ETV Bharat / sitara

শুভ জন্মদিন নুসরত - nusrat jahan

1990 সালের 8 জানুয়ারি জন্মগ্রহণ করেন নুসরত জাহান । আজ 30 বছরে পা দিলেন তিনি ।

dgf
gf
author img

By

Published : Jan 8, 2020, 3:11 PM IST

কলকাতা : খুব কম বয়সেই জীবনে অনেক সাফল্য পেয়েছেন অভিনেত্রী এবং বসিরহাটের সাংসদ নুসরত জাহান । গতবছর সাংসদ হওয়ার পরই বিয়ে করেন দীর্ঘদিনের বন্ধু কলকাতার ব্যবসায়ী নিখিল জৈনকে । আজ 30 বছরে পা দিলেন তিনি । জন্মদিনে ETV ভারত সিতারার তরফে তাঁকে অনেক শুভেচ্ছা ।

সদ্য মুক্তি পেয়েছে নুসরত অভিনীত 'অসুর' ছবিটি । বক্স অফিসে ভালোই ব্যবসা করছে এই ছবি । কিন্তু, 30 বছরের জন্মদিন ঠিক কীভাবে কাটাবেন নুসরত ?

সেলিব্রেশন শুরু হয়েছে গতকাল রাত থেকেই । কেক কেটেছেন স্বামী নিখিল জৈন ও বন্ধুদের উপস্থিতিতে । তারপর আজ সকালে কিছু গুরুত্বপূর্ণ কাজ সেরে নিখিল তাঁকে নিয়ে বেরিয়ে পড়েন দু'জনে নিভৃতে সময় কাটাবেন বলে ।

গতকাল রাতের কেক কাটার একটি ভিডিয়ো ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন নুসরত ।

ইনস্টাগ্রামে এই ভিডিয়ো শেয়ার করেছেন নুসরত

কলকাতা : খুব কম বয়সেই জীবনে অনেক সাফল্য পেয়েছেন অভিনেত্রী এবং বসিরহাটের সাংসদ নুসরত জাহান । গতবছর সাংসদ হওয়ার পরই বিয়ে করেন দীর্ঘদিনের বন্ধু কলকাতার ব্যবসায়ী নিখিল জৈনকে । আজ 30 বছরে পা দিলেন তিনি । জন্মদিনে ETV ভারত সিতারার তরফে তাঁকে অনেক শুভেচ্ছা ।

সদ্য মুক্তি পেয়েছে নুসরত অভিনীত 'অসুর' ছবিটি । বক্স অফিসে ভালোই ব্যবসা করছে এই ছবি । কিন্তু, 30 বছরের জন্মদিন ঠিক কীভাবে কাটাবেন নুসরত ?

সেলিব্রেশন শুরু হয়েছে গতকাল রাত থেকেই । কেক কেটেছেন স্বামী নিখিল জৈন ও বন্ধুদের উপস্থিতিতে । তারপর আজ সকালে কিছু গুরুত্বপূর্ণ কাজ সেরে নিখিল তাঁকে নিয়ে বেরিয়ে পড়েন দু'জনে নিভৃতে সময় কাটাবেন বলে ।

গতকাল রাতের কেক কাটার একটি ভিডিয়ো ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন নুসরত ।

ইনস্টাগ্রামে এই ভিডিয়ো শেয়ার করেছেন নুসরত
Intro:৩০ বছরে পা দিলেন অভিনেত্রী এবং বসিরহাটের এমপি নুসরাত জাহান। ৩০ বছরে পা দেওয়ার আগেই জীবনের তামাম সাফল্য পেয়েছেন নুসরাত। গত বছর লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়ে বসিরহাট থেকে বিপুল ভোটে জয়ী হয়ে সাংসদ হয়েছেন। তারপর বিয়ে করেছেন দীর্ঘদিনের বন্ধু কলকাতার ব্যবসায়ী নিখিল জৈনকে। সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত 'অসুর' ছবিটিও। কীভাবে কাটছে নুসরাতের ৩০ বছরের জন্মদিন? খোঁজ নিল ETV ভারত সিতারা।



Body:গতকাল রাত থেকেই জন্মদিন উদযাপন শুরু হয়েছে নুসরাতের। কেক কেটেছেন স্বামী নিখিল জৈন ও বন্ধুবান্ধবদের উপস্থিতিতে। প্রিয়জনদের সঙ্গে গতকালই জন্মদিন উদযাপন করেন অভিনেত্রী-সাংসদ। তারপর আজ সকালে কিছু গুরুত্বপূর্ণ কাজ সেরে স্বামী নিখিল তাঁকে নিয়ে বেরিয়ে পড়েন দুজনে নিভৃতে সময় কাটাবেন বলে।









Conclusion:নুসরাতের টিম এই কেক কাটিং ভিডিওটি শেয়ার করেছে আমাদের সঙ্গে :
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.