গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী। সুর দিয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। ইমন তাঁর বলিষ্ঠ অথচ নরম কন্ঠে এই গানে এক নতুন মাত্রা যোগ করেছেন। এটা এই ছবির মুক্তিপ্রাপ্ত তৃতীয় গান।
নারী দিবসে আমাদের সমাজের দুই অত্যন্ত চেনা নারীকে নিয়ে এই ছবি বানিয়েছেন পৃথা চক্রবর্তী। চেনা, কারণ এই গল্প শুধুমাত্র 'শোভারানী' বা 'অদিতি'-র কথা নয়। এই চরিত্রগুলোকে আমরা প্রতিনিয়ত দেখে চলেছি আমাদের আশেপাশে। খুবই আপন এই ছবির বিষয়।
ছবিটি মুক্তি পাবে আন্তর্জাতিক নারী দিবস ৮ মার্চে।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">