লন্ডন : কোরোনাভাইরাসের নতুন স্ট্রেনের খোঁজ পাওয়া গিয়েছে ব্রিটেনে । আর সংক্রমণ ঠেকাতে চতুর্থ দফার লকডাউন ঘোষণা করা হয়েছে সেখানে । এদিকে এই মুহূর্তে আপকামিং ছবি 'টেক্সট ফর ইউ'-এর শুটিংয়ের জন্য লন্ডনে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া । কিন্তু, লকডাউন জারি হওয়ার ফলে সেখানে আটকে পড়েছেন তিনি ।
নতুন ছবির শুটিংয়ের জন্য কয়েকদিন আগেই কলাকুশলীদের সঙ্গে ব্রিটেনে পাড়ি দেন প্রিয়াঙ্কা । তবে ক্রিসমাসের সময় সেখানে একা নেই অভিনেত্রী । তাঁর সঙ্গেই রয়েছেন নিক জোনাসও । আসলে এই ছবির একটি ছোট্ট দৃশ্যে দেখা যাবে তাঁকে । এদিকে লকডাউন জারি হওয়ার ফলে প্রযোজনা সংস্থার তরফে শুটিং বন্ধ করে দেওয়া হয়েছে । ফলে লকডাউন না ওঠা পর্যন্ত আপাতত প্রিয়াঙ্কা ও নিক সেখানেই থাকবেন বলে জানা গিয়েছে ।
সূত্রের খবর, এই পরিস্থিতির মধ্যে যাতে ছবির গোটা টিম অ্যামেরিকাতে ফিরতে পারেন সেই চেষ্টা করা হচ্ছিল প্রযোজনা সংস্থার তরফে । কিন্তু, কোরোনার এই নতুন স্ট্রেন অন্য কোনও দেশে যাতে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য অত্যন্ত কড়াভাবে পদক্ষেপ করেছে প্রশাসন ।
তবে কোরোনা সংক্রমণের ভয়কে সঙ্গে নিয়েই আপাতত সেখানেই নিকের সঙ্গে ক্রিসমাস পালন করছেন প্রিয়াঙ্কা । লকডাউনের মধ্যেই ব্রিটেনে ক্রিসমাসের আনন্দে গা ভাসিয়ে দিয়েছেন তাঁরা ।
ব্রিটেনের রাস্তায় মিঠে রোদ গায়ে মেখে বেরিয়ে পড়েছিলেন এই তারকা দম্পতি । ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করেন প্রিয়াঙ্কা । সেখানে তাঁদের সঙ্গে দেখা গিয়েছে পোষ্য ডায়নাকেও ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
প্রিয়াঙ্কার পাশাপাশি লন্ডনে আটকে পড়েছেন আফতাব শিবদাসানিও । জানুয়ারির আগে কোনওভাবেই দেশে ফেরা সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি । তাই এবারের ক্রিসমাস ঘরে বসেই পালন করবেন বলে ঠিক করেছেন অভিনেতা ।