ETV Bharat / sitara

Jon Abraham New Movie : এপ্রিলের প্রথম দিনই সিনেপ্রেমীরা উপভোগ করবেন জন আব্রাহামের অ্যাটাক-পার্ট 1 - এপ্রিলের প্রথম দিনেই সিনেমা হলে আসতে চলেছে জন আব্রহামের অ্যাটাক পার্ট 1

1 এপ্রিল হলে রিলিজ হচ্ছে অ্যাকশন হিরো জন আব্রাহামের নতুন ছবি 'অ্যাটাক-পার্ট 1' (New film Of Jon Abraham is releasing on 1st April 2022) ৷ ছবিটি জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা ছিল ৷ কোভিডের বাড়বাড়ন্তের কারণে সেই তারিখ পিছিয়ে দেওয়া হয় ৷

Jon Abraham New Movie Release date
এপ্রিলের প্রথম দিনেই সিনেমা হলে আসতে চলেছে জন আব্রহামের অ্যাটাক-পার্ট 1
author img

By

Published : Feb 4, 2022, 12:06 PM IST

মুম্বই, 4 ফেব্রুয়ারি : নতুন বছরে সিনেপ্রেমীদের জন্য় পরপর মুক্তি পেতে চলেছে বেশ কয়েকটি নতুন ছবি ৷ একদিকে যেমন 25 ফেব্রুয়ারি সিনেমা হলে মুক্তি পেতে চলেছে সঞ্জয় লীলা বনশালির নতুন ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি', তেমনি আবার 4 মার্চ মুক্তির আলো দেখতে চলছে বিগ বি-র নতুন ছবি 'ঝুন্ড' ৷ আর 20 মে একইদিনে রুপোলি পর্দায় আসছে রাজামৌলির 'ত্রিপিল আর' এবং কিয়ারা আদবানি-কার্তিক আরিয়ান জুটির নতুন প্রয়াস 'ভুল ভুলাইয়া 2' ৷ এরই মাঝে হোলির দিন অর্থাৎ 18 মার্চ মুক্তি পাবে অক্ষয় কুমারের নতুন ছবি 'বচ্চন পান্ডে' ৷ নতুন ছবিতে এবার কৃতি স্য়াননের সঙ্গে জুটি বেঁধেছেন খিলাড়ি কুমার ৷

নতুন বছরের নতুন ছবির এই তালিকায় এবার অন্তর্ভুক্ত হল অ্যাকশন হিরো জন আব্রাহামের নামও ৷ 1 এপ্রিল আসতে চলেছে তাঁর নতুন ছবি 'অ্যাটাক-পার্ট 1' (Attack Part 1 releasing in cinemas on 1st April 2022) ৷ যদিও এই ছবি রুপোলি পর্দায় আসার কথা ছিল জানুয়ারিতেই, কিন্তু ইনস্টাগ্রামে ছবির একটি পোস্টার শেয়ার করে জন তাঁর অনুরাগীদের জানিয়েছেন জানুয়ারির বদলে এপ্রিল ফুল ডে-তে মুক্তি পেতে চলেছে তাঁর এই নতুন অ্যাকশন থ্রিলার ৷

আরও পড়ুন: 'গাঙ্গুবাঈ' কাথিয়াওয়াড়ি ছবিতে নিজের চরিত্রের প্রথম ঝলক শেয়ার করলেন অজয়

তিনি লেখেন, "প্রস্তুত থাকুন আমাদের দেশের প্রথম 'সুপার সোলজার' এবং দেশের সম্মান বাঁচাতে তাঁর স্ট্রাইকের কাহিনির সাক্ষী থাকার জন্য ৷ 'অ্যাটাক-পার্ট 1' বিশ্বজুড়ে সিনেমা হলে মুক্তি পাচ্ছে 1 এপ্রিল ৷ " করোনার বাড়বাড়ন্তের জেরেই গত মাসে মুক্তি পায়নি 'অ্যাটাক-পার্ট 1' ৷ তবে এই নতুন ছবি নিয়ে যথেষ্ট আগ্রহ রয়েছে সকলের ৷ জনের সঙ্গেই ছবিতে রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ, রাকুল প্রীত সিং-সহ আরও একাধিক পরিচিত মুখ ৷

মুম্বই, 4 ফেব্রুয়ারি : নতুন বছরে সিনেপ্রেমীদের জন্য় পরপর মুক্তি পেতে চলেছে বেশ কয়েকটি নতুন ছবি ৷ একদিকে যেমন 25 ফেব্রুয়ারি সিনেমা হলে মুক্তি পেতে চলেছে সঞ্জয় লীলা বনশালির নতুন ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি', তেমনি আবার 4 মার্চ মুক্তির আলো দেখতে চলছে বিগ বি-র নতুন ছবি 'ঝুন্ড' ৷ আর 20 মে একইদিনে রুপোলি পর্দায় আসছে রাজামৌলির 'ত্রিপিল আর' এবং কিয়ারা আদবানি-কার্তিক আরিয়ান জুটির নতুন প্রয়াস 'ভুল ভুলাইয়া 2' ৷ এরই মাঝে হোলির দিন অর্থাৎ 18 মার্চ মুক্তি পাবে অক্ষয় কুমারের নতুন ছবি 'বচ্চন পান্ডে' ৷ নতুন ছবিতে এবার কৃতি স্য়াননের সঙ্গে জুটি বেঁধেছেন খিলাড়ি কুমার ৷

নতুন বছরের নতুন ছবির এই তালিকায় এবার অন্তর্ভুক্ত হল অ্যাকশন হিরো জন আব্রাহামের নামও ৷ 1 এপ্রিল আসতে চলেছে তাঁর নতুন ছবি 'অ্যাটাক-পার্ট 1' (Attack Part 1 releasing in cinemas on 1st April 2022) ৷ যদিও এই ছবি রুপোলি পর্দায় আসার কথা ছিল জানুয়ারিতেই, কিন্তু ইনস্টাগ্রামে ছবির একটি পোস্টার শেয়ার করে জন তাঁর অনুরাগীদের জানিয়েছেন জানুয়ারির বদলে এপ্রিল ফুল ডে-তে মুক্তি পেতে চলেছে তাঁর এই নতুন অ্যাকশন থ্রিলার ৷

আরও পড়ুন: 'গাঙ্গুবাঈ' কাথিয়াওয়াড়ি ছবিতে নিজের চরিত্রের প্রথম ঝলক শেয়ার করলেন অজয়

তিনি লেখেন, "প্রস্তুত থাকুন আমাদের দেশের প্রথম 'সুপার সোলজার' এবং দেশের সম্মান বাঁচাতে তাঁর স্ট্রাইকের কাহিনির সাক্ষী থাকার জন্য ৷ 'অ্যাটাক-পার্ট 1' বিশ্বজুড়ে সিনেমা হলে মুক্তি পাচ্ছে 1 এপ্রিল ৷ " করোনার বাড়বাড়ন্তের জেরেই গত মাসে মুক্তি পায়নি 'অ্যাটাক-পার্ট 1' ৷ তবে এই নতুন ছবি নিয়ে যথেষ্ট আগ্রহ রয়েছে সকলের ৷ জনের সঙ্গেই ছবিতে রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ, রাকুল প্রীত সিং-সহ আরও একাধিক পরিচিত মুখ ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.