ভালো ভাবেই নজরে এসেছে ৷ পোস্টটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "শ্যুট টাইম...ব্লসম অ্যান্ড ব্লুম...৷"

nusrat jahan glows in sky kaftaan in her new baby bump pics
শ্যুটিং-এর পোশাকেই স্পষ্ট বেবি বাম্প, "ছেলে হবে নুসরতের"

আরও পড়ুন: গাছে প্রাণের স্পন্দন খুঁজছেন নুসরত; 'দুশ্চরিত্র মেয়ে', থামছে না ট্রোল

অনেকে তো আবার এই ছবি দেখে ভবিষ্যদ্বাণীও করে ফেলেছেন ৷ একজন ভক্ত কমেন্টে লিখেছেন, "আপনার ছেলে হবে ৷" তবে নুসরতের সন্তানের পিতৃপরিচয় নিয়ে যে নেট নাগরিকদের কৌতূহল এখনও কাটেনি, তা বোঝা যায় বিভিন্ন কমেন্টে ৷ কেউ জিজ্ঞেস করেছেন, "আপনার রিলেশনশিপ স্টেটাস কী ?" আবার কেউ লিখেছেন, "আপনার যে সন্তান আসতে চলেছে, তার বাবা কে ? এটা আমরা জানতে চাই ৷" আবার একজনের কথায়, "আমি আপনার অবৈধ সন্তানকে বাবার নাম দিতে পারি ৷" অনেকে আবার বসিরহাটের সাংসদকে প্রেগনেন্সি ফটোশ্যুট করারও পরামর্শ দিয়েছেন ৷

আরও পড়ুন: "ঝুঁকি না-নিলে গল্প তৈরি হয় না", ভেজা শরীরে ভিডিয়ো পোস্ট নুসরতের

সন্তানসম্ভবা হলেও কাজ বন্ধ রাখেননি নুসরত জাহান ৷ এখনও তিনি শ্যুটিং চালিয়ে যাচ্ছেন ৷ শ্যুটিং-এর সেট থেকেই এই ছবি পোস্ট করেছেন তিনি ৷ এর আগে বেবি বাম্প নিয়েই দিব্যি শ্যুটিংয়ে ব্যস্ত থাকতে দেখা গিয়েছে বলিউডের নানা অভিনেত্রীকে ৷ করিনা কাপুর থেকে শুরু করে অনুষ্কা শর্মা যে নয়া ট্রেন্ড তৈরি করেছেন, সেই পথেই হেঁটে আধুনিক মা হওয়ার লক্ষ্যে এগোচ্ছেন নুসরত ৷

আরও পড়ুন : Nusrat Jahan : নুসরতের ইনস্টা-স্টোরিতে আধ্য়াত্মিক গুরুর শান্তির বার্তা

নানা বিতর্ককে পিছনে ফেলে তিনি যে নিজের উপর আস্থা রাখতেই বেশি স্বচ্ছন্দ্য় বোধ করেন তা বারবার বুঝিয়ে দিচ্ছেন নুসরত জাহান ৷ বৃহস্পতিবার ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ছবিতেও তিনি সেই বার্তাই দিয়েছেন ৷ লিখেছেন, "নিজের উপর বিশ্বাস রাখ ৷"

আরও পড়ুন: গাছে প্রাণের স্পন্দন খুঁজছেন নুসরত; 'দুশ্চরিত্র মেয়ে', থামছে না ট্রোল

তাঁর সন্তানসম্ভবা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই তোলপাড় শুরু হয়েছে বিনোদন ও রাজনীতির আঙিনায় ৷ এখনও সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং নুসরত জাহান ৷ তবে এ সব নিয়ে আদৌ চিন্তিন নন হবু মা ৷ তিনি বেশ আনন্দেই দিন কাটাচ্ছেন, মাতৃত্বের অনুভূতি উপভোগ করছেন ৷ হাজার প্রতিকূলতার মধ্যেও ফিল গুড থাকার শক্তি যে তাঁর মধ্যে রয়েছে, সাম্প্রতিক নানা পোস্টে সেই বার্তাই দিয়েছেন তৃণমূল সাংসদ ৷

কলকাতা, 25 জুন : বিয়ে নিয়ে বিতর্ক, সন্তানের পিতৃ পরিচয় নিয়ে বিতর্ক - বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না অভিনেত্রী নুসরত জাহানের (Nusrat Jahan) ৷ তবে সে সব কিছুকে থোড়াই কেয়ার ! নুসরত আছেন নিজের ছন্দেই ৷ শ্যুটিং করছেন ৷ রোজ নিয়ম করে নিজের ছবি-ভিডিয়ো পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায় ৷ সন্তানের আগমন নিয়ে মুখ না-খুললেও, প্রকাশ্যে এসেছে তাঁর বেবি বাম্পের ছবি ৷ আবারও নিজের একটি ছবি পোস্ট করেছেন তৃণমূল সাংসদ ৷ যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে তাঁর বেবি বাম্প (Baby Bump) ৷ আর তাঁর চোখ-মুখ যেন মাতৃত্বের আভায় আরও উজ্জ্বল হয়ে উঠেছে ৷

শুক্রবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে তিনটি ছবি পোস্ট করেছেন নুসরত জাহান ৷ একটি আকাশি কাফতানে তিনি সেখানে ধরা দিয়েছেন মোহময়ী রূপে ৷ চুলে গোঁজা সাদা ফুল তাঁর স্নিগ্ধতা আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে ৷ সবুজে ঘেরা এক বাগানে দাঁড়িয়ে রয়েছেন তিনি ৷ ছবিতে তাঁর বেবি বাম্প বেশ ভালো ভাবেই নজরে এসেছে ৷ পোস্টটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "শ্যুট টাইম...ব্লসম অ্যান্ড ব্লুম...৷"

nusrat jahan glows in sky kaftaan in her new baby bump pics
শ্যুটিং-এর পোশাকেই স্পষ্ট বেবি বাম্প, "ছেলে হবে নুসরতের"

আরও পড়ুন: গাছে প্রাণের স্পন্দন খুঁজছেন নুসরত; 'দুশ্চরিত্র মেয়ে', থামছে না ট্রোল

অনেকে তো আবার এই ছবি দেখে ভবিষ্যদ্বাণীও করে ফেলেছেন ৷ একজন ভক্ত কমেন্টে লিখেছেন, "আপনার ছেলে হবে ৷" তবে নুসরতের সন্তানের পিতৃপরিচয় নিয়ে যে নেট নাগরিকদের কৌতূহল এখনও কাটেনি, তা বোঝা যায় বিভিন্ন কমেন্টে ৷ কেউ জিজ্ঞেস করেছেন, "আপনার রিলেশনশিপ স্টেটাস কী ?" আবার কেউ লিখেছেন, "আপনার যে সন্তান আসতে চলেছে, তার বাবা কে ? এটা আমরা জানতে চাই ৷" আবার একজনের কথায়, "আমি আপনার অবৈধ সন্তানকে বাবার নাম দিতে পারি ৷" অনেকে আবার বসিরহাটের সাংসদকে প্রেগনেন্সি ফটোশ্যুট করারও পরামর্শ দিয়েছেন ৷

আরও পড়ুন: "ঝুঁকি না-নিলে গল্প তৈরি হয় না", ভেজা শরীরে ভিডিয়ো পোস্ট নুসরতের

সন্তানসম্ভবা হলেও কাজ বন্ধ রাখেননি নুসরত জাহান ৷ এখনও তিনি শ্যুটিং চালিয়ে যাচ্ছেন ৷ শ্যুটিং-এর সেট থেকেই এই ছবি পোস্ট করেছেন তিনি ৷ এর আগে বেবি বাম্প নিয়েই দিব্যি শ্যুটিংয়ে ব্যস্ত থাকতে দেখা গিয়েছে বলিউডের নানা অভিনেত্রীকে ৷ করিনা কাপুর থেকে শুরু করে অনুষ্কা শর্মা যে নয়া ট্রেন্ড তৈরি করেছেন, সেই পথেই হেঁটে আধুনিক মা হওয়ার লক্ষ্যে এগোচ্ছেন নুসরত ৷

আরও পড়ুন : Nusrat Jahan : নুসরতের ইনস্টা-স্টোরিতে আধ্য়াত্মিক গুরুর শান্তির বার্তা

নানা বিতর্ককে পিছনে ফেলে তিনি যে নিজের উপর আস্থা রাখতেই বেশি স্বচ্ছন্দ্য় বোধ করেন তা বারবার বুঝিয়ে দিচ্ছেন নুসরত জাহান ৷ বৃহস্পতিবার ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ছবিতেও তিনি সেই বার্তাই দিয়েছেন ৷ লিখেছেন, "নিজের উপর বিশ্বাস রাখ ৷"

আরও পড়ুন: গাছে প্রাণের স্পন্দন খুঁজছেন নুসরত; 'দুশ্চরিত্র মেয়ে', থামছে না ট্রোল

তাঁর সন্তানসম্ভবা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই তোলপাড় শুরু হয়েছে বিনোদন ও রাজনীতির আঙিনায় ৷ এখনও সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং নুসরত জাহান ৷ তবে এ সব নিয়ে আদৌ চিন্তিন নন হবু মা ৷ তিনি বেশ আনন্দেই দিন কাটাচ্ছেন, মাতৃত্বের অনুভূতি উপভোগ করছেন ৷ হাজার প্রতিকূলতার মধ্যেও ফিল গুড থাকার শক্তি যে তাঁর মধ্যে রয়েছে, সাম্প্রতিক নানা পোস্টে সেই বার্তাই দিয়েছেন তৃণমূল সাংসদ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.