কলকাতা : উলটোরথ উপলক্ষ্যে আজ কলকাতায় ইস্কনের মন্দিরে যান তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরত জাহান । ছিলেন তাঁর স্বামী নিখিল জৈনও । আর শুধু এই উৎসবে অংশই নেননি, রীতিমতো নিয়ম মেনে মন্ত্রোচ্চারণ করে আরতি করেন তাঁরা । পুজো দেওয়ার পাশাপাশি রথের দড়িতে টানও দিতে দেখা যায় তাঁদের ।
কোরোনা সংক্রমণের কারণে এবার কোথাও বড় করে রথযাত্রা পালন করা যায়নি । কড়া নির্দেশিকা মেনে খুব সামান্য আয়োজন করা হয়েছিল । সেই তালিকায় রয়েছে ইস্কনের রথও । প্রতি বছর যেভাবে বেশ কিছুটা পথ জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নিয়ে পাড়ি দেয় ইস্কনের রথ, এবারে আর তা হয়নি । বরং কলকাতায় মন্দির চত্বরেই পালিত হয় রথযাত্রা ।
সব শেষে সেখান থেকেই সবাইকে সম্প্রীতির বার্তা দেন নুসরত । বলেন, "আমরা প্রতিনিয়ত কোরোনার সঙ্গে লড়াই করে যাচ্ছি । আমার কাছে সব ধর্ম সমান । সেটা আগেই বলেছিলাম । আমি এবং আমার স্বামী নিখিল আজ এখানে এসেছি । আমার সত্যি ভালো লাগছে । আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব, এই দুঃসময় যাতে চটজলদি শেষ হয়ে যায় । মানুষ যাতে আবার সুস্থ হয়ে ফিরে আসে । বাংলার হাসি ফিরে আসে । আমরা সেই চেষ্টাই করছি । ঠাকুরের আশীর্বাদে আমরা সেই সুদিন খুব শিগগির দেখতে পাব । ভালো থাকবেন । সুস্থ থাকবেন ।"
এর আগেও ইস্কনের রথযাত্রায় যোগ দিয়েছিলেন নুসরত । তখন বিতর্কের মুখে পড়তে হয়েছিল তাঁকে । যদিও বিতর্ককে গুরুত্ব না দিয়ে দুর্গাপুজো থেকে শুরু করে দীপাবলি সব ধরনের উৎসবেই সমান তালে মেতে ওঠেন তিনি । গত বছর স্বামীর সঙ্গে দুর্গাপুজো পালন করেন । অস্টমীতে অঞ্জলি দেওয়া থেকে শুরু করে ঢাক বাজানো সবই করতে দেখা যায় তাঁকে । এরপরই হিন্দু ও মুসলিম দুই ধর্মের মানুষের আক্রমণের মুখে পড়েন তিনি । তাঁর ধর্মীয় বিশ্বাস নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে । যদিও তা নিয়ে কোনও মন্তব্য করেননি নুসরত । বরং বলেছিলেন, "সব উৎসবেই সমানভাবে আনন্দ করি । তাই বিতর্ক নিয়ে আমার কিছু যায় আসে না ।"