ETV Bharat / sitara

Nusrat Jahan: নুসরতের সঙ্গে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত, নিখিলের পক্ষেই রায় আদালতের

আলিপুর আদালতের নির্দেশে অবশেষে পাকাপাকিভাবে বিবাহ বিচ্ছেদ হল নিখিল জৈন (Nikhil Jain) ও নুসরত জাহানের (Nusrat Jahan) ৷ রায় নিখিলের পক্ষে গিয়েছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী ৷

nikhil jain and nusrat jahan officially separated, nikhil won the annulment case in Alipore court
পাকাপাকি বিবাহ বিচ্ছেদ নুসরতের, নিখিলের পক্ষেই রায় আদালতের
author img

By

Published : Nov 17, 2021, 7:14 PM IST

কলকাতা, 17 নভেম্বর: নিখিল জৈনের (Nikhil Jain) সঙ্গে নুসরত জাহানের (Nusrat Jahan) বিচ্ছেদ চূড়ান্ত হল । অ্যানালমেন্ট অফ ম্যারেজ নিয়ে নিখিলের করা মামলায় আদালত রায় দিয়েছে তাঁর পক্ষে । সূত্রের খবর, নিখিলের আইনজীবী সত্যব্রত চক্রবর্তী জানিয়েছেন, "বিচারপতি নিখিলের পক্ষে রায় দিয়েছেন ।"

অভিনেত্রী নুসরত জাহান অন্তঃসত্ত্বা হওয়ার আগেই তাঁর সঙ্গে বিচ্ছেদ চেয়ে আলিপুর আদালতে আবেদন করেছিলেন নিখিল জৈন ৷ গত ফেব্রুয়ারি মাসেই তিনি ডিভোর্সের নোটিস পাঠিয়েছিলেন বলে শোনা যায় ৷ নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়াতেই নিখিল জানিয়ে দিয়েছিলেন যে, নুসরতের সন্তানের বাবা তিনি নন ৷

গত 4 জুন তৃণমূল সাংসদের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই এই নিয়ে শুরু জল্পনা ৷ নুসরতের সন্তানের বাবা কে, তাই নিয়ে জোর চর্চা শুরু হয় নেট মাধ্যমে ৷ তবে তার ক'দিন পরেই 9 জুন নুসরত একটি বিবৃতি দিয়ে বিস্ফোরণ ঘটান ৷ তিনি দাবি করেন, "তুরস্কের বিয়ের আইন অনুযায়ী বিদেশের ওই অনুষ্ঠান অবৈধ ৷ আর যেহেতু এটা দুই ধর্মে বিয়ে, সে জন্য এটি বৈধতা পেতে স্পেশ্য়াল ম্যারেজ অ্যাক্টের স্বীকৃতি প্রয়োজন, যেটা ঘটেনি ৷ আইন অনুযায়ী এটা কোনও বিয়ে নয় ৷ এটা একটা সম্পর্ক অথবা একটা লিভ-ইন সম্পর্ক ৷ সুতরাং বিবাহবিচ্ছেদের প্রশ্নই ওঠে না ৷ দীর্ঘদিন হল আমরা আলাদা আছি ৷ তবে এ নিয়ে কখনও কিছু বলিনি, কারণ আমার ব্যক্তিগত জীবন নিজের কাছেই রাখতে চেয়েছি ৷ তাই আমার সঙ্গে জড়িত কেউ বা কোনও সংবাদমাধ্যম এই সেপারেশনের ভিত্তিতে আমার কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলতে পারে না ৷ এই বিয়ে বেআইনি ও অবৈধ ৷"

nikhil jain and nusrat jahan officially separated, nikhil won the annulment case in Alipore court
পাকাপাকি বিবাহ বিচ্ছেদ নুসরতের, নিখিলের পক্ষেই রায় আদালতের

আরও পড়ুন: Bonbibi: পার্নোর বনবিবিতে পুলিশ অফিসারের চরিত্রে রণজয়, হাজির লুক

সম্পর্কে চিড় ধরার পর বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছিলেন নিখিল জৈন ৷ যেহেতু আইনি প্রক্রিয়ায় ম্যারেজ রেজিস্ট্রেশন হয়নি তাঁদের, তাই অ্যানালমেন্ট করেই আলাদা হতে হত দম্পতিকে । সে জন্য সেই পথেই হাঁটেন নিখিল । অবশেষে আদালতের রায়ে পাকাপাকি হল বিচ্ছেদ ৷

nikhil jain and nusrat jahan officially separated, nikhil won the annulment case in Alipore court
নুসরত-নিখিল

আরও পড়ুন: Nusrat-Yash Marriage : বিয়ে করেছেন, যশের জন্মদিনে সেই বার্তাই দিলেন নুসরত ?

2019 সালে নুসরত-নিখিলের বিয়ে ছিল রূপকথার উপাখ্য়ান । 13 জুন কলকাতায় গায়ে হলুদের পর্ব মিটিয়ে 15 জুন নিখিল ও অন্যান্য প্রিয়জনদের সঙ্গে নিয়ে তুরস্কের উদ্দেশে পাড়ি দেন বসিরহাটের সাংসদ । 19 জুন বিয়ের পর্ব সেখানে সেরে পরের মাসে, অর্থাৎ জুলাইয়ের 4 তারিখ কলকাতার বিলাসবহুল হোটেলে ধুমধাম করে পালিত হয় তাঁদের ওয়েডিং রিসেপশন ।

আরও পড়ুন: Nusrat-Yash : ছেলের নাম ঈশান জে দাশগুপ্ত, জন্মের শংসাপত্রে নুসরতের সন্তানের পিতার পরিচয়

কলকাতা, 17 নভেম্বর: নিখিল জৈনের (Nikhil Jain) সঙ্গে নুসরত জাহানের (Nusrat Jahan) বিচ্ছেদ চূড়ান্ত হল । অ্যানালমেন্ট অফ ম্যারেজ নিয়ে নিখিলের করা মামলায় আদালত রায় দিয়েছে তাঁর পক্ষে । সূত্রের খবর, নিখিলের আইনজীবী সত্যব্রত চক্রবর্তী জানিয়েছেন, "বিচারপতি নিখিলের পক্ষে রায় দিয়েছেন ।"

অভিনেত্রী নুসরত জাহান অন্তঃসত্ত্বা হওয়ার আগেই তাঁর সঙ্গে বিচ্ছেদ চেয়ে আলিপুর আদালতে আবেদন করেছিলেন নিখিল জৈন ৷ গত ফেব্রুয়ারি মাসেই তিনি ডিভোর্সের নোটিস পাঠিয়েছিলেন বলে শোনা যায় ৷ নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়াতেই নিখিল জানিয়ে দিয়েছিলেন যে, নুসরতের সন্তানের বাবা তিনি নন ৷

গত 4 জুন তৃণমূল সাংসদের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই এই নিয়ে শুরু জল্পনা ৷ নুসরতের সন্তানের বাবা কে, তাই নিয়ে জোর চর্চা শুরু হয় নেট মাধ্যমে ৷ তবে তার ক'দিন পরেই 9 জুন নুসরত একটি বিবৃতি দিয়ে বিস্ফোরণ ঘটান ৷ তিনি দাবি করেন, "তুরস্কের বিয়ের আইন অনুযায়ী বিদেশের ওই অনুষ্ঠান অবৈধ ৷ আর যেহেতু এটা দুই ধর্মে বিয়ে, সে জন্য এটি বৈধতা পেতে স্পেশ্য়াল ম্যারেজ অ্যাক্টের স্বীকৃতি প্রয়োজন, যেটা ঘটেনি ৷ আইন অনুযায়ী এটা কোনও বিয়ে নয় ৷ এটা একটা সম্পর্ক অথবা একটা লিভ-ইন সম্পর্ক ৷ সুতরাং বিবাহবিচ্ছেদের প্রশ্নই ওঠে না ৷ দীর্ঘদিন হল আমরা আলাদা আছি ৷ তবে এ নিয়ে কখনও কিছু বলিনি, কারণ আমার ব্যক্তিগত জীবন নিজের কাছেই রাখতে চেয়েছি ৷ তাই আমার সঙ্গে জড়িত কেউ বা কোনও সংবাদমাধ্যম এই সেপারেশনের ভিত্তিতে আমার কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলতে পারে না ৷ এই বিয়ে বেআইনি ও অবৈধ ৷"

nikhil jain and nusrat jahan officially separated, nikhil won the annulment case in Alipore court
পাকাপাকি বিবাহ বিচ্ছেদ নুসরতের, নিখিলের পক্ষেই রায় আদালতের

আরও পড়ুন: Bonbibi: পার্নোর বনবিবিতে পুলিশ অফিসারের চরিত্রে রণজয়, হাজির লুক

সম্পর্কে চিড় ধরার পর বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছিলেন নিখিল জৈন ৷ যেহেতু আইনি প্রক্রিয়ায় ম্যারেজ রেজিস্ট্রেশন হয়নি তাঁদের, তাই অ্যানালমেন্ট করেই আলাদা হতে হত দম্পতিকে । সে জন্য সেই পথেই হাঁটেন নিখিল । অবশেষে আদালতের রায়ে পাকাপাকি হল বিচ্ছেদ ৷

nikhil jain and nusrat jahan officially separated, nikhil won the annulment case in Alipore court
নুসরত-নিখিল

আরও পড়ুন: Nusrat-Yash Marriage : বিয়ে করেছেন, যশের জন্মদিনে সেই বার্তাই দিলেন নুসরত ?

2019 সালে নুসরত-নিখিলের বিয়ে ছিল রূপকথার উপাখ্য়ান । 13 জুন কলকাতায় গায়ে হলুদের পর্ব মিটিয়ে 15 জুন নিখিল ও অন্যান্য প্রিয়জনদের সঙ্গে নিয়ে তুরস্কের উদ্দেশে পাড়ি দেন বসিরহাটের সাংসদ । 19 জুন বিয়ের পর্ব সেখানে সেরে পরের মাসে, অর্থাৎ জুলাইয়ের 4 তারিখ কলকাতার বিলাসবহুল হোটেলে ধুমধাম করে পালিত হয় তাঁদের ওয়েডিং রিসেপশন ।

আরও পড়ুন: Nusrat-Yash : ছেলের নাম ঈশান জে দাশগুপ্ত, জন্মের শংসাপত্রে নুসরতের সন্তানের পিতার পরিচয়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.