ETV Bharat / sitara

Neha Dhupia : ফের মা হলেন নেহা, হাসপাতালের ছবি পোস্ট সোহার - অঙ্গদ বেদী

পুত্র সন্তানের মা হলেন নেহা ধুপিয়া (Neha Dhupia)৷ তাঁদের দ্বিতীয় সন্তান আগমনের খবর জানালেন অঙ্গদ বেদী (Angad Bedi)৷ নেহাকে দেখতে হাসপাতালে যান সোহা আলি খান ৷

Neha Dhupia and Angad Bedi welcome a baby boy! Soha Ali Khan shares Neha's photo from hospital
নেহা ধুপিয়ার কোলে এল পুত্র সন্তান, হাসপাতালের ছবি পোস্ট সোহার
author img

By

Published : Oct 3, 2021, 7:47 PM IST

মুম্বই, 3 অক্টোবর: দ্বিতীয় সন্তান এল বলিউডের সেলেব দম্পতি নেহা ধুপিয়া (Neha Dhupia) ও অঙ্গদ বেদীর (Angad Bedi) জীবনে ৷ রবিবার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী ৷ এই সুখবর জানিয়েছেন অঙ্গদ স্বয়ং ৷ তিনি জানিয়েছেন, মা ও ছেলে ভাল আছে ৷ নেহা ও তাঁর সদ্যোজাত সন্তানকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন অভিনেত্রী সোহা আলি খান ৷ তিনি হাসপাতালে নেহার সঙ্গে ছবি তুলে সেই ছবি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ৷

আজ দুপুরে নেহার মেটার্নিটি শুটের একটি ছবি পোস্ট করে অঙ্গদ জানান, "ঈশ্বর আজ আমাদের একটি পুত্র সন্তান আশীর্বাদ হিসেবে দিয়েছেন ৷ নেহা ও তাঁর সন্তান ভাল আছে ৷ মেহর ছোট্ট বেবির আগমনের জন্য তৈরি ৷ এই সফরে এমন যুদ্ধ চালানোর জন্য নেহাকে ধন্যবাদ ৷ আমাদের সবার কাছে এই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখা যাক ৷"

আরও পড়ুন: SRK Aryan: আরিয়ান ড্রাগ নিলে বা সেক্স করলে আপত্তি নেই; ছেলে জন্মানোর পর বলেছিলেন শাহরুখ

ছোট্ট কন্যা মেহরের পর নেহা ও অঙ্গদ পেলেন পুত্রসন্তান ৷ একরত্তিকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন অভিনেত্রী সোহা আলি খান ৷ তিনি দুটি ছবি পোস্ট করেছেন ৷ তার একটিকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখা গিয়েছে নেহাকে ৷ আর অপর ছবি মা ও মেয়ের, মানে নেহা ও মেহরের ৷

আরও পড়ুন: Sameer Wankhede: স্ত্রী অভিনেত্রী, তবু আরিয়ান ও বলি সেলেবদের নিস্তার নেই সমীরের হাত থেকে

গত জুলাই মাসে ইনস্টাগ্রামে তাঁদের দ্বিতীয় সন্তানের আগমনের খবর দিয়েছিলেন এই সেলেব কাপল ৷ ছেলে হওয়ার খবর দিলেও তাঁর নাম এখনও প্রকাশ্যে আনেননি অঙ্গদ ৷ প্রকাশ করেননি ছেলের ছবিরও ৷ সেই ছবি দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা ৷ সবাই নেহা ও অঙ্গদকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ সাধারণ দর্শক থেকে শুরু করে সেলিব্রিটি - প্রত্যেকে নতুন অতিথির আগমনে অভিনন্দন জানিয়েছেন নেহা ও অঙ্গদকে ৷

আরও পড়ুন: NCB Chief on Aryaan Khan: ফিল্মের কেউ জড়ালেও তদন্ত নিরপেক্ষ হবে, আরিয়ান-কাণ্ডে দাবি এনসিবি প্রধানের

মুম্বই, 3 অক্টোবর: দ্বিতীয় সন্তান এল বলিউডের সেলেব দম্পতি নেহা ধুপিয়া (Neha Dhupia) ও অঙ্গদ বেদীর (Angad Bedi) জীবনে ৷ রবিবার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী ৷ এই সুখবর জানিয়েছেন অঙ্গদ স্বয়ং ৷ তিনি জানিয়েছেন, মা ও ছেলে ভাল আছে ৷ নেহা ও তাঁর সদ্যোজাত সন্তানকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন অভিনেত্রী সোহা আলি খান ৷ তিনি হাসপাতালে নেহার সঙ্গে ছবি তুলে সেই ছবি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ৷

আজ দুপুরে নেহার মেটার্নিটি শুটের একটি ছবি পোস্ট করে অঙ্গদ জানান, "ঈশ্বর আজ আমাদের একটি পুত্র সন্তান আশীর্বাদ হিসেবে দিয়েছেন ৷ নেহা ও তাঁর সন্তান ভাল আছে ৷ মেহর ছোট্ট বেবির আগমনের জন্য তৈরি ৷ এই সফরে এমন যুদ্ধ চালানোর জন্য নেহাকে ধন্যবাদ ৷ আমাদের সবার কাছে এই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখা যাক ৷"

আরও পড়ুন: SRK Aryan: আরিয়ান ড্রাগ নিলে বা সেক্স করলে আপত্তি নেই; ছেলে জন্মানোর পর বলেছিলেন শাহরুখ

ছোট্ট কন্যা মেহরের পর নেহা ও অঙ্গদ পেলেন পুত্রসন্তান ৷ একরত্তিকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন অভিনেত্রী সোহা আলি খান ৷ তিনি দুটি ছবি পোস্ট করেছেন ৷ তার একটিকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখা গিয়েছে নেহাকে ৷ আর অপর ছবি মা ও মেয়ের, মানে নেহা ও মেহরের ৷

আরও পড়ুন: Sameer Wankhede: স্ত্রী অভিনেত্রী, তবু আরিয়ান ও বলি সেলেবদের নিস্তার নেই সমীরের হাত থেকে

গত জুলাই মাসে ইনস্টাগ্রামে তাঁদের দ্বিতীয় সন্তানের আগমনের খবর দিয়েছিলেন এই সেলেব কাপল ৷ ছেলে হওয়ার খবর দিলেও তাঁর নাম এখনও প্রকাশ্যে আনেননি অঙ্গদ ৷ প্রকাশ করেননি ছেলের ছবিরও ৷ সেই ছবি দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা ৷ সবাই নেহা ও অঙ্গদকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ সাধারণ দর্শক থেকে শুরু করে সেলিব্রিটি - প্রত্যেকে নতুন অতিথির আগমনে অভিনন্দন জানিয়েছেন নেহা ও অঙ্গদকে ৷

আরও পড়ুন: NCB Chief on Aryaan Khan: ফিল্মের কেউ জড়ালেও তদন্ত নিরপেক্ষ হবে, আরিয়ান-কাণ্ডে দাবি এনসিবি প্রধানের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.