ETV Bharat / sitara

"ঝুঁকি না-নিলে গল্প তৈরি হয় না", ভেজা শরীরে ভিডিয়ো পোস্ট নুসরতের - নুসরত জাহানের বেবি বাম্প

ভেজা শরীরে হট ভিডিয়ো পোস্ট করলেন অভিনেত্রী নুসরত জাহান ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "ঝুঁকি না-নিলে গল্প তৈরি হয় না ৷" এই কথার মাধ্যমে তিনি কী বার্তা দিতে চেয়েছেন, তাই নিয়েই চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায় ৷

No Risk, No Story ! nusrat jahan shares video with this cryptic note
ভেজা শরীরে হট ভিডিয়ো পোস্ট, নুসরতের দাবি "ঝুঁকি না-নিলে গল্প তৈরি হয় না"
author img

By

Published : Jun 23, 2021, 4:59 PM IST

কলকাতা, 23 জুন : তাঁর বেবি বাম্পের ছবি প্রকাশ্যে এসেছে ৷ পোস্ট করেছেন মেক-আপ বর্জিত সাদামাটা চেহারার লুক ৷ তবে এ বার হট অবতারে হাজির হবু মা ৷ জলকেলিতে মগ্ন নুসরত জাহান ৷ ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিয়োতে যেন মত্স্যকন্যা অভিনেত্রী ৷ তাঁর কাজল কালো চোখের চাহনি ঘায়েল করেছে ভক্তদের ৷ এই পোস্টের সঙ্গে নুসরত যে বার্তা দিয়েছেন, তাও নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে ৷

বুধবার নিজের ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন নুসরত জাহান ৷ কালো পোশাকে তিনি সেখানে ধরা দিয়েছেন মোহময়ী রূপে ৷ চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক - হবু মা নুসরতের চেহারা থেকে যেন দীপ্তি ঝরে পড়ছে ৷ ভেজা সারা শরীর ৷ ভেজা চুল গিয়ে পড়েছে পিঠের উপর ৷ পোশাক জলে ভাসিয়ে যেন জলকেলি করছেন নুসরত ৷ এই ভিডিয়োটি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, "ঝুঁকি না-নিলে গল্প তৈরি হয় না ৷" এই ক্য়াপশনকেই ইঙ্গিতবাহী বলে মনে করছেন নেটনাগরিকরা ৷

আরও পড়ুন: গাছে প্রাণের স্পন্দন খুঁজছেন নুসরত; 'দুশ্চরিত্র মেয়ে', থামছে না ট্রোল

তাঁর সন্তানসম্ভবা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকে এখনও পর্যন্ত তা নিয়ে মুখ খোলেননি নুসরত জাহান ৷ তবে তাঁর বিভিন্ন পোস্ট যথেষ্ট ইঙ্গিতবাহী বলে মনে হয়েছে নেটিজেনদের ৷ আজই সকালে অভিনেত্রীর আর একটি পোস্টকেও নিজেদের মতো ব্যাখ্যা করে নিয়েছেন ভক্তরা ৷ বুধবার ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন নুসরত ৷ সেখানে দেখা যাচ্ছে নিজের সাধের বাগানের পরিচর্যায় ব্যস্ত তিনি ৷ পরম যত্নে গাছে জল দিচ্ছেন, পাতা ছুঁয়ে অনুভব করার চেষ্টা করছেন প্রাণের স্পন্দন ৷ পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "নিজেকে ফিল গুড রাখার শক্তি তোমার মধ্যেই আছে ৷" হাজারো বিতর্ক, কাদা ছোড়াছুড়িতে কান না-দিয়ে হবু মা নিজেকে আনন্দে রাখতে চাইছেন বলে ধরে নেন নেট নাগরিকরা ৷ এর আগে, নুসরতের পোস্টে উঠে এসেছে আধ্য়াত্মিক গুরুর শান্তির বার্তাও ৷

আরও পড়ুন : Mir-Nushrat: মীরও কি এবার নিখিল-নুসরতের সম্পর্ক নিয়ে ট্রোল করলেন ?

আর আজ তিনি যা লিখলেন, তাতে অনেকেই বলছেন, তাহলে কি ঝুঁকি নিয়েই নিজের গল্প তৈরি করতে চাইছেন তৃণমূল সাংসদ ? তিনি কি সিঙ্গল মাদার হিসেবেই সন্তানের জন্ম দিতে চলেছেন ? তাঁর জীবনের সিদ্ধান্তগুলিকেই কি ঝুঁকি হিসেবে বলতে চেয়েছেন অভিনেত্রী ? এমনই নানা প্রশ্ন নিয়ে তোলপাড় সোশ্য়াল মিডিয়া ৷

আরও পড়ুন : নারী শক্তিশালী হলেই সবাই তাঁকে অন্য নজরে দেখে: নুসরত

অবশ্য নিয়ম করে নুসরত জাহানকে যে ভাবে ট্রোল করা হচ্ছে, তাও চলেছে সমানভাবে ৷ একজন তাঁর এই পোস্টে লিখেছেন, "হ্যাঁ হ্য়াঁ, ঝুঁকি নিয়ে গল্প পেয়ে গেলেন, আর সঙ্গে বাচ্চাও ৷ এ বার শুধু বাচ্চার বাবাকে খুঁজতে হবে ৷"

কলকাতা, 23 জুন : তাঁর বেবি বাম্পের ছবি প্রকাশ্যে এসেছে ৷ পোস্ট করেছেন মেক-আপ বর্জিত সাদামাটা চেহারার লুক ৷ তবে এ বার হট অবতারে হাজির হবু মা ৷ জলকেলিতে মগ্ন নুসরত জাহান ৷ ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিয়োতে যেন মত্স্যকন্যা অভিনেত্রী ৷ তাঁর কাজল কালো চোখের চাহনি ঘায়েল করেছে ভক্তদের ৷ এই পোস্টের সঙ্গে নুসরত যে বার্তা দিয়েছেন, তাও নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে ৷

বুধবার নিজের ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন নুসরত জাহান ৷ কালো পোশাকে তিনি সেখানে ধরা দিয়েছেন মোহময়ী রূপে ৷ চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক - হবু মা নুসরতের চেহারা থেকে যেন দীপ্তি ঝরে পড়ছে ৷ ভেজা সারা শরীর ৷ ভেজা চুল গিয়ে পড়েছে পিঠের উপর ৷ পোশাক জলে ভাসিয়ে যেন জলকেলি করছেন নুসরত ৷ এই ভিডিয়োটি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, "ঝুঁকি না-নিলে গল্প তৈরি হয় না ৷" এই ক্য়াপশনকেই ইঙ্গিতবাহী বলে মনে করছেন নেটনাগরিকরা ৷

আরও পড়ুন: গাছে প্রাণের স্পন্দন খুঁজছেন নুসরত; 'দুশ্চরিত্র মেয়ে', থামছে না ট্রোল

তাঁর সন্তানসম্ভবা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকে এখনও পর্যন্ত তা নিয়ে মুখ খোলেননি নুসরত জাহান ৷ তবে তাঁর বিভিন্ন পোস্ট যথেষ্ট ইঙ্গিতবাহী বলে মনে হয়েছে নেটিজেনদের ৷ আজই সকালে অভিনেত্রীর আর একটি পোস্টকেও নিজেদের মতো ব্যাখ্যা করে নিয়েছেন ভক্তরা ৷ বুধবার ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন নুসরত ৷ সেখানে দেখা যাচ্ছে নিজের সাধের বাগানের পরিচর্যায় ব্যস্ত তিনি ৷ পরম যত্নে গাছে জল দিচ্ছেন, পাতা ছুঁয়ে অনুভব করার চেষ্টা করছেন প্রাণের স্পন্দন ৷ পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "নিজেকে ফিল গুড রাখার শক্তি তোমার মধ্যেই আছে ৷" হাজারো বিতর্ক, কাদা ছোড়াছুড়িতে কান না-দিয়ে হবু মা নিজেকে আনন্দে রাখতে চাইছেন বলে ধরে নেন নেট নাগরিকরা ৷ এর আগে, নুসরতের পোস্টে উঠে এসেছে আধ্য়াত্মিক গুরুর শান্তির বার্তাও ৷

আরও পড়ুন : Mir-Nushrat: মীরও কি এবার নিখিল-নুসরতের সম্পর্ক নিয়ে ট্রোল করলেন ?

আর আজ তিনি যা লিখলেন, তাতে অনেকেই বলছেন, তাহলে কি ঝুঁকি নিয়েই নিজের গল্প তৈরি করতে চাইছেন তৃণমূল সাংসদ ? তিনি কি সিঙ্গল মাদার হিসেবেই সন্তানের জন্ম দিতে চলেছেন ? তাঁর জীবনের সিদ্ধান্তগুলিকেই কি ঝুঁকি হিসেবে বলতে চেয়েছেন অভিনেত্রী ? এমনই নানা প্রশ্ন নিয়ে তোলপাড় সোশ্য়াল মিডিয়া ৷

আরও পড়ুন : নারী শক্তিশালী হলেই সবাই তাঁকে অন্য নজরে দেখে: নুসরত

অবশ্য নিয়ম করে নুসরত জাহানকে যে ভাবে ট্রোল করা হচ্ছে, তাও চলেছে সমানভাবে ৷ একজন তাঁর এই পোস্টে লিখেছেন, "হ্যাঁ হ্য়াঁ, ঝুঁকি নিয়ে গল্প পেয়ে গেলেন, আর সঙ্গে বাচ্চাও ৷ এ বার শুধু বাচ্চার বাবাকে খুঁজতে হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.